ETV Bharat / bharat

5 সহকর্মীকে খুন করে আত্মঘাতী ITBP জওয়ান - Two soldiers have also been injured

পুলিশ সুপার মোহিত গর্গ জানিয়েছেন, ক্যাম্পে জওয়ানদের মধ্যে বচসা বেধেছিল । তারপর এক জওয়ান তার সহকর্মীদের উপর গুলি চালাতে শুরু করে ।

image
জওয়ানদের মধ্যে সংঘর্ষ
author img

By

Published : Dec 4, 2019, 12:25 PM IST

নারায়ণপুর (ছত্তিশগড়), 4 ডিসেম্বর: ছত্তিশগড়ের নারায়ণপুরে এক ITBP জওয়ান পাঁচ সহকর্মীকে গুলি করে আত্মহত্যা করে । নারায়ণপুরে ITBP (ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশ) ক্যাম্পে ঘটনাটি ঘটে ৷

পুলিশ সুপার মোহিত গর্গ জানিয়েছেন, ক্যাম্পে জওয়ানদের মধ্যে বচসা বেধেছিল । তারপর এক জওয়ান তার সহকর্মীদের উপর গুলি চালাতে শুরু করে ।
ঘটনাস্থানেই 4 জনের মৃত্যু হয় ৷ পরে ওই জওয়ান আত্মঘাতী হয় ৷

ওই ঘটনায় 3 জওয়ান গুরুতর জখম হয়েছে ৷ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাদের মধ্যে একজনের মৃত্যু হয় ৷ বাকিদের হেলিকপ্টারে রায়পুরে পাঠানো হয়েছে ৷

নারায়ণপুর (ছত্তিশগড়), 4 ডিসেম্বর: ছত্তিশগড়ের নারায়ণপুরে এক ITBP জওয়ান পাঁচ সহকর্মীকে গুলি করে আত্মহত্যা করে । নারায়ণপুরে ITBP (ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশ) ক্যাম্পে ঘটনাটি ঘটে ৷

পুলিশ সুপার মোহিত গর্গ জানিয়েছেন, ক্যাম্পে জওয়ানদের মধ্যে বচসা বেধেছিল । তারপর এক জওয়ান তার সহকর্মীদের উপর গুলি চালাতে শুরু করে ।
ঘটনাস্থানেই 4 জনের মৃত্যু হয় ৷ পরে ওই জওয়ান আত্মঘাতী হয় ৷

ওই ঘটনায় 3 জওয়ান গুরুতর জখম হয়েছে ৷ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাদের মধ্যে একজনের মৃত্যু হয় ৷ বাকিদের হেলিকপ্টারে রায়পুরে পাঠানো হয়েছে ৷

New Delhi, Dec 04 (ANI): Delhi Commission for Women chairperson Swati Maliwal is being shifted to Raj Ghat. She was on hunger strike at Jantar Mantar. She is on protest demanding death penalty for convicts in rape cases within 6 months. Speaking to ANI on the matter, Swati said, "I am being told by Delhi police that I can no longer sit at Jantar Mantar, they are shifting me to Raj Ghat, and I am continuing my indefinite strike."
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.