ETV Bharat / bharat

অন্য দেশের বিষয়ে হস্তক্ষেপ বন্ধ করুক পাকিস্তান, ফের কড়া বার্তা দিল্লির - Raveesh Kumar on Kashmir

"জম্মু-কাশ্মীর ইশুতে বাস্তবটা ইসলামাবাদের মেনে নেওয়া উচিত ৷ দিল্লির সিদ্ধান্ত নিয়ে বারবার পাকিস্তানের মাথা গলানো বরদাস্ত করা হবে না ৷" ইসলামাবাদকে এ বিষয়ে কড়া বার্তা দিল্লির বিদেশমন্ত্রকের ৷

অন্য দেশের বিষয়ে হস্তক্ষেপ বন্ধ করুক পাকিস্তান, ফের কড়া বার্তা দিল্লির
author img

By

Published : Aug 9, 2019, 5:32 PM IST

Updated : Aug 9, 2019, 10:31 PM IST

দিল্লি, 9 অগাস্ট : জম্মু-কাশ্মীর ইশুতে পাকিস্তান কূটনৈতিক সম্পর্ক হ্রাস করলেও এতদিন প্রত্যাঘাত করেনি ভারত ৷ এবার ইসলামাবাদকে এ বিষয়ে কড়া বার্তা দিল্লির বিদেশমন্ত্রকের৷

শুক্রবার বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার বললেন, "জম্মু-কাশ্মীর ইশুতে বাস্তবটা ইসলামাবাদের মেনে নেওয়া উচিত ৷ দিল্লির সিদ্ধান্ত নিয়ে বারবার পাকিস্তানের মাথা গলানো বরদাস্ত করা হবে না ৷" অন্য দেশের কাছে কাশ্মীর নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করা হয়েছে বলে উল্লেখ করেন রবীশ ৷

বুধবার পাকিস্তানের তরফ থেকে ভারতীয় হাই-কমিশনারকে ফিরে যেতে বলা হয়েছিল । দু’দেশের মধ্যে বাণিজ্য বন্ধ করে দেওয়ার কথা ঘোষণা করে তারা । নিজেদের মনোনীত হাই-কমিশনারকেও ভারতে না পাঠানোর সিদ্ধান্ত নেয় ইসলামাবাদ । সমঝোতা এক্সপ্রেস সাময়িক ভাবে বন্ধ করেছে পাকিস্তান, আজকের (শুক্রবার) খবর অনুযায়ী বন্ধ হতে চলেছে থর এক্সপ্রেসও । ট্রেনের পর কোপ এবার বাস পরিষেবায় ৷ পাকিস্তান থেকে ভারতে বাস পরিষেবাও বন্ধ করে দেওয়া হল বলে জানান সে দেশের মন্ত্রী মুরাদ সৈয়দ ৷ পাকিস্তানে নিষেধাজ্ঞা ঘোষিত হয়েছে ভারতীয় সিনেমার উপরেও ৷ এরই মাঝে কাশ্মীরের মতো স্পর্শকাতর বিষয়ে হস্তক্ষেপ করা নিয়ে ইসলামাবাদকে কঠোর বার্তা দিল দিল্লি ৷ রবীশ বললেন, "অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে বার বার হস্তক্ষেপ করাটা এবার পাকিস্তানের বন্ধ করা উচিত৷ রাজ্যের মর্যাদা খুইয়ে জম্মু-কাশ্মীর এখন কেন্দ্রশাসিত অঞ্চল, এই বাস্তবটা পাকিস্তানের মেনে নেওয়া উচিত ।"

কাশ্মীর ইশুতে আন্তর্জাতিক মহলেও চলছে পর্যালোচনা ৷ রাষ্ট্রসংঘের পথেই ভারত এবং পাকিস্তানকে সংযম রক্ষা করে চলার আহ্বান জানাল অ্যামেরিকা ৷ রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিয়ো গুতেরেসের পথেই হাঁটল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ৷ 370 ধারা রদ হওয়ার পরেও কাশ্মীর প্রশ্নে অ্যামেরিকার নীতিতে কোনওরকম পরিবর্তন হয়নি । আজ স্পষ্ট জানিয়ে দিল হোয়াইট হাউস ।

অন্যদিকে, পাকিস্তানে ভারতীয় সিনেমার উপর নিষেধাজ্ঞা জারির পরিপ্রেক্ষিতে অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন প্রধানমন্ত্রীকে একটি চিঠি পাঠিয়েছে৷ তাতে বলা হয়েছে, পাকিস্তানি শিল্পীদের (অভিনয় কিংবা সংগীত দুই ক্ষেত্রেই ) সম্পূর্ণভাবে বয়কট করতে হবে৷ কূটনৈতিক, বাণিজ্যিক ও দ্বিপাক্ষিকক্ষেত্রে পাকিস্তানের সঙ্গে সবরকম সম্পর্ক ছিন্ন করতে আবেদন জানানো হয়েছে ওই বিবৃতিতে ।

গতকালই নরেন্দ্র মোদি জাতির উদ্দেশ্যে বক্তৃতায় বলেন, জম্মু-কাশ্মীরে দিল্লির মডেলেই থাকছে বিধানসভা । নতুন সরকার গঠনের জন্য খুব তাড়াতাড়িই সেখানে ভোট হবে বলে আশ্বাস দেন তিনি ৷ জম্মু-কাশ্মীরে সারা বিশ্বের পরিচালকরা শুটিং করতে আসবেন, কাশ্মীরকে আরও বেশি করে সিনেমার ক্ষেত্রে কাজে লাগানো হোক, বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী ৷

দিল্লি, 9 অগাস্ট : জম্মু-কাশ্মীর ইশুতে পাকিস্তান কূটনৈতিক সম্পর্ক হ্রাস করলেও এতদিন প্রত্যাঘাত করেনি ভারত ৷ এবার ইসলামাবাদকে এ বিষয়ে কড়া বার্তা দিল্লির বিদেশমন্ত্রকের৷

শুক্রবার বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার বললেন, "জম্মু-কাশ্মীর ইশুতে বাস্তবটা ইসলামাবাদের মেনে নেওয়া উচিত ৷ দিল্লির সিদ্ধান্ত নিয়ে বারবার পাকিস্তানের মাথা গলানো বরদাস্ত করা হবে না ৷" অন্য দেশের কাছে কাশ্মীর নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করা হয়েছে বলে উল্লেখ করেন রবীশ ৷

বুধবার পাকিস্তানের তরফ থেকে ভারতীয় হাই-কমিশনারকে ফিরে যেতে বলা হয়েছিল । দু’দেশের মধ্যে বাণিজ্য বন্ধ করে দেওয়ার কথা ঘোষণা করে তারা । নিজেদের মনোনীত হাই-কমিশনারকেও ভারতে না পাঠানোর সিদ্ধান্ত নেয় ইসলামাবাদ । সমঝোতা এক্সপ্রেস সাময়িক ভাবে বন্ধ করেছে পাকিস্তান, আজকের (শুক্রবার) খবর অনুযায়ী বন্ধ হতে চলেছে থর এক্সপ্রেসও । ট্রেনের পর কোপ এবার বাস পরিষেবায় ৷ পাকিস্তান থেকে ভারতে বাস পরিষেবাও বন্ধ করে দেওয়া হল বলে জানান সে দেশের মন্ত্রী মুরাদ সৈয়দ ৷ পাকিস্তানে নিষেধাজ্ঞা ঘোষিত হয়েছে ভারতীয় সিনেমার উপরেও ৷ এরই মাঝে কাশ্মীরের মতো স্পর্শকাতর বিষয়ে হস্তক্ষেপ করা নিয়ে ইসলামাবাদকে কঠোর বার্তা দিল দিল্লি ৷ রবীশ বললেন, "অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে বার বার হস্তক্ষেপ করাটা এবার পাকিস্তানের বন্ধ করা উচিত৷ রাজ্যের মর্যাদা খুইয়ে জম্মু-কাশ্মীর এখন কেন্দ্রশাসিত অঞ্চল, এই বাস্তবটা পাকিস্তানের মেনে নেওয়া উচিত ।"

কাশ্মীর ইশুতে আন্তর্জাতিক মহলেও চলছে পর্যালোচনা ৷ রাষ্ট্রসংঘের পথেই ভারত এবং পাকিস্তানকে সংযম রক্ষা করে চলার আহ্বান জানাল অ্যামেরিকা ৷ রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিয়ো গুতেরেসের পথেই হাঁটল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ৷ 370 ধারা রদ হওয়ার পরেও কাশ্মীর প্রশ্নে অ্যামেরিকার নীতিতে কোনওরকম পরিবর্তন হয়নি । আজ স্পষ্ট জানিয়ে দিল হোয়াইট হাউস ।

অন্যদিকে, পাকিস্তানে ভারতীয় সিনেমার উপর নিষেধাজ্ঞা জারির পরিপ্রেক্ষিতে অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন প্রধানমন্ত্রীকে একটি চিঠি পাঠিয়েছে৷ তাতে বলা হয়েছে, পাকিস্তানি শিল্পীদের (অভিনয় কিংবা সংগীত দুই ক্ষেত্রেই ) সম্পূর্ণভাবে বয়কট করতে হবে৷ কূটনৈতিক, বাণিজ্যিক ও দ্বিপাক্ষিকক্ষেত্রে পাকিস্তানের সঙ্গে সবরকম সম্পর্ক ছিন্ন করতে আবেদন জানানো হয়েছে ওই বিবৃতিতে ।

গতকালই নরেন্দ্র মোদি জাতির উদ্দেশ্যে বক্তৃতায় বলেন, জম্মু-কাশ্মীরে দিল্লির মডেলেই থাকছে বিধানসভা । নতুন সরকার গঠনের জন্য খুব তাড়াতাড়িই সেখানে ভোট হবে বলে আশ্বাস দেন তিনি ৷ জম্মু-কাশ্মীরে সারা বিশ্বের পরিচালকরা শুটিং করতে আসবেন, কাশ্মীরকে আরও বেশি করে সিনেমার ক্ষেত্রে কাজে লাগানো হোক, বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী ৷

New Delhi, Aug 09 (ANI): Union Minister for Environment, Forest and Climate Change, Prakash Javadekar, launched the Indian website for the 14th session of Conference of Parties (COP14), which will be held in New Delhi from 2-13 September. More than 100 countries will participate in the UN-sanctioned COP14 in the national capital to take steps to combat desertification - the process by which fertile land becomes desert. Post the launch of the website, Javadekar told ANI that given the rising world population, the requirement of cultivated land is more than ever but human actions, several land parcels are becoming unproductive, and COP14 is a platform to combat desertification.
Last Updated : Aug 9, 2019, 10:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.