ETV Bharat / bharat

মহারাষ্ট্রে BJP-র সঙ্গে সরকার গঠনের সিদ্ধান্ত অজিতের ব্যক্তিগত, টুইট শরদের - মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার

মহারাষ্ট্রে BJP-র সঙ্গে জোট করে সরকার গঠনের সিদ্ধান্ত নেয়নি তাঁর দল NCP ৷ এই সিদ্ধান্ত অজিত পাওয়ারের ব্যক্তিগত ৷ অজিত পাওয়ারের এই সিদ্ধান্তকে তাঁরা সমর্থন করছেন না বলেও টুইটে স্পষ্ট করে দেন শরদ পাওয়ার ৷

শরদ পাওয়ার
author img

By

Published : Nov 23, 2019, 9:56 AM IST

Updated : Nov 23, 2019, 11:23 AM IST

মুম্বই, 23 নভেম্বর : দলের সিদ্ধান্ত নয় ৷ মহারাষ্ট্রে BJP-র সঙ্গে জোট করে সরকার গঠনের সিদ্ধান্ত অজিত পাওয়ারের ব্যক্তিগত ৷ টুইট করে একথা বললেন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (NCP) সুপ্রিমো শরদ পাওয়ার ৷

আজ সকালে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন দেবেন্দ্র ফড়নবিশ ৷ আর উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন NCP নেতা অজিত পাওয়ার ৷ তারপরই প্রশ্ন ওঠে, মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে কি BJP-র সঙ্গে হাত মেলালেন শরদ পাওয়ার ?

NCP সুপ্রিমো তারপরই টুইট করে জানিয়ে দেন, মহারাষ্ট্রে BJP-র সঙ্গে জোট করে সরকার গঠনের সিদ্ধান্ত নেয়নি তাঁর দল NCP ৷ এই সিদ্ধান্ত অজিত পাওয়ারের ব্যক্তিগত ৷ অজিত পাওয়ারের এই সিদ্ধান্তকে তাঁরা সমর্থন করছেন না বলেও টুইটে স্পষ্ট করে দেন শরদ পাওয়ার ৷ একইসঙ্গে তিনি বলেন, ভাইপো অজিত পাওয়ারের এই সিদ্ধান্ত সম্পর্কে সকাল 7টার সময় জানতে পেরেছেন ৷ তার আগে কিছুই জানতেন না তিনি ৷

  • Ajit Pawar's decision to support the BJP to form the Maharashtra Government is his personal decision and not that of the Nationalist Congress Party (NCP).
    We place on record that we do not support or endorse this decision of his.

    — Sharad Pawar (@PawarSpeaks) November 23, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শরদ পাওয়ারের এই টুইটের পর প্রশ্ন উঠছে, তাহলে NCP বিধায়করা কি এই সরকারকে সমর্থন করবে না ? কতজন NCP বিধায়ক অজিত পাওয়ারের সঙ্গে সরকারের সমর্থনে রয়েছেন, তা নিয়েও জল্পনা শুরু হয়েছে ৷ 288 আসনের মহারাষ্ট্র বিধানসভায় BJP জিতেছে 105টি আসন ৷ শিবসেনার দখলে 56টি আসন ৷ NCP-র রয়েছে 54 জন বিধায়ক ৷ এবং কংগ্রেস পেয়েছে 44টি আসন ৷ সরকার গড়তে প্রয়োজন 145 জন বিধায়কের সমর্থন ৷ সেক্ষেত্রে NCP-র 40 জন বিধায়ক BJP-কে সমর্থন না করলে কী হবে, সেই প্রশ্ন উঠছে ৷ সাড়ে চারটের সময় NCP-র বিধায়কদের নিয়ে বৈঠক ডেকেছেন শরদ পাওয়ার ৷ সূত্রের খবর, 15 জন NCP বিধায়ক অজিত পাওয়ারের সঙ্গে রয়েছেন ৷ BJP-র দাবি, NCP-র 54 জন বিধায়কের সমর্থনই রয়েছে অজিত পাওয়ারের সঙ্গে ৷

মুম্বই, 23 নভেম্বর : দলের সিদ্ধান্ত নয় ৷ মহারাষ্ট্রে BJP-র সঙ্গে জোট করে সরকার গঠনের সিদ্ধান্ত অজিত পাওয়ারের ব্যক্তিগত ৷ টুইট করে একথা বললেন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (NCP) সুপ্রিমো শরদ পাওয়ার ৷

আজ সকালে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন দেবেন্দ্র ফড়নবিশ ৷ আর উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন NCP নেতা অজিত পাওয়ার ৷ তারপরই প্রশ্ন ওঠে, মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে কি BJP-র সঙ্গে হাত মেলালেন শরদ পাওয়ার ?

NCP সুপ্রিমো তারপরই টুইট করে জানিয়ে দেন, মহারাষ্ট্রে BJP-র সঙ্গে জোট করে সরকার গঠনের সিদ্ধান্ত নেয়নি তাঁর দল NCP ৷ এই সিদ্ধান্ত অজিত পাওয়ারের ব্যক্তিগত ৷ অজিত পাওয়ারের এই সিদ্ধান্তকে তাঁরা সমর্থন করছেন না বলেও টুইটে স্পষ্ট করে দেন শরদ পাওয়ার ৷ একইসঙ্গে তিনি বলেন, ভাইপো অজিত পাওয়ারের এই সিদ্ধান্ত সম্পর্কে সকাল 7টার সময় জানতে পেরেছেন ৷ তার আগে কিছুই জানতেন না তিনি ৷

  • Ajit Pawar's decision to support the BJP to form the Maharashtra Government is his personal decision and not that of the Nationalist Congress Party (NCP).
    We place on record that we do not support or endorse this decision of his.

    — Sharad Pawar (@PawarSpeaks) November 23, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শরদ পাওয়ারের এই টুইটের পর প্রশ্ন উঠছে, তাহলে NCP বিধায়করা কি এই সরকারকে সমর্থন করবে না ? কতজন NCP বিধায়ক অজিত পাওয়ারের সঙ্গে সরকারের সমর্থনে রয়েছেন, তা নিয়েও জল্পনা শুরু হয়েছে ৷ 288 আসনের মহারাষ্ট্র বিধানসভায় BJP জিতেছে 105টি আসন ৷ শিবসেনার দখলে 56টি আসন ৷ NCP-র রয়েছে 54 জন বিধায়ক ৷ এবং কংগ্রেস পেয়েছে 44টি আসন ৷ সরকার গড়তে প্রয়োজন 145 জন বিধায়কের সমর্থন ৷ সেক্ষেত্রে NCP-র 40 জন বিধায়ক BJP-কে সমর্থন না করলে কী হবে, সেই প্রশ্ন উঠছে ৷ সাড়ে চারটের সময় NCP-র বিধায়কদের নিয়ে বৈঠক ডেকেছেন শরদ পাওয়ার ৷ সূত্রের খবর, 15 জন NCP বিধায়ক অজিত পাওয়ারের সঙ্গে রয়েছেন ৷ BJP-র দাবি, NCP-র 54 জন বিধায়কের সমর্থনই রয়েছে অজিত পাওয়ারের সঙ্গে ৷

Mumbai, Nov 23 (ANI): NCP's Ajit Pawar took oath as Deputy CM of the state. The oath was administered by the Governor Bhagat Singh Koshyari at Raj Bhawan. The move came in at the time when deliberations between Congress, NCP and Shiv Sena seemingly reached at the final stage on Friday. Shiv Sena parted its ways from BJP to explore ways to form a government. However, it failed to prove majority to form the government. BJP had won 105 seats, Shiv Sena 56, NCP 54 and Congress 44 in the 288-members Assembly.
Last Updated : Nov 23, 2019, 11:23 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.