ETV Bharat / bharat

জম্মু ও কাশ্মীরের ডোডা জেলা জঙ্গিমুক্ত : DGP

আজ জম্মু ও কাশ্মীরের পুলিশের ডিরেক্টর জেনেরাল দিলবাগ সিং বলেছেন, জম্মু জ়োনের ডোডা জেলা আবারও জঙ্গিমুক্ত হয়েছে । সেখানে বেঁচে থাকা শেষ জঙ্গি মাসুদ পুলিশ ও সেনার গুলিতে খতম হয়েছে ।

author img

By

Published : Jun 29, 2020, 11:28 AM IST

ছবি
ছবি

অনন্তনাগ, 29 জুন : কয়েকদিন ধরে উত্তপ্ত ছিল দক্ষিণ কাশ্মীর । দফায় দফায় চলছিল নিরাপত্তাবাহিনী ও জঙ্গিদের লড়াই । এরই মধ্যে আজ হিজবুল মুজাহিদ্দিনের এক জঙ্গি মাসুদ নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম হয়েছে । পুলিশের তরফে ঘোষণা করা হয়েছে, মাসুদের মৃত্যুর পর দক্ষিণ কাশ্মীরের ডোডা জেলা জঙ্গিমুক্ত হয়েছে ।

আজ পুলিশ ও সেনাবাহিনী অনন্তনাগের খুলচোহর এলাকায় যৌথ অভিযান চালায় । তখন খতম হয় মোট তিন জঙ্গি । এর মধ্যে লস্কর-ই-তইবার জেলা কমান্ডার সহ 2 জন এবং মাসুদ হিজবুল মুজাহিদিন কমান্ডার ছিল । জম্মু ও কাশ্মীরের পুলিশের ডিরেক্টর জেনেরাল দিলবাগ সিং বলেন , "জম্মু জ়োনের ডোডা জেলায় আবারও জঙ্গিমুক্ত হয়েছে । কারণ মাসুদ ডোডা জেলায় শেষ বেঁচে থাকা জঙ্গি ছিল।"

পুলিশ জানিয়েছে, মাসুদ একটি ধর্ষণ মামলায় জড়িত ছিল এবং পরে সে পলাতক থাকে । এরপর মাসুদ হিজবুল মুজাহিদিনে যোগদান করে । তার অপারেশন এলাকাটি কাশ্মীরে স্থানান্তরিত করে দেওয়া হয় । নিহত জঙ্গিদের কাছ থেকে একটি AK 47 রাইফেল ও দু'টি পিস্তলসহ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। সেনাবাহিনী একটি সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছে, " বন্দুকযুদ্ধে ওই তিন জঙ্গি নির্মূল হয়েছে। যৌথ অভিযান জারি রয়েছে ।"

সূত্রের খবর, জঙ্গিদের উপস্থিতি সম্পর্কে সুনির্দিষ্ট তথ্যে আগে থেকেই সেনা ও পুলিশের কাছে মজুত ছিল । সেই ভিত্তিতে সেনা ও পুলিশ তল্লাশি অভিয়ান চালায় । এই অভিযান চলাকালীন লুকিয়ে থাকা জঙ্গিরা নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় । এরপরই নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম হয় তারা ।

অনন্তনাগ, 29 জুন : কয়েকদিন ধরে উত্তপ্ত ছিল দক্ষিণ কাশ্মীর । দফায় দফায় চলছিল নিরাপত্তাবাহিনী ও জঙ্গিদের লড়াই । এরই মধ্যে আজ হিজবুল মুজাহিদ্দিনের এক জঙ্গি মাসুদ নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম হয়েছে । পুলিশের তরফে ঘোষণা করা হয়েছে, মাসুদের মৃত্যুর পর দক্ষিণ কাশ্মীরের ডোডা জেলা জঙ্গিমুক্ত হয়েছে ।

আজ পুলিশ ও সেনাবাহিনী অনন্তনাগের খুলচোহর এলাকায় যৌথ অভিযান চালায় । তখন খতম হয় মোট তিন জঙ্গি । এর মধ্যে লস্কর-ই-তইবার জেলা কমান্ডার সহ 2 জন এবং মাসুদ হিজবুল মুজাহিদিন কমান্ডার ছিল । জম্মু ও কাশ্মীরের পুলিশের ডিরেক্টর জেনেরাল দিলবাগ সিং বলেন , "জম্মু জ়োনের ডোডা জেলায় আবারও জঙ্গিমুক্ত হয়েছে । কারণ মাসুদ ডোডা জেলায় শেষ বেঁচে থাকা জঙ্গি ছিল।"

পুলিশ জানিয়েছে, মাসুদ একটি ধর্ষণ মামলায় জড়িত ছিল এবং পরে সে পলাতক থাকে । এরপর মাসুদ হিজবুল মুজাহিদিনে যোগদান করে । তার অপারেশন এলাকাটি কাশ্মীরে স্থানান্তরিত করে দেওয়া হয় । নিহত জঙ্গিদের কাছ থেকে একটি AK 47 রাইফেল ও দু'টি পিস্তলসহ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। সেনাবাহিনী একটি সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছে, " বন্দুকযুদ্ধে ওই তিন জঙ্গি নির্মূল হয়েছে। যৌথ অভিযান জারি রয়েছে ।"

সূত্রের খবর, জঙ্গিদের উপস্থিতি সম্পর্কে সুনির্দিষ্ট তথ্যে আগে থেকেই সেনা ও পুলিশের কাছে মজুত ছিল । সেই ভিত্তিতে সেনা ও পুলিশ তল্লাশি অভিয়ান চালায় । এই অভিযান চলাকালীন লুকিয়ে থাকা জঙ্গিরা নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় । এরপরই নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম হয় তারা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.