ETV Bharat / bharat

শ্রীনগর সহ বেশ কিছু এলাকায় জারি 144 ধারা, বন্ধ ইন্টারনেট পরিষেবা

author img

By

Published : Aug 5, 2019, 1:30 AM IST

Updated : Aug 5, 2019, 6:23 AM IST

ক্রমশ জটিল হচ্ছে জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি ৷ শ্রীনগর, জম্মু সহ বেশ কিছু এলাকায় 144 ধারা জারি করা হয়েছে ৷ বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা ৷

ছবিটি প্রতীকী

শ্রীনগর, 5 অগাস্ট : সকাল থেকেই বোঝা যাচ্ছিল কিছু একটা হতে চলেছে ৷ গতকাল দিল্লিতে দিনভর দফায় দফায় বৈঠক করতে দেখা যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ৷ আর রাত বাড়তেই একাধিক পদক্ষেপ করে জম্মু-কাশ্মীর প্রশাসন ৷ শ্রীনগর জেলায় ও জম্মুতে 144 ধারা জারি করা হয় ৷ বেশ কিছু এলাকায় মোবাইল ও ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে ৷

রাতের দিকে জম্মুর ডেপুটি কমিশনার সুষমা চৌহান জানান, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সব স্কুল, কলেজ, সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে বলা হয়েছে ৷ মধ্যরাত থেকেই শ্রীনগর জেলায় অনির্দিষ্টকালের জন্য 144 ধারা জারি করে রাজ্য প্রশাসন ৷ নিষেধাজ্ঞা চাপানো হয়েছে যে কোনও ধরনের সমাবেশ ও মিছিলের উপর ৷ রিয়াসি জেলাতেও 144 ধারা লাগু হয়েছে বলে জানান সেখানকার ডেপুটি কমিশনার ইন্দু কানওয়াল ছিব ৷ উধমপুর,কাঠুয়াতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল-কলেজ ৷ ডোডাতে আজ ও আগামীকাল স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে ৷ সকাল 6টা থেকে জম্মুতে জারি করা হয়েছে 144 ধারা ৷ বন্ধ করে দেওয়া হয়েছে মোবাইল ও ইন্টারনেট পরিষেবা ৷

  • Jammu & Kashmir Government: There will be a complete bar on holding any kind of public meetings or rallies during the period of operation of this order. It should be noted that there will be no curfew in place as reported in a section of the media. https://t.co/EGENEM6qUz

    — ANI (@ANI) August 4, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই সংক্রান্ত আরও খবর : অমরনাথ যাত্রা কাটছাঁট, জম্মু-কাশ্মীর থেকে ফিরতে বলা হল পর্যটকদের

ইতিমধ্যে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার "গৃহবন্দী" টুইটকে কেন্দ্র করে পরিস্থিতি আরও উত্তপ্ত হয় ৷ গতরাত 11টা 30 মিনিটে তিনি টুইট করেন, "আমার বিশ্বাস আজ মধ্যরাত থেকে আমাকে গৃহবন্দী করে রাখা হবে ৷ মূলধারার অন্য রাজনীতিবিদদের ক্ষেত্রেও এই প্রক্রিয়া ইতিমধ্যে চালু হয়ে গেছে ৷ এটা সত্যি কি না তা জানার কোনও উপায় নেই ৷" পাশাপাশি, সাধারণ মানুষকে শান্ত থাকার আর্জি জানান তিনি ৷ এর কিছুক্ষণ পর টুইট করেন রাজ্যের আরও এক প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ৷ তিনি লেখেন, "আমাদের মতো যে নির্বাচিত জনপ্রতিনিধিরা শান্তির জন্য লড়াই করেন, তাঁদের গৃহবন্দী করা হয়েছে ৷ যে কাশ্মীর ধর্মনিরপেক্ষ-গণতান্ত্রিক ভারতকে বেছে নিয়েছে তাকেই অকল্পনীয় নিপীড়নের মুখে পড়তে হচ্ছে ৷ " তাঁর বক্তব্য, "যারা আমাদের বিরুদ্ধে গুজব ছড়ানোর অভিযোগ করেন, আশা করি তাঁরা বুঝতে পারছেন, আমাদের ভয়টা ভুল নয় ৷ নেতাদের গৃহবন্দী করে রাখা, ব্রডব্যান্ড পরিষেবা বন্ধ করে দেওয়া, 144 ধারা জারি করা কোনওভাবেই সাধারণ নয় ৷" দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী ছাড়াও সাজ্জাদ লোনকেও গৃহবন্দী করে রাখা হয়েছে বলে খবর ছড়ায় ৷ এর জেরে আরও জটিল হয় পরিস্থিতি ৷ মুফতি আরও অভিযোগ করেন, কারফিউ জারি করা হচ্ছে ৷ যদিও তা উড়িয়ে দিয়েছে রাজ্য প্রশাসন ৷

  • I believe I’m being placed under house arrest from midnight tonight & the process has already started for other mainstream leaders. No way of knowing if this is true but if it is then I’ll see all of you on the other side of whatever is in store. Allah save us 🙏🏼

    — Omar Abdullah (@OmarAbdullah) August 4, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="

I believe I’m being placed under house arrest from midnight tonight & the process has already started for other mainstream leaders. No way of knowing if this is true but if it is then I’ll see all of you on the other side of whatever is in store. Allah save us 🙏🏼

— Omar Abdullah (@OmarAbdullah) August 4, 2019 ">

এই সংক্রান্ত আরও খবর : আজ প্রধানমন্ত্রীর বাসভবনে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক

এর আগে, গত মাসের শেষের দিকে দু'দফায় কাশ্মীরে 35 হাজার আধাসামরিক জওয়ান মোতায়েনের সিদ্ধান্ত নেয় কেন্দ্র ৷ এরই মধ্যে শুক্রবার অ্যাডভাইজ়রি জারি করে রাজ্য প্রশাসন জানায়, হামলার ছক কষেছে জঙ্গিরা ৷ সেজন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অমরনাথ তীর্থযাত্রী সহ পর্যটকদের কাশ্মীর ছাড়তে হবে ৷ এরপর থেকেই জল্পনা ছড়ায়, কেন্দ্র সেখানে বড় কিছু করার পরিকল্পনা করছে ৷ সংবিধানের 35A ধারা বাতিলের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও অনেকে আশঙ্কাপ্রকাশ করেন ৷

  • How ironic that elected representatives like us who fought for peace are under house arrest. The world watches as people & their voices are being muzzled in J&K. The same Kashmir that chose a secular democratic India is facing oppression of unimaginable magnitude. Wake up India

    — Mehbooba Mufti (@MehboobaMufti) August 4, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই সংক্রান্ত আরও খবর : উপত্যকায় উত্তেজনার মধ্যেই ডোভালের সঙ্গে বৈঠক অমিতের

শ্রীনগর, 5 অগাস্ট : সকাল থেকেই বোঝা যাচ্ছিল কিছু একটা হতে চলেছে ৷ গতকাল দিল্লিতে দিনভর দফায় দফায় বৈঠক করতে দেখা যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ৷ আর রাত বাড়তেই একাধিক পদক্ষেপ করে জম্মু-কাশ্মীর প্রশাসন ৷ শ্রীনগর জেলায় ও জম্মুতে 144 ধারা জারি করা হয় ৷ বেশ কিছু এলাকায় মোবাইল ও ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে ৷

রাতের দিকে জম্মুর ডেপুটি কমিশনার সুষমা চৌহান জানান, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সব স্কুল, কলেজ, সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে বলা হয়েছে ৷ মধ্যরাত থেকেই শ্রীনগর জেলায় অনির্দিষ্টকালের জন্য 144 ধারা জারি করে রাজ্য প্রশাসন ৷ নিষেধাজ্ঞা চাপানো হয়েছে যে কোনও ধরনের সমাবেশ ও মিছিলের উপর ৷ রিয়াসি জেলাতেও 144 ধারা লাগু হয়েছে বলে জানান সেখানকার ডেপুটি কমিশনার ইন্দু কানওয়াল ছিব ৷ উধমপুর,কাঠুয়াতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল-কলেজ ৷ ডোডাতে আজ ও আগামীকাল স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে ৷ সকাল 6টা থেকে জম্মুতে জারি করা হয়েছে 144 ধারা ৷ বন্ধ করে দেওয়া হয়েছে মোবাইল ও ইন্টারনেট পরিষেবা ৷

  • Jammu & Kashmir Government: There will be a complete bar on holding any kind of public meetings or rallies during the period of operation of this order. It should be noted that there will be no curfew in place as reported in a section of the media. https://t.co/EGENEM6qUz

    — ANI (@ANI) August 4, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই সংক্রান্ত আরও খবর : অমরনাথ যাত্রা কাটছাঁট, জম্মু-কাশ্মীর থেকে ফিরতে বলা হল পর্যটকদের

ইতিমধ্যে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার "গৃহবন্দী" টুইটকে কেন্দ্র করে পরিস্থিতি আরও উত্তপ্ত হয় ৷ গতরাত 11টা 30 মিনিটে তিনি টুইট করেন, "আমার বিশ্বাস আজ মধ্যরাত থেকে আমাকে গৃহবন্দী করে রাখা হবে ৷ মূলধারার অন্য রাজনীতিবিদদের ক্ষেত্রেও এই প্রক্রিয়া ইতিমধ্যে চালু হয়ে গেছে ৷ এটা সত্যি কি না তা জানার কোনও উপায় নেই ৷" পাশাপাশি, সাধারণ মানুষকে শান্ত থাকার আর্জি জানান তিনি ৷ এর কিছুক্ষণ পর টুইট করেন রাজ্যের আরও এক প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ৷ তিনি লেখেন, "আমাদের মতো যে নির্বাচিত জনপ্রতিনিধিরা শান্তির জন্য লড়াই করেন, তাঁদের গৃহবন্দী করা হয়েছে ৷ যে কাশ্মীর ধর্মনিরপেক্ষ-গণতান্ত্রিক ভারতকে বেছে নিয়েছে তাকেই অকল্পনীয় নিপীড়নের মুখে পড়তে হচ্ছে ৷ " তাঁর বক্তব্য, "যারা আমাদের বিরুদ্ধে গুজব ছড়ানোর অভিযোগ করেন, আশা করি তাঁরা বুঝতে পারছেন, আমাদের ভয়টা ভুল নয় ৷ নেতাদের গৃহবন্দী করে রাখা, ব্রডব্যান্ড পরিষেবা বন্ধ করে দেওয়া, 144 ধারা জারি করা কোনওভাবেই সাধারণ নয় ৷" দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী ছাড়াও সাজ্জাদ লোনকেও গৃহবন্দী করে রাখা হয়েছে বলে খবর ছড়ায় ৷ এর জেরে আরও জটিল হয় পরিস্থিতি ৷ মুফতি আরও অভিযোগ করেন, কারফিউ জারি করা হচ্ছে ৷ যদিও তা উড়িয়ে দিয়েছে রাজ্য প্রশাসন ৷

  • I believe I’m being placed under house arrest from midnight tonight & the process has already started for other mainstream leaders. No way of knowing if this is true but if it is then I’ll see all of you on the other side of whatever is in store. Allah save us 🙏🏼

    — Omar Abdullah (@OmarAbdullah) August 4, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই সংক্রান্ত আরও খবর : আজ প্রধানমন্ত্রীর বাসভবনে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক

এর আগে, গত মাসের শেষের দিকে দু'দফায় কাশ্মীরে 35 হাজার আধাসামরিক জওয়ান মোতায়েনের সিদ্ধান্ত নেয় কেন্দ্র ৷ এরই মধ্যে শুক্রবার অ্যাডভাইজ়রি জারি করে রাজ্য প্রশাসন জানায়, হামলার ছক কষেছে জঙ্গিরা ৷ সেজন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অমরনাথ তীর্থযাত্রী সহ পর্যটকদের কাশ্মীর ছাড়তে হবে ৷ এরপর থেকেই জল্পনা ছড়ায়, কেন্দ্র সেখানে বড় কিছু করার পরিকল্পনা করছে ৷ সংবিধানের 35A ধারা বাতিলের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও অনেকে আশঙ্কাপ্রকাশ করেন ৷

  • How ironic that elected representatives like us who fought for peace are under house arrest. The world watches as people & their voices are being muzzled in J&K. The same Kashmir that chose a secular democratic India is facing oppression of unimaginable magnitude. Wake up India

    — Mehbooba Mufti (@MehboobaMufti) August 4, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই সংক্রান্ত আরও খবর : উপত্যকায় উত্তেজনার মধ্যেই ডোভালের সঙ্গে বৈঠক অমিতের


Srinagar (JandK), Aug 04 (ANI): Leaders of political parties of Jammu and Kashmir gather for all party meeting on Sunday evening. The meeting was called by former chief minister Farooq Abdullah. The meeting comes amid concerns the fallout of withdrawing the state's special status (Article 35A). Article 35A allows the Jammu and Kashmir legislature to define permanent residents of the state. It also grants residents of special rights and privileges, such as the right to own property in the state.
Last Updated : Aug 5, 2019, 6:23 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.