ETV Bharat / bharat

জুনের মাঝামাঝি থেকে চালু হতে পারে আন্তর্জাতিক বিমান পরিষেবা - হরদীপ সিং পুরী

অসামরিক বিমান পরিবহন মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, বর্তমান পরিস্থিতির উন্নতি হলে জুনের মাঝামাঝি বা জুলাইয়ের শেষের দিকে আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু করার চেষ্টা করা হবে ।

ছবি
ছবি
author img

By

Published : May 23, 2020, 5:42 PM IST

Updated : May 23, 2020, 7:07 PM IST

দিল্লি, 23 মে : যদি আশানুরূপভাবে কোরোনা সংক্রমণ নিয়ন্ত্রণে থাকে, তাহলে জুনের মাঝামাঝি সময়ে চালু হতে পারে আন্তর্জাতিক বিমান পরিষেবা । আজ একথা জানান অসামরিক বিমান পরিবহন মন্ত্রী হরদীপ সিং পুরী ।

দিন কয়েক আগেই অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তরফে জানানো হয়েছিল, 25 মে অর্থাৎ সোমবার থেকে ধাপে ধাপে চালু হচ্ছে অন্তর্দেশীয় বিমান পরিষেবা । আজ সেই পরিষেবা সংক্রান্ত নির্দেশিকা নিয়ে একটি অনলাইন আলোচনায় হরদীপ সিং পুরী বলেন, "অগাস্ট বা সেপ্টেম্বরের অপেক্ষা কেন? যদি বর্তমান পরিস্থিতির উন্নতি হয়, আশানুরূপভাবে কোরোনা সংক্রমণ নিয়ন্ত্রণে থাকে, তাহলে আমরা দ্রুত আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু করব । চেষ্টা করব যাতে জুনের মাঝামাঝি বা জুলাইয়ের শেষের দিকে পরিষেবা চালু করে দেওয়া যায়।"

আজ অন্তর্দেশীয় বিমান পরিষেবা চালু করার গাইডলাইন নিয়ে আলোচনার সময় হরদীপ সিং জানান, আরোগ্য সেতু অ্যাপে যে সকল যাত্রীদের সবুজ সঙ্কেত দেখাবে, তাঁদের কেন কোয়ারানটিনে পাঠাতে হবে, এবিষয়টি তাঁর কাছে পরিষ্কার নয় । তিনি বলেন, "যদি আপনার রিপোর্ট নেগেটিভ । কোনও উপসর্গ না থাকে, তাহলে আমার মনে হয়, কোয়ারানটিনে থাকার প্রয়োজনীয়তা নেই । আরোগ্য সেতু অ্যাপ আপনার কাছে পাসপোর্টের মতো।"

বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে অন্তর্দেশীয় বিমান পরিষেবা নিয়ে হরদীপ সিং পুরীর মন্তব্যের পর কেরালা, কর্নাটক, অসম সহ মোট ৬টি রাজ্য জানায়, অন্তর্দেশীয় বিমান সংশ্লিষ্ট রাজ্যগুলিতে নামার পর যাত্রীদের কোয়ারানটিনে যেতে হবে। আজ সকালেই কর্নাটকের সরকার জানায়, সবচেয়ে বেশি কোরোনা আক্রান্ত ছ'টি রাজ্য থেকে আসা যাত্রীদের সাত দিনের সরকারি কোয়ারানটিন এবং সাত দিনের হোম আইসোলেশনে থাকতে হবে। তবে বয়স্ক, অসুস্থ, শিশু ও অন্তঃসত্ত্বাদের অবশ্য ছাড় দেওয়া হবে। পাশাপাশি গতকাল তামিলনাড়ুর সরকার জানিয়ে দেয়, এখনই অন্তর্দেশীয় বিমান পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়ে পুনরায় ভাবা উচিত সরকারের । কারণ রাজধানী চেন্নাইতে সংক্রমণ ক্রমবর্ধমান । পরিবহন পরিষেবা স্বাভাবিক হয়নি । এতে সমস্যায় পড়তে পারেন মানুষজন ।

এবিষয়ে হরদীপ সিং পুরীর বক্তব্য, অন্তর্দেশীয় বিমানের যাত্রীদের কোয়ারানটিনে পাঠানো নিয়ে অযথা জলঘোলা করা হচ্ছে । তিনি বলেন, "যদি কারও আরোগ্য সেতু অ্যাপে লাল সঙ্কেত দেখায়, তাঁকে বিমানবন্দরে ঢুকতে দেওয়া হবে না। এটি অন্তর্দেশীয় পরিষেবা । এখানে সেই সব নিয়মই প্রযোজ্য, যেগুলি আপনি বাসে বা ট্রেনে যাতায়াত করার সময় মেনে চলবেন ।"

কোরোনা সংক্রমণের জেরে মার্চে লকডাউন ঘোষণা হয় । তারপরই শুধুমাত্র জরুরি পরিষেবা ছাড়া সমস্ত ধরনের বিমান পরিষেবা বন্ধ হয়ে যায় । বুধবার ঘোষণা করা হয়, আগামী সোমবার অর্থাৎ 25 মে থেকে ধাপে ধাপে অন্তর্দেশীয় বিমান পরিষেবা চালু করা হবে ।

দিল্লি, 23 মে : যদি আশানুরূপভাবে কোরোনা সংক্রমণ নিয়ন্ত্রণে থাকে, তাহলে জুনের মাঝামাঝি সময়ে চালু হতে পারে আন্তর্জাতিক বিমান পরিষেবা । আজ একথা জানান অসামরিক বিমান পরিবহন মন্ত্রী হরদীপ সিং পুরী ।

দিন কয়েক আগেই অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তরফে জানানো হয়েছিল, 25 মে অর্থাৎ সোমবার থেকে ধাপে ধাপে চালু হচ্ছে অন্তর্দেশীয় বিমান পরিষেবা । আজ সেই পরিষেবা সংক্রান্ত নির্দেশিকা নিয়ে একটি অনলাইন আলোচনায় হরদীপ সিং পুরী বলেন, "অগাস্ট বা সেপ্টেম্বরের অপেক্ষা কেন? যদি বর্তমান পরিস্থিতির উন্নতি হয়, আশানুরূপভাবে কোরোনা সংক্রমণ নিয়ন্ত্রণে থাকে, তাহলে আমরা দ্রুত আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু করব । চেষ্টা করব যাতে জুনের মাঝামাঝি বা জুলাইয়ের শেষের দিকে পরিষেবা চালু করে দেওয়া যায়।"

আজ অন্তর্দেশীয় বিমান পরিষেবা চালু করার গাইডলাইন নিয়ে আলোচনার সময় হরদীপ সিং জানান, আরোগ্য সেতু অ্যাপে যে সকল যাত্রীদের সবুজ সঙ্কেত দেখাবে, তাঁদের কেন কোয়ারানটিনে পাঠাতে হবে, এবিষয়টি তাঁর কাছে পরিষ্কার নয় । তিনি বলেন, "যদি আপনার রিপোর্ট নেগেটিভ । কোনও উপসর্গ না থাকে, তাহলে আমার মনে হয়, কোয়ারানটিনে থাকার প্রয়োজনীয়তা নেই । আরোগ্য সেতু অ্যাপ আপনার কাছে পাসপোর্টের মতো।"

বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে অন্তর্দেশীয় বিমান পরিষেবা নিয়ে হরদীপ সিং পুরীর মন্তব্যের পর কেরালা, কর্নাটক, অসম সহ মোট ৬টি রাজ্য জানায়, অন্তর্দেশীয় বিমান সংশ্লিষ্ট রাজ্যগুলিতে নামার পর যাত্রীদের কোয়ারানটিনে যেতে হবে। আজ সকালেই কর্নাটকের সরকার জানায়, সবচেয়ে বেশি কোরোনা আক্রান্ত ছ'টি রাজ্য থেকে আসা যাত্রীদের সাত দিনের সরকারি কোয়ারানটিন এবং সাত দিনের হোম আইসোলেশনে থাকতে হবে। তবে বয়স্ক, অসুস্থ, শিশু ও অন্তঃসত্ত্বাদের অবশ্য ছাড় দেওয়া হবে। পাশাপাশি গতকাল তামিলনাড়ুর সরকার জানিয়ে দেয়, এখনই অন্তর্দেশীয় বিমান পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়ে পুনরায় ভাবা উচিত সরকারের । কারণ রাজধানী চেন্নাইতে সংক্রমণ ক্রমবর্ধমান । পরিবহন পরিষেবা স্বাভাবিক হয়নি । এতে সমস্যায় পড়তে পারেন মানুষজন ।

এবিষয়ে হরদীপ সিং পুরীর বক্তব্য, অন্তর্দেশীয় বিমানের যাত্রীদের কোয়ারানটিনে পাঠানো নিয়ে অযথা জলঘোলা করা হচ্ছে । তিনি বলেন, "যদি কারও আরোগ্য সেতু অ্যাপে লাল সঙ্কেত দেখায়, তাঁকে বিমানবন্দরে ঢুকতে দেওয়া হবে না। এটি অন্তর্দেশীয় পরিষেবা । এখানে সেই সব নিয়মই প্রযোজ্য, যেগুলি আপনি বাসে বা ট্রেনে যাতায়াত করার সময় মেনে চলবেন ।"

কোরোনা সংক্রমণের জেরে মার্চে লকডাউন ঘোষণা হয় । তারপরই শুধুমাত্র জরুরি পরিষেবা ছাড়া সমস্ত ধরনের বিমান পরিষেবা বন্ধ হয়ে যায় । বুধবার ঘোষণা করা হয়, আগামী সোমবার অর্থাৎ 25 মে থেকে ধাপে ধাপে অন্তর্দেশীয় বিমান পরিষেবা চালু করা হবে ।

Last Updated : May 23, 2020, 7:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.