দিল্লি, 29 সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য দেশের ভাবমূর্তি বদলাচ্ছে ৷ গত সপ্তাহে মোদির অ্যামেরিকা সফরের আগে তাঁকে ফোনে একথা বলেন কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর ৷
লতা মঙ্গেশকরের পরিচয় দিয়ে মন কি বাতের এপিসোড শুরু করেন প্রধানমন্ত্রী ৷ আগে রেকর্ড করা লতা মঙ্গেশকর ও মোদির কথোপকথন এই অনুষ্ঠানে শোনানো হয় ৷ তিনি টুইট করে আগেই তাঁর শোয়ের এই বিশেষ অতিথির কথা জানিয়েছিলেন ৷
প্রধানমন্ত্রী লতা মঙ্গেশকরকে "দিদি" বলে সকলের সঙ্গে পরিচয় করিয়ে বলেন, "তাঁর প্রতি আমাদের সবার অগাধ শ্রদ্ধা রয়েছে ৷ তিনি এই দেশের ইতিহাসের বিভিন্ন যুগের সাক্ষী হয়ে আছেন ৷" লতা মঙ্গেশকরকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে অ্যামেরিকা যাওয়ার আগে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী ৷
মন কি বাতের শ্রোতাদের মোদি বলেন, "আমি সাধারণত এই ধরনের ব্যক্তিগত কথোপকথনের বিষয়ে কথা বলি না ৷"
আগে রেকর্ড করা টেলিফোনের কথোপকথনটি শুরুর সঙ্গে সঙ্গে মোদিকে বলতে শোনা যায়, "প্রণাম, আপনার জন্মদিনের সময়ে আমি সফরে থাকব তাই ফোন করেছি ৷ আমার মনে হয়েছিল, যাওয়ার আগে আপনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো উচিত ৷ আপনার সুস্বাস্থ্য কামনা করি ৷ আমাদের আপনি আশীর্বাদ করুন ৷"
মোদির ফোন সম্পর্কে জানার পর থেকেই উচ্ছ্বসিত ছিলেন লতা মঙ্গেশকর ৷ প্রধানমন্ত্রীর কাছ থেকে আশীর্বাদও চেয়েছিলেন ৷ কিন্তু তিনি মোদির থেকে বয়সে বড় হওয়ায় তাঁর মোদিকে আশীর্বাদ করা উচিত বলে মোদি জানিয়েছেন ৷
লতা মোদির এই কথার উত্তরে বলেন, "মানুষ বয়সের সঙ্গে বৃদ্ধ হয় । তবে দুর্দান্ত কাজের মাধ্যমে বড় হওয়া মানুষের থেকে আশীর্বাদ পাওয়া সবসময় ভালো ।" সঙ্গে তিনি বলেন, "আপনার কারণে ভারতের ভাবমূর্তি বদলে যাচ্ছে... আমার খুব আনন্দ হচ্ছে..."
গুজরাতি সংযোগ সম্পর্কেও লতার সঙ্গে কথা বলেন মোদি ৷ বলেন, "আপনার মা গুজরাতি ছিলেন জেনে আমি খুব খুশি হয়েছিলাম ৷ যতবারই আমি আপনার সঙ্গে দেখা করেছি, আপনি আমাকে গুজরাতি খাবার খেতে দিয়েছিলেন ৷ আমি খুব খুশি ৷"