ETV Bharat / bharat

পুঞ্চে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের, শহিদ এক জওয়ান - পুঞ্চে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের

পুঞ্চ জেলার কৃষ্ণা ঘাটি সেক্টরে নিয়ন্ত্রণরেখার কাছে সংঘর্ষবিরতি লঙ্ঘন পাকিস্তান সেনার । শহিদ ল্যান্স নায়েক করনাইল সিং ।

Indian Army soldier killed
Indian Army soldier killed
author img

By

Published : Oct 1, 2020, 9:38 AM IST

শ্রীনগর, 1 অক্টোবর : ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান । জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার কৃষ্ণা ঘাটি সেক্টরে নিয়ন্ত্রণরেখার কাছে সংঘর্ষবিরতি লঙ্ঘন করে গুলি চালাতে থাকে পাকিস্তান সেনা । শহিদ হন এক ভারতীয় জওয়ান । যথাযোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনাও ।

সেনা সূত্রে খবর, গতরাত সাড়ে আটটা নাগাদ কৃষ্ণা ঘাটি সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর গুলিবর্ষণ শুরু করে পাকিস্তান । পালটা গুলি চালায় ভারতীয় সেনাও । উভয়পক্ষের গুলির লড়াই চলাকালীন শহিদ হন ল্যান্স নায়েক করনাইল সিং ।

সেনার এক গণসংযোগ আধিকারিক জানিয়েছেন, "গতরাতেই সংঘর্ষবিরতি লঙ্ঘন করে পাকিস্তান । উপযুক্ত জবাব দেওয়া হয়েছে । এক সেনা জওয়ান করনাইল সিং শহিদ হয়েছেন ।"

এখনও গুলির লড়াই চলছে বলে জানা গিয়েছে ।

শ্রীনগর, 1 অক্টোবর : ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান । জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার কৃষ্ণা ঘাটি সেক্টরে নিয়ন্ত্রণরেখার কাছে সংঘর্ষবিরতি লঙ্ঘন করে গুলি চালাতে থাকে পাকিস্তান সেনা । শহিদ হন এক ভারতীয় জওয়ান । যথাযোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনাও ।

সেনা সূত্রে খবর, গতরাত সাড়ে আটটা নাগাদ কৃষ্ণা ঘাটি সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর গুলিবর্ষণ শুরু করে পাকিস্তান । পালটা গুলি চালায় ভারতীয় সেনাও । উভয়পক্ষের গুলির লড়াই চলাকালীন শহিদ হন ল্যান্স নায়েক করনাইল সিং ।

সেনার এক গণসংযোগ আধিকারিক জানিয়েছেন, "গতরাতেই সংঘর্ষবিরতি লঙ্ঘন করে পাকিস্তান । উপযুক্ত জবাব দেওয়া হয়েছে । এক সেনা জওয়ান করনাইল সিং শহিদ হয়েছেন ।"

এখনও গুলির লড়াই চলছে বলে জানা গিয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.