ETV Bharat / bharat

মোদি ও ডোভালকে হত্যার ছক জইশের ? গোপন মেসেজ গোয়েন্দাদের হাতে - প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অজিত ডোভালকে হত্যার ছক কষছে জইশ-ই-মহম্মদ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে হত্যার ছক কষছে জইশ-ই-মহম্মদ । খবর গোয়েন্দা সূত্রে ।

ফাইল ছবি
author img

By

Published : Sep 25, 2019, 11:14 AM IST

Updated : Sep 25, 2019, 1:45 PM IST

দিল্লি, 25 সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে হত্যার ছক কষছে জইশ-ই-মহম্মদ । এ জন্য গড়া হচ্ছে একটি স্কয়্যাডও । খবর গোয়েন্দা সূত্রে । জানা গেছে, পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI-র এক মেজর জইশের সঙ্গে হাত মিলিয়ে এই পরিকল্পনা বাস্তবায়িত করার চেষ্টা করছে ।

গোয়েন্দা সূত্রে খবর, জম্মু-কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের পর এই হামলার ছক কষা হয়েছে ৷ এক গোয়েন্দা আধিকারিক জানিয়েছেন, পাকিস্তানের জইশ-ই-মহম্মদের অপারেটিভ শমসের ওয়ানি ও তার হ্যান্ডলারকে পাঠানো হয়েছিল এই সংক্রান্ত একটি গোপন মেসেজ । সেটি গোয়েন্দাদের হাতে এসেছে ৷ এই মেসেজে সেপ্টেম্বরে বড় সন্ত্রাসবাদী হামলার পরিকল্পনার কথা ছিল ৷ তারপরই দেশের 30টি শহরে চূড়ান্ত সতর্কতা জারি করা হয় ৷ এর মধ্যে রয়েছে জম্মু, অমৃতসর, পাঠানকোট, জয়পুর, গান্ধিনগর, কানপুর এবং লখনউ ৷

ডোভালের নিরাপত্তার বিষয়টি পর্যালোচনা করে দেখা হচ্ছে ৷ Z প্লাস ক্যাটেগরির নিরাপত্তা দেওয়ার কথা ভাবা হচ্ছে ৷ উল্লেখ্য, পাকিস্তান অধিকৃত কাশ্মীরে সার্জিকাল স্ট্রাইক বা বালাকোটে বায়ুসেনার অভিযান - সবক্ষেত্রেই উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন ডোভাল ৷ তাই তিনি এখন পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিদের টার্গেট ৷

5 অগাস্টের পর থেকেই জইশ এদেশে আত্মঘাতী (ফিদায়েঁ) জঙ্গিদের পাঠাতে শুরু করেছে ৷ পাকিস্তানি সেনার মদতে আত্মঘাতী জঙ্গিদের একটা বড় দলকে চলতি মাসের 12-13 তারিখে পাকিস্তান অধিকৃত হাজি-পির সেক্টর দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করতে দেখা গেছে ৷ যদিও সে প্রচেষ্টা বানচাল করেছে ভারতীয় সেনা ।

দিল্লি, 25 সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে হত্যার ছক কষছে জইশ-ই-মহম্মদ । এ জন্য গড়া হচ্ছে একটি স্কয়্যাডও । খবর গোয়েন্দা সূত্রে । জানা গেছে, পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI-র এক মেজর জইশের সঙ্গে হাত মিলিয়ে এই পরিকল্পনা বাস্তবায়িত করার চেষ্টা করছে ।

গোয়েন্দা সূত্রে খবর, জম্মু-কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের পর এই হামলার ছক কষা হয়েছে ৷ এক গোয়েন্দা আধিকারিক জানিয়েছেন, পাকিস্তানের জইশ-ই-মহম্মদের অপারেটিভ শমসের ওয়ানি ও তার হ্যান্ডলারকে পাঠানো হয়েছিল এই সংক্রান্ত একটি গোপন মেসেজ । সেটি গোয়েন্দাদের হাতে এসেছে ৷ এই মেসেজে সেপ্টেম্বরে বড় সন্ত্রাসবাদী হামলার পরিকল্পনার কথা ছিল ৷ তারপরই দেশের 30টি শহরে চূড়ান্ত সতর্কতা জারি করা হয় ৷ এর মধ্যে রয়েছে জম্মু, অমৃতসর, পাঠানকোট, জয়পুর, গান্ধিনগর, কানপুর এবং লখনউ ৷

ডোভালের নিরাপত্তার বিষয়টি পর্যালোচনা করে দেখা হচ্ছে ৷ Z প্লাস ক্যাটেগরির নিরাপত্তা দেওয়ার কথা ভাবা হচ্ছে ৷ উল্লেখ্য, পাকিস্তান অধিকৃত কাশ্মীরে সার্জিকাল স্ট্রাইক বা বালাকোটে বায়ুসেনার অভিযান - সবক্ষেত্রেই উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন ডোভাল ৷ তাই তিনি এখন পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিদের টার্গেট ৷

5 অগাস্টের পর থেকেই জইশ এদেশে আত্মঘাতী (ফিদায়েঁ) জঙ্গিদের পাঠাতে শুরু করেছে ৷ পাকিস্তানি সেনার মদতে আত্মঘাতী জঙ্গিদের একটা বড় দলকে চলতি মাসের 12-13 তারিখে পাকিস্তান অধিকৃত হাজি-পির সেক্টর দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করতে দেখা গেছে ৷ যদিও সে প্রচেষ্টা বানচাল করেছে ভারতীয় সেনা ।

New York, Sep 25 (ANI): After being bestowed with the Global Goalkeeper Award for Swachh Bharat Abhiyaan on Tuesday, Prime Minister Narendra Modi said that the honour does not belong to him but to the crores of Indians who made the initiative a part of their daily lives. The award was presented by the Bill and Melinda Gates Foundation at a ceremony on the sidelines of the 74th UN General Assembly session in New York. "This honour is not mine but of the crores of Indians who not only fulfilled the Swachh Bharat dream but also made it a part of their daily lives," Modi said after receiving the award from Microsoft founder Bill Gates. The Prime Minister said it is significant that he received the award on the occasion of 150th birth anniversary of Mahatma Gandhi. "This is a proof that if the manpower of 130 crore people gets involved in fulfilling any one resolution, then any challenge can be won," Modi said. He said that while the Swachh Bharat Abhiyan was initiated by his government, it was the people of the country who took the movement forward. "In the last five years, a record more than 11 crore toilets were constructed. If this mission has benefited someone the most, it is the poor of this country and the women," the Prime Minister noted. Modi said that the construction of 11 crore toilets opened a new door of economic activity at the village level. He said, "I have been told that in a report of Bill and Melinda Gates Foundation it was found that in India due to better rural sanitation, heart problems in children have decreased, and there has been an improvement in Body Mass Index of women." The Swachh Bharat Mission was launched by the Modi government in 2014 and its components include the construction of household toilets, community and public toilets and solid waste management. The Bill and Melinda Gates Foundation's Global Goalkeeper's Award is accorded every year to individuals for their achievement in a specific sustainable development goal. Prior to Modi, the previous winners have been Prime Minister Erna Solberg of Norway and President Ellen Johnson Sirleaf of Liberia.

Last Updated : Sep 25, 2019, 1:45 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.