দিল্লি, 15 ডিসেম্বর : নির্ভয়ার দোষীদের ফাঁসুড়ে হতে চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি আন্তর্জাতিক শুটারের । আজ রক্ত দিয়ে একটি চিঠি লিখে তিনি স্বরাষ্ট্র দপ্তরে পাঠিয়েছেন । তাঁর কথায়, একজন মহিলা যদি নির্ভয়াকাণ্ডের চার দোষীকে ফাঁসি দেন তাহলে তা সমাজে একটা দৃষ্টান্ত তৈরি করবে ।
চলতি মাসেই নির্ভয়া মামলার চার দোষীর ফাঁসি হতে পারে বলে জল্পনা শুরু হয়েছে । তিহার সংশোধনাগারে সেই মতো না কি প্রস্তুতিও শুরু হয়ে গেছে । সূত্রের খবর, ফাঁসির জন্য ইতিমধ্যে বক্সার কেন্দ্রীয় সংশোধনাগার থেকে 10টি দড়ি চেয়ে পাঠিয়েছে তিহার কর্তৃপক্ষ । এছাড়াও বৃহস্পতিবার ফাঁসুড়ে চেয়ে উত্তরপ্রদেশ সরকারের কাছে আবেদনও জানিয়েছে তারা । নাম উঠে এসেছে একাধিক ফাঁসুড়ের । যারা পূর্বে অনেক গুরুত্বপূর্ণ মামলায় ফাঁসুড়ের দায়িত্ব পালন করেছেন । এবার নির্ভয়ার চার দোষী অক্ষয় সিং, মুকেশ সিং, বিনয় শর্মা ও পবন গুপ্তাকে ফাঁসিতে ঝোলাতে চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে রক্ত দিয়ে চিঠি লিখে আবেদন জানালেন বর্তিকা সিং নামে এই শুটার ।
-
International shooter Vartika Singh: Hanging of the Nirbhaya case convicts should be done by me. This will send a message throughout the country that a woman can also conduct execution. I want the women actors, MPs to support me. I hope this will bring change in society. pic.twitter.com/VQrbpmDgdO
— ANI UP (@ANINewsUP) December 15, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">International shooter Vartika Singh: Hanging of the Nirbhaya case convicts should be done by me. This will send a message throughout the country that a woman can also conduct execution. I want the women actors, MPs to support me. I hope this will bring change in society. pic.twitter.com/VQrbpmDgdO
— ANI UP (@ANINewsUP) December 15, 2019International shooter Vartika Singh: Hanging of the Nirbhaya case convicts should be done by me. This will send a message throughout the country that a woman can also conduct execution. I want the women actors, MPs to support me. I hope this will bring change in society. pic.twitter.com/VQrbpmDgdO
— ANI UP (@ANINewsUP) December 15, 2019
চিঠিতে তিনি লেখেন, "নির্ভয়ার দোষীদের ফাঁসি আমাকে দিয়ে দেওয়ানো উচিত । সমাজে এটা একটা দৃষ্টান্ত তৈরি হবে যে একজন মহিলাও এমন কিছু করতে পারে । সমস্ত মহিলা অভিনেত্রী ও লোকসভার সাংসদের অনুরোধ, আমাকে সমর্থন করুন । এমন হবে সমাজে একটা পরিবর্তন আসবে ।"
-
Lucknow: International shooter Vartika Singh has written a letter in blood to Union Home Minister Amit Shah stating that the four men convicted in Nirbhaya gang-rape case should be executed by a woman. (14.12.19) pic.twitter.com/Urgev019xf
— ANI UP (@ANINewsUP) December 15, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Lucknow: International shooter Vartika Singh has written a letter in blood to Union Home Minister Amit Shah stating that the four men convicted in Nirbhaya gang-rape case should be executed by a woman. (14.12.19) pic.twitter.com/Urgev019xf
— ANI UP (@ANINewsUP) December 15, 2019Lucknow: International shooter Vartika Singh has written a letter in blood to Union Home Minister Amit Shah stating that the four men convicted in Nirbhaya gang-rape case should be executed by a woman. (14.12.19) pic.twitter.com/Urgev019xf
— ANI UP (@ANINewsUP) December 15, 2019