ETV Bharat / bharat

"নির্ভয়ার দোষীদের ফাঁসি দিতে দিন", রক্ত দিয়ে চিঠি মহিলা শুটারের - তিহার সংশোধনাগার

চলতি মাসেই নির্ভয়া মামলার চার দোষীর ফাঁসি হতে পারে বলে জল্পনা শুরু হয়েছে । এবার এই মামলার ফাঁসুড়ে হতে চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে রক্ত দিয়ে চিঠি লিখে আবেদন জানালেন বর্তিকা সিং নামে এক আন্তর্জাতিক শুটার ।

ভর্তিকা সিং
ভর্তিকা সিং
author img

By

Published : Dec 15, 2019, 4:56 PM IST

দিল্লি, 15 ডিসেম্বর : নির্ভয়ার দোষীদের ফাঁসুড়ে হতে চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি আন্তর্জাতিক শুটারের । আজ রক্ত দিয়ে একটি চিঠি লিখে তিনি স্বরাষ্ট্র দপ্তরে পাঠিয়েছেন । তাঁর কথায়, একজন মহিলা যদি নির্ভয়াকাণ্ডের চার দোষীকে ফাঁসি দেন তাহলে তা সমাজে একটা দৃষ্টান্ত তৈরি করবে ।

চলতি মাসেই নির্ভয়া মামলার চার দোষীর ফাঁসি হতে পারে বলে জল্পনা শুরু হয়েছে । তিহার সংশোধনাগারে সেই মতো না কি প্রস্তুতিও শুরু হয়ে গেছে । সূত্রের খবর, ফাঁসির জন্য ইতিমধ্যে বক্সার কেন্দ্রীয় সংশোধনাগার থেকে 10টি দড়ি চেয়ে পাঠিয়েছে তিহার কর্তৃপক্ষ । এছাড়াও বৃহস্পতিবার ফাঁসুড়ে চেয়ে উত্তরপ্রদেশ সরকারের কাছে আবেদনও জানিয়েছে তারা । নাম উঠে এসেছে একাধিক ফাঁসুড়ের । যারা পূর্বে অনেক গুরুত্বপূর্ণ মামলায় ফাঁসুড়ের দায়িত্ব পালন করেছেন । এবার নির্ভয়ার চার দোষী অক্ষয় সিং, মুকেশ সিং, বিনয় শর্মা ও পবন গুপ্তাকে ফাঁসিতে ঝোলাতে চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে রক্ত দিয়ে চিঠি লিখে আবেদন জানালেন বর্তিকা সিং নামে এই শুটার ।

  • International shooter Vartika Singh: Hanging of the Nirbhaya case convicts should be done by me. This will send a message throughout the country that a woman can also conduct execution. I want the women actors, MPs to support me. I hope this will bring change in society. pic.twitter.com/VQrbpmDgdO

    — ANI UP (@ANINewsUP) December 15, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

চিঠিতে তিনি লেখেন, "নির্ভয়ার দোষীদের ফাঁসি আমাকে দিয়ে দেওয়ানো উচিত । সমাজে এটা একটা দৃষ্টান্ত তৈরি হবে যে একজন মহিলাও এমন কিছু করতে পারে । সমস্ত মহিলা অভিনেত্রী ও লোকসভার সাংসদের অনুরোধ, আমাকে সমর্থন করুন । এমন হবে সমাজে একটা পরিবর্তন আসবে ।"

  • Lucknow: International shooter Vartika Singh has written a letter in blood to Union Home Minister Amit Shah stating that the four men convicted in Nirbhaya gang-rape case should be executed by a woman. (14.12.19) pic.twitter.com/Urgev019xf

    — ANI UP (@ANINewsUP) December 15, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দিল্লি, 15 ডিসেম্বর : নির্ভয়ার দোষীদের ফাঁসুড়ে হতে চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি আন্তর্জাতিক শুটারের । আজ রক্ত দিয়ে একটি চিঠি লিখে তিনি স্বরাষ্ট্র দপ্তরে পাঠিয়েছেন । তাঁর কথায়, একজন মহিলা যদি নির্ভয়াকাণ্ডের চার দোষীকে ফাঁসি দেন তাহলে তা সমাজে একটা দৃষ্টান্ত তৈরি করবে ।

চলতি মাসেই নির্ভয়া মামলার চার দোষীর ফাঁসি হতে পারে বলে জল্পনা শুরু হয়েছে । তিহার সংশোধনাগারে সেই মতো না কি প্রস্তুতিও শুরু হয়ে গেছে । সূত্রের খবর, ফাঁসির জন্য ইতিমধ্যে বক্সার কেন্দ্রীয় সংশোধনাগার থেকে 10টি দড়ি চেয়ে পাঠিয়েছে তিহার কর্তৃপক্ষ । এছাড়াও বৃহস্পতিবার ফাঁসুড়ে চেয়ে উত্তরপ্রদেশ সরকারের কাছে আবেদনও জানিয়েছে তারা । নাম উঠে এসেছে একাধিক ফাঁসুড়ের । যারা পূর্বে অনেক গুরুত্বপূর্ণ মামলায় ফাঁসুড়ের দায়িত্ব পালন করেছেন । এবার নির্ভয়ার চার দোষী অক্ষয় সিং, মুকেশ সিং, বিনয় শর্মা ও পবন গুপ্তাকে ফাঁসিতে ঝোলাতে চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে রক্ত দিয়ে চিঠি লিখে আবেদন জানালেন বর্তিকা সিং নামে এই শুটার ।

  • International shooter Vartika Singh: Hanging of the Nirbhaya case convicts should be done by me. This will send a message throughout the country that a woman can also conduct execution. I want the women actors, MPs to support me. I hope this will bring change in society. pic.twitter.com/VQrbpmDgdO

    — ANI UP (@ANINewsUP) December 15, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

চিঠিতে তিনি লেখেন, "নির্ভয়ার দোষীদের ফাঁসি আমাকে দিয়ে দেওয়ানো উচিত । সমাজে এটা একটা দৃষ্টান্ত তৈরি হবে যে একজন মহিলাও এমন কিছু করতে পারে । সমস্ত মহিলা অভিনেত্রী ও লোকসভার সাংসদের অনুরোধ, আমাকে সমর্থন করুন । এমন হবে সমাজে একটা পরিবর্তন আসবে ।"

  • Lucknow: International shooter Vartika Singh has written a letter in blood to Union Home Minister Amit Shah stating that the four men convicted in Nirbhaya gang-rape case should be executed by a woman. (14.12.19) pic.twitter.com/Urgev019xf

    — ANI UP (@ANINewsUP) December 15, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
Mumbai, Dec 15 (ANI): Superstar Salman Khan was spotted promoting his upcoming film 'Dabangg 3'. Actor looked dashing in solid tee teamed with denim jeans. He was also seen dancing with the mediapersons during the promotion. The much-awaited movie is slated to hit the theatres on December 20, 2019.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.