ETV Bharat / bharat

চন্দ্রপৃষ্ঠে খোঁজ মিলল বিক্রমের, ছবি পেল ISRO - orbiter

আজ এক সাংবাদিক সম্মেলন করে ISRO প্রধান কে সিভান বলেন, "আমরা চাঁদের মাটিতে বিক্রমের অবস্থান সনাক্ত করতে পেরেছি । অর্বিটার বিক্রমের (থার্মাল ইমেজ) ছবি তুলেছে ।"

চন্দ্রপৃষ্ঠে খোঁজ মিলল বিক্রমের, ছবি পেল ISRO
author img

By

Published : Sep 8, 2019, 2:06 PM IST

বেঙ্গালুরু, 8 সেপ্টেম্বর : গতকালের হতাশার পর আজ কিছুটা স্বস্তি । চন্দ্রপৃষ্ঠে ল্যান্ডার বিক্রমের অবস্থান সনাক্ত করতে পেরেছে ISRO । আজ এক সাংবাদিক সম্মেলন করে ISRO প্রধান কে সিভান এই কথা জানান ।

তিনি বলেন, "আমরা চাঁদের মাটিতে বিক্রমের অবস্থান সনাক্ত করতে পেরেছি । অর্বিটার বিক্রমের (থার্মাল ইমেজ) ছবি তুলেছে । সেই ছবি আমরা বিশ্লেষণ করেছি । আমরা এখনও বিক্রমের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারিনি । তবে চেষ্টা করছি । শীঘ্রই বিক্রমের সঙ্গে যোগাযোগ স্থাপন সম্ভব হবে বলে আমাদের আশা ।"

উল্লেখ্য, শনিবার রাত 1টা 30 থেকে 2টোর মধ্যে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের কথা ছিল বিক্রমের । সবকিছু ঠিকঠাকই ছিল । কিন্তু, চন্দ্রপৃষ্ঠের 2.1 কিলোমিটার আগেই বিক্রমের সঙ্গে সংযোগ ছিন্ন হয়ে যায় ।

বেঙ্গালুরু, 8 সেপ্টেম্বর : গতকালের হতাশার পর আজ কিছুটা স্বস্তি । চন্দ্রপৃষ্ঠে ল্যান্ডার বিক্রমের অবস্থান সনাক্ত করতে পেরেছে ISRO । আজ এক সাংবাদিক সম্মেলন করে ISRO প্রধান কে সিভান এই কথা জানান ।

তিনি বলেন, "আমরা চাঁদের মাটিতে বিক্রমের অবস্থান সনাক্ত করতে পেরেছি । অর্বিটার বিক্রমের (থার্মাল ইমেজ) ছবি তুলেছে । সেই ছবি আমরা বিশ্লেষণ করেছি । আমরা এখনও বিক্রমের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারিনি । তবে চেষ্টা করছি । শীঘ্রই বিক্রমের সঙ্গে যোগাযোগ স্থাপন সম্ভব হবে বলে আমাদের আশা ।"

উল্লেখ্য, শনিবার রাত 1টা 30 থেকে 2টোর মধ্যে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের কথা ছিল বিক্রমের । সবকিছু ঠিকঠাকই ছিল । কিন্তু, চন্দ্রপৃষ্ঠের 2.1 কিলোমিটার আগেই বিক্রমের সঙ্গে সংযোগ ছিন্ন হয়ে যায় ।

Coimbatore (Tamil Nadu), Sep 08 (ANI): While speaking to mediapersons, on cow urine that it should be declared as medicine for cancer, Minister of State for Health Ashwini Choubey said that cow urine has lot of medicinal values and Ayushman Ministry is working on it. "Several medicines are prepared today using cow urine, including the medicines for Cancer. Our Ayushman Ministry is also working on this."
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.