শ্রীনগর, 31 জুলাই: জন সুরক্ষা আইনে PDP সভাপতি তথা জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির গৃহবন্দী থাকার মেয়াদ আরও তিন মাস বাড়িয়ে দিল জম্মু ও কাশ্মীর প্রশাসন । প্রাক্তন মুখ্যমন্ত্রীর পূর্ববর্তী গৃহবন্দী থাকার মেয়াদ ছিল 5 অগাস্ট পর্যন্ত ।
2019 সালের 5 অগাস্ট 370 ধারা বিলোপ করে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদাকে বিলোপ করা এবং রাজ্যটিকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভেঙে দেওয়ার কয়েক ঘণ্টা আগে মুফতি সহ শতাধিক নেতাকে জন সুরক্ষা আইনের বলে গৃহবন্দী করা হয়।
শুক্রবার শ্রীনগরের জেলা ম্যাজিস্ট্রেট মুফতির বাসভবনে গিয়ে মুফতির গৃহবন্দী থাকার মেদার বাড়ানোর নোটিশ দেন । জম্মু ও কাশ্মীরের স্বরাষ্ট্র দফতরের জারি করা আদেশ অনুযায়ী মুফতী ফেয়ারভিউ বাংলো অর্থাৎ তাঁর সরকারী বাসভবনে আরও তিন মাস গৃহবন্দী থাকবেন । এই বাংলোকে সহায়ক কারাগার ঘোষণা করা হয়েছে।
"আইন প্রয়োগকারী সংস্থাগুলি মুফতিকে গৃহবন্দী রাখা সময় বাড়ানো এবং পরিস্থিতি বিচার করার সুপারিশ করেছিল । বর্তমানে সেই সুপারিশ প্রয়োজনীয় বলে মনে করছে প্রশাসন । " আদেশে বলা হয়েছে।