বেঙ্গালুরু, 8 সেপ্টেম্বর : গতকালের হতাশার পর আজ কিছুটা স্বস্তি । চন্দ্রপৃষ্ঠে ল্যান্ডার বিক্রমের অবস্থান সনাক্ত করতে পেরেছে ISRO । আজ এক সাংবাদিক সম্মেলন করে ISRO প্রধান কে সিভান এই কথা জানান ।
তিনি বলেন, "আমরা চাঁদের মাটিতে বিক্রমের অবস্থান সনাক্ত করতে পেরেছি । অর্বিটার বিক্রমের (থার্মাল ইমেজ) ছবি তুলেছে । সেই ছবি আমরা বিশ্লেষণ করেছি । আমরা এখনও বিক্রমের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারিনি । তবে চেষ্টা করছি । শীঘ্রই বিক্রমের সঙ্গে যোগাযোগ স্থাপন সম্ভব হবে বলে আমাদের আশা ।"
উল্লেখ্য, শনিবার রাত 1টা 30 থেকে 2টোর মধ্যে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের কথা ছিল বিক্রমের । সবকিছু ঠিকঠাকই ছিল । কিন্তু, চন্দ্রপৃষ্ঠের 2.1 কিলোমিটার আগেই বিক্রমের সঙ্গে সংযোগ ছিন্ন হয়ে যায় ।