দিল্লি, 22 অগাস্ট : পি চিদম্বরমের গ্রেপ্তারির পর সাংবাদিক বৈঠক করলেন কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা ৷ বলেন, "বদলার রাজনীতি হচ্ছে ৷ CBI, ED -র অপব্যবহার করা হচ্ছে ৷ দেশের একজন সম্মানীয় ব্যক্তি চিদম্বরম ৷ তাঁর বিরুদ্ধে কোনও সঠিক প্রমাণও নেই ৷ এটা BJP-র রাজনৈতিক প্রতিহিংসা ৷"
রণদীপ সুরজেওয়ালা আরও বলেন, "মিথ্যা অভিযোগ ফাঁসানো হয়েছে চিদম্বরমকে ৷ 40 বছর ধরে দেশের সেবা করেছেন তিনি ৷ তবে তদন্তকারীদের সাহায্য করছেন চিদম্বরম ৷ এটা পুরোপুরি মোদি সরকারের ব্যক্তিগত ও রাজনৈতিক প্রতিহিংসা ৷"
উল্লেখ্য, গতকালই গ্রেপ্তার করা হয় দেশের প্রাক্তন অর্থমন্ত্রীকে ৷ INX মিডিয়া দুর্নীতি মামলায় নাম জড়িয়েছিল তাঁর ৷ আজ তাঁকে CBI-র আদালতে পেশ করা হবে ৷