নারায়ণপুর (ছত্তিশগড়), 4 ডিসেম্বর: ছত্তিশগড়ের নারায়ণপুরে এক ITBP জওয়ান পাঁচ সহকর্মীকে গুলি করে আত্মহত্যা করে । নারায়ণপুরে ITBP (ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশ) ক্যাম্পে ঘটনাটি ঘটে ৷
পুলিশ সুপার মোহিত গর্গ জানিয়েছেন, ক্যাম্পে জওয়ানদের মধ্যে বচসা বেধেছিল । তারপর এক জওয়ান তার সহকর্মীদের উপর গুলি চালাতে শুরু করে ।
ঘটনাস্থানেই 4 জনের মৃত্যু হয় ৷ পরে ওই জওয়ান আত্মঘাতী হয় ৷
ওই ঘটনায় 3 জওয়ান গুরুতর জখম হয়েছে ৷ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাদের মধ্যে একজনের মৃত্যু হয় ৷ বাকিদের হেলিকপ্টারে রায়পুরে পাঠানো হয়েছে ৷