ETV Bharat / bharat

শ্রীনগরে তল্লাশি অভিযানে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র, আটক 3

অভিযান চালিয়ে প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার করল জম্মু-কাশ্মীর পুলিশ ও CRPF । তিনজনকে আটক করা হয়েছে ।

search operation
search operation
author img

By

Published : Aug 19, 2020, 4:10 PM IST

শ্রীনগর, 19 অগাস্ট : জম্মু-কাশ্মীর পুলিশ ও CRPF যৌথ অভিযান চালিয়ে শ্রীনগরের নাতিপোরা থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার করে । তিনটি বাড়ি থেকে এই আগ্নেয়াস্ত্রগুলি উদ্ধার হয় । ওই বাড়ির মালিকদের আটক করা হয়েছে ।

এক পুলিশকর্তা জানান, গতরাত একটা নাগাদ নাতিপোরার আজ়াদ বস্তি এলাকায় তল্লাশি অভিযান শুরু করে পুলিশ ও CRPF । ওই এলাকার কয়েকটি বাড়িতে আগ্নেয়াস্ত্র লুকানো রয়েছে বলে জানতে পেরেছিল তারা ।

তল্লাশি অভিযানে ওই এলাকার তিনটি বাড়ি থেকে একটি গ্রেনেড ও একটি পিস্তল উদ্ধার হয় । ওই তিন বাড়ির মালিক ইসমাইল পারায়, জাভেদ পারায় ও হিলাল পারায়কে আটক করেছে পুলিশ । তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।

দু'দিন আগেই উত্তর কাশ্মীরের বারামুল্লায় পুলিশ ও CRPF-এর উপর হামলা চালায় জঙ্গিরা । জঙ্গিদের গুলিতে এক পুলিশকর্মী ও আরও দুই CRPF জওয়ান শহিদ হন । তিন জইশ জঙ্গিরও মৃত্যু হয় । এর পাঁচ দিন আগে শ্রীনগরের নওগাম এলাকায় জঙ্গি হামলায় জম্মু-কাশ্মীর পুলিশের দুই কর্মীর মৃত্যু হয় ।

শ্রীনগর, 19 অগাস্ট : জম্মু-কাশ্মীর পুলিশ ও CRPF যৌথ অভিযান চালিয়ে শ্রীনগরের নাতিপোরা থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার করে । তিনটি বাড়ি থেকে এই আগ্নেয়াস্ত্রগুলি উদ্ধার হয় । ওই বাড়ির মালিকদের আটক করা হয়েছে ।

এক পুলিশকর্তা জানান, গতরাত একটা নাগাদ নাতিপোরার আজ়াদ বস্তি এলাকায় তল্লাশি অভিযান শুরু করে পুলিশ ও CRPF । ওই এলাকার কয়েকটি বাড়িতে আগ্নেয়াস্ত্র লুকানো রয়েছে বলে জানতে পেরেছিল তারা ।

তল্লাশি অভিযানে ওই এলাকার তিনটি বাড়ি থেকে একটি গ্রেনেড ও একটি পিস্তল উদ্ধার হয় । ওই তিন বাড়ির মালিক ইসমাইল পারায়, জাভেদ পারায় ও হিলাল পারায়কে আটক করেছে পুলিশ । তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।

দু'দিন আগেই উত্তর কাশ্মীরের বারামুল্লায় পুলিশ ও CRPF-এর উপর হামলা চালায় জঙ্গিরা । জঙ্গিদের গুলিতে এক পুলিশকর্মী ও আরও দুই CRPF জওয়ান শহিদ হন । তিন জইশ জঙ্গিরও মৃত্যু হয় । এর পাঁচ দিন আগে শ্রীনগরের নওগাম এলাকায় জঙ্গি হামলায় জম্মু-কাশ্মীর পুলিশের দুই কর্মীর মৃত্যু হয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.