দিল্লি, 12 এপ্রিল : কোরোনার বিরুদ্ধে এক যুদ্ধে শামিল হয়েছে গোটা বিশ্ব ৷ জরুরি পরিষেবায় যুক্তরা নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে মানুষকে বাঁচানোর চেষ্টায় লড়ে চলেছেন প্রতিনিয়ত ৷ এই সমস্ত মানুষের প্রতি শ্রদ্ধা জানাতে ইনস্টাগ্রাম নিয়ে এসেছে একটি নতুন স্টিকার ৷
এই স্টিকারে লেখা রয়েছে, 'থ্যাঙ্ক ইউ আওয়ার' ও 'ধন্যবাদ' ৷ এই স্টিকারগুলি ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা তাঁদের স্টোরিতে লাগাতে পারবেন ৷ এই মহামারী থেকে বাঁচতে জরুরি পরিষেবায় যুক্তরা যেভাবে লড়াই করছেন, তাঁদের শ্রদ্ধা জানিয়ে যে কোনও স্টোরিতে এই স্টিকার লাগাতে পারবেন ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা ৷
প্রতিদিন সন্ধ্যা সাতটায় একটি মাল্টি-অথার স্টোরি ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা দেখতে পাবেন ৷ যেখানে যাঁংরা এই স্টিকার ব্যবহার করে স্টোরি দিয়েছেন, তাঁদের সবার স্টোরিগুলি একসঙ্গে থাকবে ৷ বর্তমানে এই স্টিকারগুলি ভারত-সহ 14 টি দেশের ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা পাচ্ছেন ৷