শ্রীনগর, 3 জুন : মুক্তি পেতে চলেছেন জম্মু ও কাশ্মীরের অন্যতম প্রভাবশালী নেতা শাহ ফয়জ়ল । জম্মু ও কাশ্মীরের থেকে 370 ধারা অবলুপ্ত করার পর থেকেই কেন্দ্রের বিরুদ্ধে বারবার সরব হয়েছিলেন তিনি । রাজনীতিতে আসার আগে শাহ ফয়জ়ল সে-রাজ্যের আমলা ছিলেন । গত বছরের অগাস্ট মাস থেকে পাবলিক সেফটি অ্যাক্টের আওতায় আটক করা হয়েছিল 2010 সালের এই IAS পরীক্ষায় শীর্ষ স্থানাধিকারীর ।
পাবলিক সেফটি অ্যাক্টের আওতায় টানা তিনমাস কাউকে কোনওরকম বিচার ছাড়াই আটক করে রাখা যায় । পাশাপাশি একাধিকবার এই আটক করে রাখার মেয়াদও বাড়ানো যায় পাবলিক সেফটি অ্যাক্টের আওতায় । এই আইনের আওতাতেই জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ও মেহবুবা মুফতিতে আটক করা হয়েছিল । মার্চ মাসেই মুক্তি পান ফারুক আবদুল্লা ও ওমর আবদুল্লা । মেহবুবা মুফতিকে নিজ বাসভবনে ফিরতে দেওয়া হলেও, সরকারিভাবে তিনি এখনও পুরোপুরি মুক্ত নন ।
শাহ ফয়জ়লকে 14 অগাস্ট দিল্লি বিমানবন্দর থেকে আটক করা হয়েছিল । তিনি সেই সময়ে বিদেশে পাড়ি দেওয়ার জন্য বিমানে উঠছিলেন । প্রাথমিকভাবে আটক করার কারণ হিসেবে বলা হয়েছিল, ফয়জ়ল বিমানবন্দরে উপস্থিত যাত্রীদের ভুল বার্তা দিচ্ছিলেন ও প্ররোচনা দিচ্ছিলেন । সেই সময়ে তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করেছিল ইনটেলিজেন্স বিওরো । পরে অবশ্যফয়জ়ল তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য বিমানে ধরছিলেন সেদিন ।
প্রসঙ্গত গত বছরেই শাহ ফয়জ়ল IAS -এর চাকরি ছেড়ে কাশ্মীর সমস্যা নিয়ে মুখ খুলতে শুরু করেন । পরে রাজনীতিতে যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশও করেছিলেন তিনি । শাহ ফয়জ়ল ছাড়াও মুক্তি পেতে চলেছেন সরতাজ মান্ডি ও পীর মনসুর । তাঁরাও পাবলিক সেফটি অ্যাক্টের আওতায় আটক ছিলেন ।