শ্রীনগর, ৩ মার্চ : পুলওয়ামার মতো আত্মঘাতী হামলা চালানোর পরিকল্পনা ছিল কুলগামে খতম এক জইশ-ই-মহম্মদ জঙ্গির। ওই সংগঠনের একটি ভিডিয়োতে নিহত জঙ্গিকে একথা বলতে শোনা যায়।
রবিবার (২৪ ফেব্রুয়ারি) জম্মু ও কাশ্মীরের কুলগামে নিরাপত্তাবাহিনীর গুলিতে তিন জঙ্গি খতম হয়। প্রকাশ্যে এসেছে। তাদের নাম রাকিব আহমেদ, ওয়ালিদ ও নুমান। তার মধ্যে ওয়ালিদ ও নুমান পাকিস্তানের বাসিন্দা। তারপর গতকাল সোশাল মিডিয়ায় রাকিবের একটি ভিডিয়ো ভাইরাল হয়ে যায়। ভিডিয়োতে রাকিব বলেছে, "যখন আপনারা এই ভিডিয়োটি দেখবেন তখন আমি বেহেস্তে থাকব।"
১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় হামলার পর আত্মঘাতী জঙ্গি আদিল আহমদ দারের একটি ভিডিয়ো প্রকাশ করা হয়। সেই ভিডিয়োর সঙ্গে রাকিবের ভিডিয়োটির মিল রয়েছে। এক পুলিশ আধিকারিক জানান, ভিডিয়োটির সত্যতা যাচাই করে দেখা হচ্ছে।