ETV Bharat / bharat

পদত্যাগ জম্মু-কাশ্মীরের উপরাজ্যপাল গিরিশচন্দ্র মুর্মুর, পেতে পারেন CAG-র দায়িত্ব

author img

By

Published : Aug 6, 2020, 1:15 AM IST

গিরিশচন্দ্র মুর্মু জম্মু-কাশ্মীরের উপরাজ্যপালের পদ থেকে পদত্যাগ করলেন ৷ সূত্রের খবর, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনেরাল (CAG) পদে নিযোগ করা হবে তাঁকে ৷

Girish Chandra Murmu resigns
গিরিশ চন্দ্র মুর্মুর পদত্যাগ

দিল্লি, 6 অগাস্ট : জম্মু-কাশ্মীরের উপরাজ্যপাল গিরিশচন্দ্র মুর্মু পদত্যাগ করেছেন ৷ অল ইন্ডিয়া রেডিয়ো সূত্র উল্লেখ করে ANI এই খবর জানিয়েছে ৷ বুধবার তিনি রাষ্ট্রপতি রাজনাথ কোবিন্দের কাছে পদত্যাগপত্র জমা দেন ৷ সূত্রের খবর, গিরিশচন্দ্র মুর্মুকে দেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনেরাল (CAG) পদে নিযোগ করা হবে ৷ এই পদে বর্তমানে কর্মরত 65 বছর বয়সি রাজীব মেহঋষি এই সপ্তাহে তাঁর মেয়াদকাল শেষ করছেন ৷ অডিটর জেনেরাল সাংবিধানিক পদ হওয়ায় এই পদ খালি রাখা যায় না ৷

8 অগাস্ট রাজীব মেহঋষির বয়স 65 পূর্ণ হচ্ছে ৷ কেন্দ্রীয় মন্ত্রি পরিষদ সচিবালয়ের এক বরিষ্ঠ আমলা জানান, কেন্দ্রীয় সরকার এজন্য এই পদে দ্রুত নিয়োগ করতে চাইছেন ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন গিরিশচন্দ্র মুর্মু তাঁর সঙ্গে কাজ করেছেন ৷ মোদি দেশের প্রধানমন্ত্রী হওয়ার পরই গুজরাত ক্যাডারের 1985 ব্যাচের IAS মুর্মু কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ে যোগদান করেন। তিনি যুগ্ম-সচিব হিসাবে ব্যয় বিভাগের অংশ হয়েছিলেন। প্রবীণ আমলা মুর্মুর গত বছরের 30 নভেম্বর অবসর নেওয়ার কথা থাকলেও তাঁকে অক্টোবরে জম্মু-কাশ্মীরের প্রথম উপরাজ্যপাল করা হয় ৷ 60 বছর বয়সি মুর্মুর কাজে মোদি-শাহ যথেষ্ট সন্তুষ্ট বলে সূত্রের খবর ৷

জম্মু-কাশ্মীরের উপরাজ্যপাল পদ থেকে মুর্মুর পদত্যাগের পর ওই পদে কাকে স্থলাভিষিক্ত করা হবে এই নিয়ে জল্পনা শুরু হয়েছে ৷ কেন্দ্রীয় মন্ত্রি পরিষদ সচিবালয়ের এক বরিষ্ঠ আমলা বলেন, জম্মু-কাশ্মীরের বিষয়ে এখন দিল্লি ঠিক কী ভাবছে তার উপর অনেক কিছু নির্ভর করছে ৷ জম্মু-কাশ্মীরের রাজনৈতিক দলগুলি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ আছে এমন কাউকে মুর্মুর পদে দিল্লি নিয়োগ করতে পারে ৷

দিল্লি, 6 অগাস্ট : জম্মু-কাশ্মীরের উপরাজ্যপাল গিরিশচন্দ্র মুর্মু পদত্যাগ করেছেন ৷ অল ইন্ডিয়া রেডিয়ো সূত্র উল্লেখ করে ANI এই খবর জানিয়েছে ৷ বুধবার তিনি রাষ্ট্রপতি রাজনাথ কোবিন্দের কাছে পদত্যাগপত্র জমা দেন ৷ সূত্রের খবর, গিরিশচন্দ্র মুর্মুকে দেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনেরাল (CAG) পদে নিযোগ করা হবে ৷ এই পদে বর্তমানে কর্মরত 65 বছর বয়সি রাজীব মেহঋষি এই সপ্তাহে তাঁর মেয়াদকাল শেষ করছেন ৷ অডিটর জেনেরাল সাংবিধানিক পদ হওয়ায় এই পদ খালি রাখা যায় না ৷

8 অগাস্ট রাজীব মেহঋষির বয়স 65 পূর্ণ হচ্ছে ৷ কেন্দ্রীয় মন্ত্রি পরিষদ সচিবালয়ের এক বরিষ্ঠ আমলা জানান, কেন্দ্রীয় সরকার এজন্য এই পদে দ্রুত নিয়োগ করতে চাইছেন ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন গিরিশচন্দ্র মুর্মু তাঁর সঙ্গে কাজ করেছেন ৷ মোদি দেশের প্রধানমন্ত্রী হওয়ার পরই গুজরাত ক্যাডারের 1985 ব্যাচের IAS মুর্মু কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ে যোগদান করেন। তিনি যুগ্ম-সচিব হিসাবে ব্যয় বিভাগের অংশ হয়েছিলেন। প্রবীণ আমলা মুর্মুর গত বছরের 30 নভেম্বর অবসর নেওয়ার কথা থাকলেও তাঁকে অক্টোবরে জম্মু-কাশ্মীরের প্রথম উপরাজ্যপাল করা হয় ৷ 60 বছর বয়সি মুর্মুর কাজে মোদি-শাহ যথেষ্ট সন্তুষ্ট বলে সূত্রের খবর ৷

জম্মু-কাশ্মীরের উপরাজ্যপাল পদ থেকে মুর্মুর পদত্যাগের পর ওই পদে কাকে স্থলাভিষিক্ত করা হবে এই নিয়ে জল্পনা শুরু হয়েছে ৷ কেন্দ্রীয় মন্ত্রি পরিষদ সচিবালয়ের এক বরিষ্ঠ আমলা বলেন, জম্মু-কাশ্মীরের বিষয়ে এখন দিল্লি ঠিক কী ভাবছে তার উপর অনেক কিছু নির্ভর করছে ৷ জম্মু-কাশ্মীরের রাজনৈতিক দলগুলি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ আছে এমন কাউকে মুর্মুর পদে দিল্লি নিয়োগ করতে পারে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.