ETV Bharat / bharat

অহেতুক আশঙ্কা তৈরির চেষ্টা সফল হবে না, পাকিস্তানকে হুঁশিয়ারি ভারতের - s jaishankar

জম্মু ও কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ ইশু ৷ সুতরাং এনিয়ে পাকিস্তানের নাক গলানোর প্রয়োজন নেই ৷ বিবৃতিতে স্পষ্ট জানিয়ে দেওয়া হল বিদেশমন্ত্রকের তরফে ৷

Indian MEA issues statement on steps taken by pakistan to downgrade relation
author img

By

Published : Aug 8, 2019, 1:52 PM IST

Updated : Aug 8, 2019, 3:04 PM IST

দিল্লি, 8 আগাস্ট : জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের জেরে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পরিমার্জিত করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ৷ দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার কথাও জানিয়েছে ইমরান খান প্রশাসন । সেই বিষয়ে আজ মুখ খুলল ভারত । জম্মু ও কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ ইশু ৷ সুতরাং এনিয়ে পাকিস্তানের নাক গলানোর প্রয়োজন নেই ৷ বিবৃতিতে স্পষ্ট জানিয়ে দেওয়া হল বিদেশমন্ত্রকের তরফে ৷ বিবৃতিতে বলা হয়, "370 ধারা সংক্রান্ত সাম্প্রতিক ঘটনাবলি ভারতের অভ্যন্তরীণ বিষয় । ভারতের সংবিধান সর্বদা সার্বভৌম ছিল, আছে ও থাকবে । তাই এই বিষয়ে হস্তক্ষেপ করে এই অঞ্চলে অহেতুক আতঙ্ক তৈরির প্রচেষ্টা কখনই সফল হবে না ।"

পাকিস্তানের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্তের সমালোচনা করা হয় বিদেশমন্ত্রকের তরফে ৷ বলা হয়, "আমরা কয়েকটি রিপোর্টে দেখেছি, পাকিস্তান ভারতের সাথে দ্বিপক্ষিক সম্পর্কের ক্ষেত্রে কিছু একতরফা পদক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছে । এর মধ্যে কূটনৈতিক সম্পর্ক পরিমার্জিত করার বিষয়টিও রয়েছে । ভারত চায় যে, পাকিস্তান নিজেদের সিদ্ধান্ত নিয়ে পর্যালোচনা করুক । ভারত সুস্থ ও স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের পক্ষে ৷"

370 ধারা বিলোপের পর পাকিস্তান যে আচরণ করছে তা প্রত্যাশিত ৷ তাও বিবৃতিতে জানিয়েছে বিদেশমন্ত্রক ৷ বলা হয়েছে, "পাকিস্তানের এই মনোভাবে ভারত অবাক হয়নি । জম্মু ও কাশ্মীর সমস্যার সমাধান করতে পারে এমন উন্নয়নমূলক উদ্যোগকে পাকিস্তান নেতিবাচকভাবে নেবে সেটাই স্বাভাবিক । এই মানসিকতা নিয়েই তো পাকিস্তান এতদিন ধরে সন্ত্রাসবাদকে সমর্থন করে এসেছে ।"

দিল্লি, 8 আগাস্ট : জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের জেরে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পরিমার্জিত করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ৷ দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার কথাও জানিয়েছে ইমরান খান প্রশাসন । সেই বিষয়ে আজ মুখ খুলল ভারত । জম্মু ও কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ ইশু ৷ সুতরাং এনিয়ে পাকিস্তানের নাক গলানোর প্রয়োজন নেই ৷ বিবৃতিতে স্পষ্ট জানিয়ে দেওয়া হল বিদেশমন্ত্রকের তরফে ৷ বিবৃতিতে বলা হয়, "370 ধারা সংক্রান্ত সাম্প্রতিক ঘটনাবলি ভারতের অভ্যন্তরীণ বিষয় । ভারতের সংবিধান সর্বদা সার্বভৌম ছিল, আছে ও থাকবে । তাই এই বিষয়ে হস্তক্ষেপ করে এই অঞ্চলে অহেতুক আতঙ্ক তৈরির প্রচেষ্টা কখনই সফল হবে না ।"

পাকিস্তানের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্তের সমালোচনা করা হয় বিদেশমন্ত্রকের তরফে ৷ বলা হয়, "আমরা কয়েকটি রিপোর্টে দেখেছি, পাকিস্তান ভারতের সাথে দ্বিপক্ষিক সম্পর্কের ক্ষেত্রে কিছু একতরফা পদক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছে । এর মধ্যে কূটনৈতিক সম্পর্ক পরিমার্জিত করার বিষয়টিও রয়েছে । ভারত চায় যে, পাকিস্তান নিজেদের সিদ্ধান্ত নিয়ে পর্যালোচনা করুক । ভারত সুস্থ ও স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের পক্ষে ৷"

370 ধারা বিলোপের পর পাকিস্তান যে আচরণ করছে তা প্রত্যাশিত ৷ তাও বিবৃতিতে জানিয়েছে বিদেশমন্ত্রক ৷ বলা হয়েছে, "পাকিস্তানের এই মনোভাবে ভারত অবাক হয়নি । জম্মু ও কাশ্মীর সমস্যার সমাধান করতে পারে এমন উন্নয়নমূলক উদ্যোগকে পাকিস্তান নেতিবাচকভাবে নেবে সেটাই স্বাভাবিক । এই মানসিকতা নিয়েই তো পাকিস্তান এতদিন ধরে সন্ত্রাসবাদকে সমর্থন করে এসেছে ।"

Dibrugarh (Assam), Aug 08 (ANI): The police on Wednesday apprehended four people including two women for their alleged links with the United Liberation Front of Assam (ULFA) here. "We got the information about some people who have links with ULFA. We have apprehended four people including 2 women. We are ascertaining their role in the organisation. We have recovered a ULFA flag, Naxal literature and seized mobile phones from them. An investigation in the case is underway," Superintendent of Police, Subhasshini Shankaran told reporters here.The arrested accused have been identified as Chayanika Kaman, Kabita Kaman, Kanak Pegu and Debajyoti Dowarah.
Last Updated : Aug 8, 2019, 3:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.