ETV Bharat / bharat

কোরোনা পরীক্ষায় এবার ভ্রাম্যমাণ ল্যাবরেটরি

আত্মনির্ভর ভারত গড়ার যে ডাক প্রধানমন্ত্রী দিয়েছেন, তারই প্রতিফলন এবার কোরোনা পরীক্ষায় । তৈরি হল ভ্রাম্যমাণ ল্যাবরেটরি ।

হর্ষ বর্ধন
হর্ষ বর্ধন
author img

By

Published : Jun 18, 2020, 10:03 PM IST

দিল্লি, 18 জুন : দেশের গ্রামাঞ্চলগুলিতে ও প্রত্যন্ত এলাকাগুলিতে কোরোনার সংক্রমণ মোকাবিলায় এবার আরও বেশি তৎপর হল কেন্দ্র । সোয়াবের নমুনা পরীক্ষার জন্য তৈরি হল ভ্রাম্যমাণ ল্যাবরেটরি । কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন আজ আনুষ্ঠানিকভাবে এই ভ্রাম্যমাণ ল্যাবরেটরির উদ্বোধন করেন ।

হর্ষবর্ধন জানিয়েছেন, "যেসব জায়গাগুলি শহর থেকে অনেকটা দূরে, যে এলাকাগুলিতে এখনও পর্যন্ত ভালোভাবে যোগাযোগ ব্যবস্থা তৈরি নেই, এই নতুন ল্যাবরেটরি সেইসব এলাকার কথা ভেবেই তৈরি হয়েছে । দেশের প্রত্যন্ত এলাকাগুলিতে সোয়াবের নমুনা পরীক্ষার হার বাড়ানো যাবে এই ব্যবস্থার মাধ্যমে ।"

আত্মনির্ভর ভারত গড়ার যে ডাক দেওয়া হয়েছে, তারই প্রতিফলন হিসেবে তৈরি হয়েছে এই ভ্রাম্যমাণ ল্যাবরেটরি । কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রক এবং অন্ধ্রপ্রদেশের মেড-টেক জ়োনের যৌথ উদ্দ্যোগে এই ল্যাবরেটরি তৈরি হয়েছে । দেশের সীমিত স্বাস্থ্য পরিকাঠামো ব্যবস্থাকে আত্মনির্ভর করতে এই ভ্রাম্যমাণ ল্যাবরেটরি যথেষ্টই সাহায্য করবে বলে মনে করছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ।

তিনি আরও জানিয়েছেন, "এই ল্যাবরেটরি একদিনে 25 টি RT-PCR পরীক্ষা, 300 টি ELISA পরীক্ষা করার পাশাপাশি যক্ষা ও HIV পরীক্ষা করাও সম্ভব । কোরোনার সংক্রমণ প্রতিরোধে ফেব্রুয়ারিতে দেশে মাত্র একটি ল্যাবরেটরি ছিল । আজকের দিনে এই ল্যাবরেটরির সংখ্যা 953 টি । এগুলির মধ্যে 699 টি শুধুমাত্র সরকারি ল্যাবরেটরি ।"

শেষ 24 ঘণ্টায় রেকর্ড সংক্রমণ হয়েছে দেশে । সংক্রমিতে সংখ্যা 12 হাজার 881 । এখনও পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন 3 লাখ 66 হাজার 946 জন । একদিনে কোরোনায় সংক্রমিতের হার প্রায় প্রতিদিনই নতুন রেকর্ড তৈরি করছে । এখনও পর্যন্ত মারা গেছে 12 হাজার 237 জন । পাশাপাশি সুস্থও হয়ে উঠেছেন অনেকে । এখনও পর্যন্ত 1 লাখ 94 হাজার 324 জন মানুষ ভারতে কোরোনামুক্ত হয়ে উঠেছেন ।

এদিকে কোরোনা চিকিৎসায় ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে ডেক্সামেথাসোন ব্যবহারে ৷ ভেন্টিলেশনে থাকা বা অক্সিজেন ব্যবহারকারী গুরুতর অবস্থায় থাকা রোগীদের মৃত্যুর হার কমছে অনেকটাই ৷ এই পরিস্থিতিতে স্টেরয়েড ডেক্সামেথাসোন ব্যবহারে অনুমোদন দিয়েছে ব্রিটেন সরকার ৷

দিল্লি, 18 জুন : দেশের গ্রামাঞ্চলগুলিতে ও প্রত্যন্ত এলাকাগুলিতে কোরোনার সংক্রমণ মোকাবিলায় এবার আরও বেশি তৎপর হল কেন্দ্র । সোয়াবের নমুনা পরীক্ষার জন্য তৈরি হল ভ্রাম্যমাণ ল্যাবরেটরি । কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন আজ আনুষ্ঠানিকভাবে এই ভ্রাম্যমাণ ল্যাবরেটরির উদ্বোধন করেন ।

হর্ষবর্ধন জানিয়েছেন, "যেসব জায়গাগুলি শহর থেকে অনেকটা দূরে, যে এলাকাগুলিতে এখনও পর্যন্ত ভালোভাবে যোগাযোগ ব্যবস্থা তৈরি নেই, এই নতুন ল্যাবরেটরি সেইসব এলাকার কথা ভেবেই তৈরি হয়েছে । দেশের প্রত্যন্ত এলাকাগুলিতে সোয়াবের নমুনা পরীক্ষার হার বাড়ানো যাবে এই ব্যবস্থার মাধ্যমে ।"

আত্মনির্ভর ভারত গড়ার যে ডাক দেওয়া হয়েছে, তারই প্রতিফলন হিসেবে তৈরি হয়েছে এই ভ্রাম্যমাণ ল্যাবরেটরি । কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রক এবং অন্ধ্রপ্রদেশের মেড-টেক জ়োনের যৌথ উদ্দ্যোগে এই ল্যাবরেটরি তৈরি হয়েছে । দেশের সীমিত স্বাস্থ্য পরিকাঠামো ব্যবস্থাকে আত্মনির্ভর করতে এই ভ্রাম্যমাণ ল্যাবরেটরি যথেষ্টই সাহায্য করবে বলে মনে করছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ।

তিনি আরও জানিয়েছেন, "এই ল্যাবরেটরি একদিনে 25 টি RT-PCR পরীক্ষা, 300 টি ELISA পরীক্ষা করার পাশাপাশি যক্ষা ও HIV পরীক্ষা করাও সম্ভব । কোরোনার সংক্রমণ প্রতিরোধে ফেব্রুয়ারিতে দেশে মাত্র একটি ল্যাবরেটরি ছিল । আজকের দিনে এই ল্যাবরেটরির সংখ্যা 953 টি । এগুলির মধ্যে 699 টি শুধুমাত্র সরকারি ল্যাবরেটরি ।"

শেষ 24 ঘণ্টায় রেকর্ড সংক্রমণ হয়েছে দেশে । সংক্রমিতে সংখ্যা 12 হাজার 881 । এখনও পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন 3 লাখ 66 হাজার 946 জন । একদিনে কোরোনায় সংক্রমিতের হার প্রায় প্রতিদিনই নতুন রেকর্ড তৈরি করছে । এখনও পর্যন্ত মারা গেছে 12 হাজার 237 জন । পাশাপাশি সুস্থও হয়ে উঠেছেন অনেকে । এখনও পর্যন্ত 1 লাখ 94 হাজার 324 জন মানুষ ভারতে কোরোনামুক্ত হয়ে উঠেছেন ।

এদিকে কোরোনা চিকিৎসায় ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে ডেক্সামেথাসোন ব্যবহারে ৷ ভেন্টিলেশনে থাকা বা অক্সিজেন ব্যবহারকারী গুরুতর অবস্থায় থাকা রোগীদের মৃত্যুর হার কমছে অনেকটাই ৷ এই পরিস্থিতিতে স্টেরয়েড ডেক্সামেথাসোন ব্যবহারে অনুমোদন দিয়েছে ব্রিটেন সরকার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.