ETV Bharat / bharat

পৃথিবীর ফোটোশুটে চন্দ্রযান-2, ছবি প্রকাশ ISRO-র

পৃথিবীর কক্ষপথ থেকেই পৃথিবীর ছবি তুলে পাঠাল চন্দ্রযান-2 । আজ টুইট করে সেই ছবি প্রকাশ করেছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ।

author img

By

Published : Aug 4, 2019, 6:47 PM IST

Updated : Aug 4, 2019, 8:08 PM IST

পৃথিবীর ফোটোশুটে চন্দ্রযান-2, ছবি প্রকাশ ISRO-র

শ্রীহরিকোটা, 4 অগাস্ট : 22 জুলাই, 2019 । ঠিক দুপুর 2.43 মিনিট । মানুষের চন্দ্রবিজয়ের 50 বছর পূর্ণ হওয়ার পরের দিনই ISRO-র স্পেস স্টেশন থেকে চন্দ্রযান-2-এর সফল উৎক্ষেপণ হয় । উৎক্ষেপণের মূল উদ্দেশ্য, চাঁদের দক্ষিণ মেরুর রহস্যের সন্ধান করা । এই অভিযান সফল হলে ভারত বিশ্বের মধ্যে চতুর্থ দেশ হিসাবে চাঁদে পা রাখবে । সেই সাফল্য থেকে আর কয়েক ধাপ দূরে চন্দ্রযান-2 । এবার পৃথিবীর কক্ষপথ থেকেই পৃথিবীর ছবি তুলে পাঠাল চন্দ্রযান-2 ।

আজ টুইট করে সেই ছবি প্রকাশ করেছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা । মোট চারটি ছবি প্রকাশ করা হয়েছে । মহাকাশ থেকে পৃথিবীকে কেমন দেখাচ্ছে, সেই ছবিই তুলে পাঠায় চন্দ্রযান-2 । চন্দ্রযানের ল্যান্ডার বিক্রমের LI৪ ক্যামেরা দিয়ে একাধিক দিক থেকে তোলা হয়েছে ছবিগুলি ।

শুক্রবার দুপুরে পৃথিবীকে ঘিরে চতুর্থ পাক শেষ করেছে চন্দ্রযান-2 ৷ এবার চাঁদের দিকে রওনা হওয়ার পালা ৷ 14 অগাস্ট চাঁদের কক্ষপথের দিকে পা বাড়াবে চন্দ্রযান-2 ৷ আর 20 অগাস্ট চাঁদের কক্ষপথে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে ৷ ISRO-র পক্ষ থেকে টুইট করে জানানো হয়েছে, "স্পেসক্রাফটি আপাতত নির্দিষ্ট করে দেওয়া শেষ কক্ষপথে পৌঁছেছে ৷ প্রায় 10 মিনিট ধরে সর্বোচ্চ কক্ষপথে সফলভাবে পাক খেয়েছে সেটি এবং শেষ পর্যন্ত চন্দ্রযান-2 তার স্পেসক্রাফটটিকে প্রতিস্থাপন করতে পেরেছে ৷"

শ্রীহরিকোটা, 4 অগাস্ট : 22 জুলাই, 2019 । ঠিক দুপুর 2.43 মিনিট । মানুষের চন্দ্রবিজয়ের 50 বছর পূর্ণ হওয়ার পরের দিনই ISRO-র স্পেস স্টেশন থেকে চন্দ্রযান-2-এর সফল উৎক্ষেপণ হয় । উৎক্ষেপণের মূল উদ্দেশ্য, চাঁদের দক্ষিণ মেরুর রহস্যের সন্ধান করা । এই অভিযান সফল হলে ভারত বিশ্বের মধ্যে চতুর্থ দেশ হিসাবে চাঁদে পা রাখবে । সেই সাফল্য থেকে আর কয়েক ধাপ দূরে চন্দ্রযান-2 । এবার পৃথিবীর কক্ষপথ থেকেই পৃথিবীর ছবি তুলে পাঠাল চন্দ্রযান-2 ।

আজ টুইট করে সেই ছবি প্রকাশ করেছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা । মোট চারটি ছবি প্রকাশ করা হয়েছে । মহাকাশ থেকে পৃথিবীকে কেমন দেখাচ্ছে, সেই ছবিই তুলে পাঠায় চন্দ্রযান-2 । চন্দ্রযানের ল্যান্ডার বিক্রমের LI৪ ক্যামেরা দিয়ে একাধিক দিক থেকে তোলা হয়েছে ছবিগুলি ।

শুক্রবার দুপুরে পৃথিবীকে ঘিরে চতুর্থ পাক শেষ করেছে চন্দ্রযান-2 ৷ এবার চাঁদের দিকে রওনা হওয়ার পালা ৷ 14 অগাস্ট চাঁদের কক্ষপথের দিকে পা বাড়াবে চন্দ্রযান-2 ৷ আর 20 অগাস্ট চাঁদের কক্ষপথে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে ৷ ISRO-র পক্ষ থেকে টুইট করে জানানো হয়েছে, "স্পেসক্রাফটি আপাতত নির্দিষ্ট করে দেওয়া শেষ কক্ষপথে পৌঁছেছে ৷ প্রায় 10 মিনিট ধরে সর্বোচ্চ কক্ষপথে সফলভাবে পাক খেয়েছে সেটি এবং শেষ পর্যন্ত চন্দ্রযান-2 তার স্পেসক্রাফটটিকে প্রতিস্থাপন করতে পেরেছে ৷"

Poonch (JandK), Aug 04 (ANI): A large number of women and senior citizens from the Fasala Baad village in Surankote area participated in the opening of a tailoring unit started by the Indian Army with the motive of empowering the women. While addressing the event, Army official said, "This tailoring unit is just a start. The aim is to make everyone, especially, the women, self-dependent." The 6 Sector Rashtriya Rifles (RR) teamed up with Saifi Healing Touch Research Bureau for Social Welfare of India (SHTRBSWI) to open the tailoring unit which will offer six-month courses to local women and will enhance their skill. "The Army has taken a big step for the women of the society this will help us to become self-dependent," a local girl told ANI. Abdul Majeed, head of the Fasala Baad village also welcomed the move and said locals were hoping the Army takes more such steps in the future.
Last Updated : Aug 4, 2019, 8:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.