ETV Bharat / bharat

স্মার্ট ফোন, ফেসবুক, ব্লগিং, ই-কমার্স সাইটে নিষেধাজ্ঞা নৌসেনা ঘাঁটিতে

শত্রুপক্ষকে তথ্য প্রাচারের সময় হাতেনাতে ধরা পরে সাত জন অফিসার ৷ তারপরই আজ সোশাল মিডিয়া ও স্মার্ট ফোন ব্যবহারে নিষেধাঞ্জা জারি করল নৌসেনা ৷

image
নৌবাহিনীতে নিষিদ্ধ ফেসবুক
author img

By

Published : Dec 30, 2019, 10:53 AM IST

দিল্লি, 30 ডিসেম্বর : ফেসবুক নিষিদ্ধ করল ভারতীয় নৌবাহিনী ৷ তবে শুধু ফেসবুকই নয় একই সঙ্গে নৌসেনা ঘাঁটিতে নিষিদ্ধ করা হল স্মার্ট ফোনের ব্যবহারও ৷

সোশাল মিডিয়ায় গুরুত্বপূর্ণ তথ্য শত্রুপক্ষের গোয়েন্দা বিভাগকে পাচারের সময় হাতেনাতে ধরা পড়ে সাত জন অফিসার ৷ তারপরই আজ এই কড়া পদক্ষেপের কথা ঘোষণা করে নৌসেনা ৷

  • Indian Navy says bans on messaging apps, networking and blogging, content sharing, hosting, e-commerce sites is under promulgation https://t.co/6OHyOR977W

    — ANI (@ANI) December 30, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

নৌসেনার কোনও অফিসারই আর ফেসবুক করতে পারবেন না ৷ এমনকি ব্যবহার করতে পারবেন না কোনও ম্যাসেজিং অ্যাপ্লিকেশন, নেটওয়ার্ক ও ব্লগিং, কনটেন্ট শেয়ারিং, ই-কমার্স অ্যাপ্লিকেশনও ৷ স্মার্ট ফোনও ব্যবহার করা যাবে না নৌসেনা ঘাঁটি, ডকইয়ার্ড ও যুদ্ধজাহাজে ৷

দিল্লি, 30 ডিসেম্বর : ফেসবুক নিষিদ্ধ করল ভারতীয় নৌবাহিনী ৷ তবে শুধু ফেসবুকই নয় একই সঙ্গে নৌসেনা ঘাঁটিতে নিষিদ্ধ করা হল স্মার্ট ফোনের ব্যবহারও ৷

সোশাল মিডিয়ায় গুরুত্বপূর্ণ তথ্য শত্রুপক্ষের গোয়েন্দা বিভাগকে পাচারের সময় হাতেনাতে ধরা পড়ে সাত জন অফিসার ৷ তারপরই আজ এই কড়া পদক্ষেপের কথা ঘোষণা করে নৌসেনা ৷

  • Indian Navy says bans on messaging apps, networking and blogging, content sharing, hosting, e-commerce sites is under promulgation https://t.co/6OHyOR977W

    — ANI (@ANI) December 30, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

নৌসেনার কোনও অফিসারই আর ফেসবুক করতে পারবেন না ৷ এমনকি ব্যবহার করতে পারবেন না কোনও ম্যাসেজিং অ্যাপ্লিকেশন, নেটওয়ার্ক ও ব্লগিং, কনটেন্ট শেয়ারিং, ই-কমার্স অ্যাপ্লিকেশনও ৷ স্মার্ট ফোনও ব্যবহার করা যাবে না নৌসেনা ঘাঁটি, ডকইয়ার্ড ও যুদ্ধজাহাজে ৷

Lahaul-Spiti (HP), Dec 30 (ANI): An ice hockey coaching camp and tournament was organised from 20 December to 29 December in Kaza sub-division of Lahaul Spiti in Himachal Pradesh. 45 students were trained in this camp. The ice hockey rink is located at an altitude of over 12000 feet from the sea level, making it the highest ice hockey stadium in the world.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.