ETV Bharat / bharat

কাশ্মীরে দীর্ঘমেয়াদি শান্তি স্থাপনে 4 পদক্ষেপ সরকারের - indian army

উপত্যকায় পরিস্থিতি শান্তিপূর্ণ, ধাপে ধাপে নিষেধাজ্ঞা উঠে যাবে এবং সোমবার থেকে পরিস্থিতির আরও উন্নতি হবে বলে জানিয়েছেন মুখ্যসচিবও । তবে নিষেধাজ্ঞা সম্পূর্ণভাবে তোলার আগে চারটি বিষয়ে নজরদারির কথা বলছে জম্মু ও কাশ্মীর সরকার ।

কাশ্মীরে দীর্ঘমেয়াদি শান্তি স্থাপনে 4 পদক্ষেপ সরকারের
author img

By

Published : Aug 17, 2019, 7:54 PM IST

শ্রীনগর, 17 অগাস্ট : 13 দিন পর নিরাপত্তা শিথিল করার কথা ঘোষণা করল জম্মু ও কাশ্মীর প্রশাসন । ইদ ও স্বাধীনতা দিবসে বড়সড় বিক্ষোভ না হওয়ায় ধাপে ধাপে বিধিনিষেধ তোলার ইঙ্গিত দিয়েছে প্রশাসন । জম্মু-কাশ্মীর প্রশাসনের এক আধিকারিক জানান, 5 অগাস্টের পর গতিবিধি সংক্রান্ত যা কড়াকড়ি ছিল তা ধীরে ধীরে শিথিল করা হচ্ছে ৷ উপত্যকায় পরিস্থিতি শান্তিপূর্ণ, ধাপে ধাপে নিষেধাজ্ঞা উঠে যাবে এবং সোমবার থেকে পরিস্থিতির আরও উন্নতি হবে বলে জানিয়েছেন মুখ্যসচিবও । তবে নিষেধাজ্ঞা সম্পূর্ণভাবে তোলার আগে চারটি বিষয়ে নজরদারির কথা বলছে জম্মু ও কাশ্মীর সরকার ।

  • হুরিয়াত নেতাদের সতর্কতামূলক ভাবে আটক করে রাখা ।
  • সাম্প্রদায়িক বন্ধনের মাধ্যমে যুব সমাজকে পরিস্থিতি বোঝানো, যাতে পাথর ছোঁড়ার ঘটনা নিয়ন্ত্রণে আনা যায় ।
  • নিয়ন্ত্রণরেখা বরাবর জঙ্গি অনুপ্রবেশ রোখা । যেদিকে বিশেষভাবে নজর দেবে সেনা ।
  • ধর্মীয় নেতা ও স্থানীয় প্রভাবশালীদের উপর নজর রাখা যাতে কেউ কোনওরকম হিংসাত্মক ঘটনা না ঘটাতে পারে ।

এই পদক্ষেপগুলি করার মাধ্যমেই দীর্ঘমেয়াদি শান্তি স্থাপন করতে চাইছে জম্মু ও কাশ্মীর সরকার । ইতিমধ্যেই অল ইন্ডিয়া রেডিয়োর মাধ্যমে ঘোষণা করে কাশ্মীরে সরকারি কর্মীদের কাজে যোগ দিতে বলা হয়েছে ৷ সেইমতো সরকারি দপ্তর খুলে গেছে গতকাল ৷ সোমবার থেকে কাশ্মীরের বন্ধ স্কুল-কলেজও খুলছে ৷

এপ্রসঙ্গে রাজ্যের মুখ্যসচিব বি ভি আর সুব্রহ্মণ্যম জানিয়েছিলেন, ধাপে ধাপে ফোন পরিষেবা চালু হবে সপ্তাহান্তে ৷ সেই মতো মোট 100টি টেলিফোন এক্সচেঞ্জের মধ্যে 17টি চালু করা হয়েছে । চালু হয়েছে প্রায় 50 হাজার ল্যান্ডলাইন । শ্রীনগরের কিছু কিছু এলাকাতেও চালু হয়েছে টেলিফোনের ল্যান্ডলাইন পরিষেবাও ।

শ্রীনগর, 17 অগাস্ট : 13 দিন পর নিরাপত্তা শিথিল করার কথা ঘোষণা করল জম্মু ও কাশ্মীর প্রশাসন । ইদ ও স্বাধীনতা দিবসে বড়সড় বিক্ষোভ না হওয়ায় ধাপে ধাপে বিধিনিষেধ তোলার ইঙ্গিত দিয়েছে প্রশাসন । জম্মু-কাশ্মীর প্রশাসনের এক আধিকারিক জানান, 5 অগাস্টের পর গতিবিধি সংক্রান্ত যা কড়াকড়ি ছিল তা ধীরে ধীরে শিথিল করা হচ্ছে ৷ উপত্যকায় পরিস্থিতি শান্তিপূর্ণ, ধাপে ধাপে নিষেধাজ্ঞা উঠে যাবে এবং সোমবার থেকে পরিস্থিতির আরও উন্নতি হবে বলে জানিয়েছেন মুখ্যসচিবও । তবে নিষেধাজ্ঞা সম্পূর্ণভাবে তোলার আগে চারটি বিষয়ে নজরদারির কথা বলছে জম্মু ও কাশ্মীর সরকার ।

  • হুরিয়াত নেতাদের সতর্কতামূলক ভাবে আটক করে রাখা ।
  • সাম্প্রদায়িক বন্ধনের মাধ্যমে যুব সমাজকে পরিস্থিতি বোঝানো, যাতে পাথর ছোঁড়ার ঘটনা নিয়ন্ত্রণে আনা যায় ।
  • নিয়ন্ত্রণরেখা বরাবর জঙ্গি অনুপ্রবেশ রোখা । যেদিকে বিশেষভাবে নজর দেবে সেনা ।
  • ধর্মীয় নেতা ও স্থানীয় প্রভাবশালীদের উপর নজর রাখা যাতে কেউ কোনওরকম হিংসাত্মক ঘটনা না ঘটাতে পারে ।

এই পদক্ষেপগুলি করার মাধ্যমেই দীর্ঘমেয়াদি শান্তি স্থাপন করতে চাইছে জম্মু ও কাশ্মীর সরকার । ইতিমধ্যেই অল ইন্ডিয়া রেডিয়োর মাধ্যমে ঘোষণা করে কাশ্মীরে সরকারি কর্মীদের কাজে যোগ দিতে বলা হয়েছে ৷ সেইমতো সরকারি দপ্তর খুলে গেছে গতকাল ৷ সোমবার থেকে কাশ্মীরের বন্ধ স্কুল-কলেজও খুলছে ৷

এপ্রসঙ্গে রাজ্যের মুখ্যসচিব বি ভি আর সুব্রহ্মণ্যম জানিয়েছিলেন, ধাপে ধাপে ফোন পরিষেবা চালু হবে সপ্তাহান্তে ৷ সেই মতো মোট 100টি টেলিফোন এক্সচেঞ্জের মধ্যে 17টি চালু করা হয়েছে । চালু হয়েছে প্রায় 50 হাজার ল্যান্ডলাইন । শ্রীনগরের কিছু কিছু এলাকাতেও চালু হয়েছে টেলিফোনের ল্যান্ডলাইন পরিষেবাও ।

Mangaluru (Karnataka), Aug 17 (ANI): The lack of civic maintenance resulted in rainwater, mud and garbage entering homes in Karnataka's Mangaluru following incessant rains. Garbage from Pachanady dumping yard is entering in residential and agricultural areas of Mangaluru. Choked nallahs and culverts in Mangaluru are forcing the affected locals to seek shelter elsewhere. The residents said that the shoddy preparation for the monsoons by local authorities resulted in waterlogging.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.