ETV Bharat / bharat

ভারত মহাসাগরে 7টি চিনা যুদ্ধজাহাজ, নৌবাহিনীর নজরদারিতে ছবি

author img

By

Published : Sep 16, 2019, 5:02 PM IST

ভারত মহাসাগরের দক্ষিণাংশে চিনের এই যুদ্ধজাহাজগুলির গতিবিধি লক্ষ্য করা গেছে ৷

চিনা যুদ্ধজাহাজ

দিল্লি, 16 সেপ্টেম্বর: ভারত মহাসাগরে ফের চিনের নৌবাহিনীর আস্ফালন? জলপথে নজরদারির চেষ্টা চালাচ্ছে নাকি তারা? সম্প্রতি ভারত মহাসাগরে সাতটি যুদ্ধজাহাজ নজরে আসে ভারতীয় নৌবাহিনীর ৷ ভারতের পি-81-অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার নজরদারি বিমানের নজরে ধরা পড়েছে চিনের নৌবাহিনীর এই কার্যকলাপ ৷

ভারত মহাসাগরের দক্ষিণাংশে চিনের এই যুদ্ধজাহাজগুলির গতিবিধি লক্ষ্য করা গেছে ৷ পরে জাহাজগুলি শ্রীলঙ্কার জলসীমার দিকে চলে যায় ৷ চিনের জাহাজগুলির ছবি তুলেছে ভারতের পি-81-অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার নজরদারি বিমান বা স্পাই প্লেন ৷ পরে আদেন উপসাগরের কাছে অবস্থানও বদলায় দুটি জাহাজ, এমনটা সূত্রে জানা গেছে ৷

সূত্র বলছে, ভারত মহাসাগরে দেশের 'উল্লেখযোগ্য অর্থনৈতিক স্থান'-এর পাশ দিয়ে যাওয়ার সময় চিনের যুদ্ধ জাহাজগুলির উপর একটানা নজরদারি করা হয়েছে ভারতের নৌবাহিনীর তরফে ৷ নিজেদের ক্ষমতা প্রদর্শন করতেই চিনা জাহাজগুলির এ ধরনের গতিবিধি বলে মনে করছেন বিশেষজ্ঞরা ৷

2008 সালে আদেন উপসাগরে জলদস্যুদের সমস্যা শুরু হলে চিনের মালবাহী জাহাজগুলিকে নিরাপত্তা দিতে সে দেশের নৌবাহিনী সেখানে টহল দিতে শুরু করে । চিনের জ্বালানি পণ্যের 75 শতাংশ এই এলাকা দিয়েই রপ্তানি হয় । তবে চিনের যাতায়াত এই এলাকায় বাড়লেও মনে রাখা প্রয়োজন, পালটা ভারতের যুদ্ধজাহাজও কিন্তু এখন দক্ষিণ চিন সাগরে নিয়মিত যাচ্ছে । কোনওভাবেই প্রতিবেশী দেশের অতিরিক্ত শক্তি প্রদর্শনকে হালকাভাবে নিচ্ছে না ভারতীয় নৌবাহিনী ৷

দিল্লি, 16 সেপ্টেম্বর: ভারত মহাসাগরে ফের চিনের নৌবাহিনীর আস্ফালন? জলপথে নজরদারির চেষ্টা চালাচ্ছে নাকি তারা? সম্প্রতি ভারত মহাসাগরে সাতটি যুদ্ধজাহাজ নজরে আসে ভারতীয় নৌবাহিনীর ৷ ভারতের পি-81-অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার নজরদারি বিমানের নজরে ধরা পড়েছে চিনের নৌবাহিনীর এই কার্যকলাপ ৷

ভারত মহাসাগরের দক্ষিণাংশে চিনের এই যুদ্ধজাহাজগুলির গতিবিধি লক্ষ্য করা গেছে ৷ পরে জাহাজগুলি শ্রীলঙ্কার জলসীমার দিকে চলে যায় ৷ চিনের জাহাজগুলির ছবি তুলেছে ভারতের পি-81-অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার নজরদারি বিমান বা স্পাই প্লেন ৷ পরে আদেন উপসাগরের কাছে অবস্থানও বদলায় দুটি জাহাজ, এমনটা সূত্রে জানা গেছে ৷

সূত্র বলছে, ভারত মহাসাগরে দেশের 'উল্লেখযোগ্য অর্থনৈতিক স্থান'-এর পাশ দিয়ে যাওয়ার সময় চিনের যুদ্ধ জাহাজগুলির উপর একটানা নজরদারি করা হয়েছে ভারতের নৌবাহিনীর তরফে ৷ নিজেদের ক্ষমতা প্রদর্শন করতেই চিনা জাহাজগুলির এ ধরনের গতিবিধি বলে মনে করছেন বিশেষজ্ঞরা ৷

2008 সালে আদেন উপসাগরে জলদস্যুদের সমস্যা শুরু হলে চিনের মালবাহী জাহাজগুলিকে নিরাপত্তা দিতে সে দেশের নৌবাহিনী সেখানে টহল দিতে শুরু করে । চিনের জ্বালানি পণ্যের 75 শতাংশ এই এলাকা দিয়েই রপ্তানি হয় । তবে চিনের যাতায়াত এই এলাকায় বাড়লেও মনে রাখা প্রয়োজন, পালটা ভারতের যুদ্ধজাহাজও কিন্তু এখন দক্ষিণ চিন সাগরে নিয়মিত যাচ্ছে । কোনওভাবেই প্রতিবেশী দেশের অতিরিক্ত শক্তি প্রদর্শনকে হালকাভাবে নিচ্ছে না ভারতীয় নৌবাহিনী ৷

East Godavari (Andhra Pradesh), Sep 16 (ANI): Chief Minister Jagan Mohan Reddy visited government hospital and met the victims who got injured after a tourist boat capsized in East Godavari district in Andhra Pradesh. Reddy has announced Rs 10 lakh ex-gratia for kin of deceased. At least 11 people died in the accident in the Godavari River near Devipatnam in Andhra Pradesh. Gates of Dowleswaram barrage were closed down and search operation is underway. NDRF team, Navy and ONGC helicopters are carrying out rescue operations on a war-footing.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.