দিল্লি, 10 জুন : চলতি বছরের 1 আগস্ট থেকে নতুন চার ও দু চাকা গাড়ির তৃতীয় পক্ষের দীর্ঘমেয়াদী অর্থাৎ 3 ও 5 বছরের বিমা কভার প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে ইনসুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভলপমেন্ট অথরিটি (IRDAI)। নতুন গাড়ি মালিকদের সাশ্রয়ী করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
2018 সালের সেপ্টেম্বরে সুপ্রিম কোর্টের নির্দেশে এই দীর্ঘমেয়াদী বিমা কভার বাস্তবায়ন করা হয়েছিল।
IRDAI বিবৃতিতে জানিয়েছে, এই বিমা প্রত্যাহারের ফলে নতুন গ্রাহকরা অন্যান্য দীর্ঘমেয়াদী ও বার্ষিক বিমা গ্রহণ করতে পারবে। তাই অনেক চিন্তাভাবনা করেই এই দীর্ঘমেয়াদী বিমা কভারটি প্রত্যাহার করা হয়। ফলে গ্রাহকদের গাড়ির ক্ষয়ক্ষতির জন্য সঠিক বিমা নির্ধারণ করতে সমস্যায় পড়তে হবে না।
মোটর তৃতীয় পক্ষের বিমা ও গাড়ির ক্ষয়ক্ষতির বিমা, দুটি দীর্ঘমেয়াদী বিমাই 2018 সালের সেপ্টেম্বরে চালু হয়েছিল। সেইসময় গ্রাহকদের দীর্ঘমেয়াদী বিমার জন্য দুটি অপশন দেওয়া হত। একটি ছিল 3 ও 5 বছরের জন্য তৃতীয় পক্ষের বিমা ও গাড়ির ক্ষয়ক্ষতির বিমা। অন্যটি ছিল 3 ও 5 বছরের জন্য তৃতীয় পক্ষের বিমা ও এক বছরের জন্য গাড়ির ক্ষয়ক্ষতির বিমা। তবে এই দীর্ঘমেয়াদী বিমা প্রত্যাহার করার ফলে গ্রাহকদের সাশ্রয় হবে। ফলে খরচ কমায় গাড়ি কেনার ঝোঁকও বাড়বে অনেকের।
আজ IRDAI বিবৃতি দিয়ে গ্রাহকদের কাছে জানতে চায়, প্রতিবন্ধী, মানসিক রোগী এবং HIV/AIDS রোগীদের জন্য কেমন বিমার প্রয়োজন। গ্রাহকরা তাদের মতামত IRDAI-র ওয়েবসাইটে জানাতে পারবে।