ETV Bharat / bharat

ব্যক্তিগত ও রাজনৈতিক প্রতিহিংসা মোদি সরকারের : রণদীপ সুরজেওয়ালা - bjp is taking the revenge

চিদম্বরমের গ্রেপ্তারির পর সাংবাদিক বৈঠক করলেন কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা ৷ বলেন, বদলার রাজনীতি হচ্ছে ৷ CBI, ED -র অপব্যবহার করা হচ্ছে ৷

ফাইল ফোটো
author img

By

Published : Aug 22, 2019, 10:53 AM IST

Updated : Aug 22, 2019, 11:18 AM IST

দিল্লি, 22 অগাস্ট : পি চিদম্বরমের গ্রেপ্তারির পর সাংবাদিক বৈঠক করলেন কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা ৷ বলেন, "বদলার রাজনীতি হচ্ছে ৷ CBI, ED -র অপব্যবহার করা হচ্ছে ৷ দেশের একজন সম্মানীয় ব্যক্তি চিদম্বরম ৷ তাঁর বিরুদ্ধে কোনও সঠিক প্রমাণও নেই ৷ এটা BJP-র রাজনৈতিক প্রতিহিংসা ৷"

রণদীপ সুরজেওয়ালা আরও বলেন, "মিথ্যা অভিযোগ ফাঁসানো হয়েছে চিদম্বরমকে ৷ 40 বছর ধরে দেশের সেবা করেছেন তিনি ৷ তবে তদন্তকারীদের সাহায্য করছেন চিদম্বরম ৷ এটা পুরোপুরি মোদি সরকারের ব্যক্তিগত ও রাজনৈতিক প্রতিহিংসা ৷"

উল্লেখ্য, গতকালই গ্রেপ্তার করা হয় দেশের প্রাক্তন অর্থমন্ত্রীকে ৷ INX মিডিয়া দুর্নীতি মামলায় নাম জড়িয়েছিল তাঁর ৷ আজ তাঁকে CBI-র আদালতে পেশ করা হবে ৷

দিল্লি, 22 অগাস্ট : পি চিদম্বরমের গ্রেপ্তারির পর সাংবাদিক বৈঠক করলেন কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা ৷ বলেন, "বদলার রাজনীতি হচ্ছে ৷ CBI, ED -র অপব্যবহার করা হচ্ছে ৷ দেশের একজন সম্মানীয় ব্যক্তি চিদম্বরম ৷ তাঁর বিরুদ্ধে কোনও সঠিক প্রমাণও নেই ৷ এটা BJP-র রাজনৈতিক প্রতিহিংসা ৷"

রণদীপ সুরজেওয়ালা আরও বলেন, "মিথ্যা অভিযোগ ফাঁসানো হয়েছে চিদম্বরমকে ৷ 40 বছর ধরে দেশের সেবা করেছেন তিনি ৷ তবে তদন্তকারীদের সাহায্য করছেন চিদম্বরম ৷ এটা পুরোপুরি মোদি সরকারের ব্যক্তিগত ও রাজনৈতিক প্রতিহিংসা ৷"

উল্লেখ্য, গতকালই গ্রেপ্তার করা হয় দেশের প্রাক্তন অর্থমন্ত্রীকে ৷ INX মিডিয়া দুর্নীতি মামলায় নাম জড়িয়েছিল তাঁর ৷ আজ তাঁকে CBI-র আদালতে পেশ করা হবে ৷

New Delhi, Aug 22 (ANI): The history of first-degree family members with diabetes is linked to increased bone mineral density (BMD) as well as to insulin resistance, suggests a study. The study was published in Menopause-the journal of The North American Menopause Society (NAMS). "This study shows an association between a family history of diabetes and increased bone density in postmenopausal women. This finding may be related to higher insulin levels in these women with a hereditary predisposition to diabetes because insulin has a bone-building effect," says Dr Stephanie Faubion, NAMS medical director. Because patients with Type 2 diabetes are at an increased risk of fracture, understanding the early pathophysiology of altered BMD could be critical in the development of preventive strategies for diabetic osteoporosis. Although strong evidence has revealed normal to high BMD in most patients with Type 2 diabetes, no data have been published, to date, that demonstrate whether BMD is altered in persons with a first-degree family history of diabetes.
Last Updated : Aug 22, 2019, 11:18 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.