ETV Bharat / bharat

পুলওয়ামার মতো আত্মঘাতী হামলার ছক ছিল জঙ্গিদের ! - Jammu and Kashmir

পুলওয়ামার মতো আত্মঘাতী হামলা চালানোর পরিকল্পনা ছিল কুলগামে খতম এক জইশ-ই-মহম্মদ জঙ্গির

ছবিটি প্রতীকী
author img

By

Published : Mar 3, 2019, 2:31 AM IST

শ্রীনগর, ৩ মার্চ : পুলওয়ামার মতো আত্মঘাতী হামলা চালানোর পরিকল্পনা ছিল কুলগামে খতম এক জইশ-ই-মহম্মদ জঙ্গির। ওই সংগঠনের একটি ভিডিয়োতে নিহত জঙ্গিকে একথা বলতে শোনা যায়।

রবিবার (২৪ ফেব্রুয়ারি) জম্মু ও কাশ্মীরের কুলগামে নিরাপত্তাবাহিনীর গুলিতে তিন জঙ্গি খতম হয়। প্রকাশ্যে এসেছে। তাদের নাম রাকিব আহমেদ, ওয়ালিদ ও নুমান। তার মধ্যে ওয়ালিদ ও নুমান পাকিস্তানের বাসিন্দা। তারপর গতকাল সোশাল মিডিয়ায় রাকিবের একটি ভিডিয়ো ভাইরাল হয়ে যায়। ভিডিয়োতে রাকিব বলেছে, "যখন আপনারা এই ভিডিয়োটি দেখবেন তখন আমি বেহেস্তে থাকব।"

১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় হামলার পর আত্মঘাতী জঙ্গি আদিল আহমদ দারের একটি ভিডিয়ো প্রকাশ করা হয়। সেই ভিডিয়োর সঙ্গে রাকিবের ভিডিয়োটির মিল রয়েছে। এক পুলিশ আধিকারিক জানান, ভিডিয়োটির সত্যতা যাচাই করে দেখা হচ্ছে।

শ্রীনগর, ৩ মার্চ : পুলওয়ামার মতো আত্মঘাতী হামলা চালানোর পরিকল্পনা ছিল কুলগামে খতম এক জইশ-ই-মহম্মদ জঙ্গির। ওই সংগঠনের একটি ভিডিয়োতে নিহত জঙ্গিকে একথা বলতে শোনা যায়।

রবিবার (২৪ ফেব্রুয়ারি) জম্মু ও কাশ্মীরের কুলগামে নিরাপত্তাবাহিনীর গুলিতে তিন জঙ্গি খতম হয়। প্রকাশ্যে এসেছে। তাদের নাম রাকিব আহমেদ, ওয়ালিদ ও নুমান। তার মধ্যে ওয়ালিদ ও নুমান পাকিস্তানের বাসিন্দা। তারপর গতকাল সোশাল মিডিয়ায় রাকিবের একটি ভিডিয়ো ভাইরাল হয়ে যায়। ভিডিয়োতে রাকিব বলেছে, "যখন আপনারা এই ভিডিয়োটি দেখবেন তখন আমি বেহেস্তে থাকব।"

১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় হামলার পর আত্মঘাতী জঙ্গি আদিল আহমদ দারের একটি ভিডিয়ো প্রকাশ করা হয়। সেই ভিডিয়োর সঙ্গে রাকিবের ভিডিয়োটির মিল রয়েছে। এক পুলিশ আধিকারিক জানান, ভিডিয়োটির সত্যতা যাচাই করে দেখা হচ্ছে।

RESTRICTIONS: SNTV clients only. Use on broadcast and digital channels, including social. Available worldwide excluding Netherlands and transnational broadcasters who broadcast into the Netherlands. Scheduled news bulletins only. If using on digital or social channels, territorial restrictions must be adhered to by use of geo-blocking technologies. Max use 2 minutes. Use within 72 hours. No archive. All usage subject to rights licensed in contract. For any questions regarding rights restrictions please contact planning@sntv.com.
SHOTLIST: Polman Stadion, Almelo, Netherlands. 2nd March 2019.
++SHOTLIST AND FULL STORYLINE TO FOLLOW++
1.
2.
3.
4.
5.
6.
7.
8.
9.
10.
SOURCE: IMG Media
DURATION: 02:25
STORYLINE:
FC Utrecht thrashed 10-man Heracles Almelo in the Dutch Eredivisie on Satuday in a match where a red card was shown and a penalty awarded following VAR review.
++MORE TO FOLLOW++
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.