দিল্লি 26 জুলাই : EMISAT , ভারতের প্রিমিয়ার তথ্য সংগ্রহের স্যাটেলাইট । এই স্যাটেলাইটটি অপারেট করে DRDO । বর্তমানে তিব্বতে চিনের পিপলস লিবারেশন আর্মির অবস্থান নজর রাখছে এই স্যাটেলাইটটি ।
এক সরকারি আধিকারিক জানায়, এই স্যাটেলাইটে রয়েছে কৌটিল্য , যা একটি ইলেকট্রনিক ইন্টেলিজেন্স প্যাকেজ ELINT । যা অতি ক্ষমতাসম্পন্ন এবং সেনার অপারেশন চালানোর কাজে ব্যবহার করা হয় । গতকাল এই স্যাটেলাইট অরুণাচল প্রদেশের কাছে তিব্বতে চিনের সেনা অবস্থান নজর রাখার জন্য পাঠানো হয়েছিল ।
এই স্যাটেলাইটটি তৈরি করেছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ISRO । EMISAT - এর ELINT মিশন মনিটর রেডিয়ো সিগন্যাল শত্রুপক্ষের অবস্থান ও তাদের এলাকার গতি-প্রকৃতির উপর নজর রাখার কাজে লাগে । লাদাখের প্যাংগং লেকের পাশে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর ফিঙ্গার 4 এলাকায় চিনা সেনার অবস্থান নিয়ে ভারত ও চিনের বৈঠকের পর দিনই এই স্যাটেলাইট নজরদারি চালানো শুরু করে ।
সূত্রের খবর , চিনা সেনারা প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর ডেপস্যাং সেক্টরে ঢুকে জায়গা দখল করতে পারে । এর আগেও চিনা সেনারা 2013 সালে ডেপস্যাং সেক্টরে অবৈধভাবে প্রবেশ করেছিল । শুক্রবার একটি সূত্র থেকে জানা গেছে, ভারতের RISAT-2BR1 স্যাটেলাইটটি আফ্রিকায় ডিজিবৌতিতে চিনের পিপলস লিবারেশন আর্মির নৌবাহিনী বেসের খবর পেয়েছে । এই বেসটি চিনের প্রথম আন্তর্জাতিক সেনা বেস । যা তৈরি করতে চিনের খরচ হয়েছে প্রচুর পরিমাণ অর্থ । জানা গেছে, চিনের তিনটি যুদ্ধজাহাজ ডিজিবৌতি উপকূলের কাছে আছে ।
11 জুলাই EMISAT - এর ELINT, প্রজেক্ট কৌটিল্য পাকিস্তানের নৌসেনার ওরমারা বেস , যা জিন্না নৌসেনা বেস নামে পরিচিত তার ছবি পেয়েছে । এই বেসটিতে সাবমেরিন রাখার সুবিধা রয়েছে । জানা গেছে , সেখানে বিগত কয়েক বছর ধরে চিনের সাবমেরিন রাখা আছে । যদিও প্রকৃত নিয়ন্ত্রণ রেখা নিয়ে ভারত ও চিনের বৈঠক হয়েছে । তবুও বিশেষজ্ঞদের মতে আসছে শীতের মধ্যেই লাদাখ ও কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে যুদ্ধের জন্য পাকিস্তান ও চিন প্রস্তুতি নিচ্ছে ।