ETV Bharat / bharat

আগামী বছরের শুরুতে ভারতে আসছে ইংল্য়ান্ড : সৌরভ

author img

By

Published : Nov 24, 2020, 8:30 PM IST

আজ ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে BCCI প্রেসিডেন্ট বলেন, ইংল্য়ান্ড দল ভারত সফরে চারটি টেস্ট, তিনটি ওয়ান’ডে এবং পাঁচটি টি-20 ম্য়াচের সিরিজ় খেলবে ৷ তবে, এই মুহূর্তে অনেেই কোরোনার দ্বিতীয় স্রোতের একটা সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করছেন ৷ বিষয়টির উপরে নজর রাখা হচ্ছে এবং বোর্ডের তরফেও সতর্ক থাকা হচ্ছে ৷

india-will-play-five-t20is-against-england-says-ganguly
আগামী বছরের শুরুতে ভারত সফরে আসছে ইংল্য়ান্ড দল : সৌরভ

কলকাতা, 24 নভেম্বর : ভারত-ইংল্য়ান্ড দ্বিপাক্ষিক সিরিজ়ের ঘোষণা করলেন BCCI সভাপতি সৌরভ গঙ্গোপাধ্য়ায় ৷ সঙ্গে এও জানালেন আগামী বছরের শুরুতে ইংল্য়ান্ডের এই সফরে মোট 5টি টি-20 ম্য়াচ খেলবে ভারত ৷ এই সিরিজ়ে আমেদাবাদে দিন-রাতের টেস্ট ম্য়াচ হবে বলে জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্য়ায় ৷ এই সফরে ভারত ও ইংল্য়ান্ডের মধ্য়ে মোচ 4টি টেস্ট, 3টি ওয়ান’ডে এবং 5টি টি-20 ম্য়াচ খেলা হবে ৷

আজ ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে BCCI প্রেসিডেন্ট বলেন, ইংল্য়ান্ড দল ভারত সফরে চারটি টেস্ট, তিনটি ওয়ান’ডে এবং পাঁচটি টি-20 ম্য়াচের সিরিজ় খেলবে ৷ তবে, এই মুহূর্তে অনেেই কোরোনার দ্বিতীয় স্রোতের একটা সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করছেন ৷ বিষয়টির উপরে নজর রাখা হচ্ছে এবং বোর্ডের তরফেও সতর্ক থাকা হচ্ছে ৷ অন্য়দিকে, IPL-র 14তম এডিশন ভারতে আয়োজন করা নিয়ে সৌরভ জানান, BCCI চেষ্টা করছে পরের বছরের IPL ভারতেই আয়োজন করতে ৷ এই টুর্নামেন্টটা ভারতের জন্য়ই ৷ তিনি আরও জানান, ভারতের জন্য় IPL কী গুরুত্ব রাখে তা জানতে হলে এখানে সবাইকে (বিশ্বের অন্য়ান্য় ক্রিকেট প্রেমীদের) আসতে হবে ৷ পাঁচ ম্য়াচের টি-20 সিরিজ় আয়োজন করা নিয়ে সৌরভ জানান, BCCI ভারতের টুর্নামেন্টের পরিকল্পনার সময় এটা ভেবে এগোয়, যে সামনে ICC কোন টুর্নামেন্ট রয়েছে ৷ সেই মত 50 ওভার বা টি-20 সিরিজ় আয়োজন করা হয় ৷ তাই আগামী বছরের অক্টোবর-নভেম্বর মাসে টি-20 বিশ্বকাপ হবে ভারতে ৷ সেই টু্র্নামেন্টের প্রস্তুতি হিসেবে ভারতের 5টি টি-20 ম্য়াচের সিরিজ় অনেক সাহায্য় করবে ৷

অন্য়দিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন সিরিজ় নিয়ে প্রশ্ন করা হলে সৌরভ গঙ্গোপাধ্য়ায় জানান, দল অস্ট্রেলিয়ায় পৌঁছে গিয়েছে 13 নভেম্বর ৷ তাঁরা ইতিমধ্য়েই কোয়ারেন্টাই পর্ব শেষ করে ফেলেছেন ৷ এবং ভারতীয় দলের খেলোয়াড়রা মাঠে নামতে প্রস্তুত বলে জানান তিনি ৷

কলকাতা, 24 নভেম্বর : ভারত-ইংল্য়ান্ড দ্বিপাক্ষিক সিরিজ়ের ঘোষণা করলেন BCCI সভাপতি সৌরভ গঙ্গোপাধ্য়ায় ৷ সঙ্গে এও জানালেন আগামী বছরের শুরুতে ইংল্য়ান্ডের এই সফরে মোট 5টি টি-20 ম্য়াচ খেলবে ভারত ৷ এই সিরিজ়ে আমেদাবাদে দিন-রাতের টেস্ট ম্য়াচ হবে বলে জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্য়ায় ৷ এই সফরে ভারত ও ইংল্য়ান্ডের মধ্য়ে মোচ 4টি টেস্ট, 3টি ওয়ান’ডে এবং 5টি টি-20 ম্য়াচ খেলা হবে ৷

আজ ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে BCCI প্রেসিডেন্ট বলেন, ইংল্য়ান্ড দল ভারত সফরে চারটি টেস্ট, তিনটি ওয়ান’ডে এবং পাঁচটি টি-20 ম্য়াচের সিরিজ় খেলবে ৷ তবে, এই মুহূর্তে অনেেই কোরোনার দ্বিতীয় স্রোতের একটা সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করছেন ৷ বিষয়টির উপরে নজর রাখা হচ্ছে এবং বোর্ডের তরফেও সতর্ক থাকা হচ্ছে ৷ অন্য়দিকে, IPL-র 14তম এডিশন ভারতে আয়োজন করা নিয়ে সৌরভ জানান, BCCI চেষ্টা করছে পরের বছরের IPL ভারতেই আয়োজন করতে ৷ এই টুর্নামেন্টটা ভারতের জন্য়ই ৷ তিনি আরও জানান, ভারতের জন্য় IPL কী গুরুত্ব রাখে তা জানতে হলে এখানে সবাইকে (বিশ্বের অন্য়ান্য় ক্রিকেট প্রেমীদের) আসতে হবে ৷ পাঁচ ম্য়াচের টি-20 সিরিজ় আয়োজন করা নিয়ে সৌরভ জানান, BCCI ভারতের টুর্নামেন্টের পরিকল্পনার সময় এটা ভেবে এগোয়, যে সামনে ICC কোন টুর্নামেন্ট রয়েছে ৷ সেই মত 50 ওভার বা টি-20 সিরিজ় আয়োজন করা হয় ৷ তাই আগামী বছরের অক্টোবর-নভেম্বর মাসে টি-20 বিশ্বকাপ হবে ভারতে ৷ সেই টু্র্নামেন্টের প্রস্তুতি হিসেবে ভারতের 5টি টি-20 ম্য়াচের সিরিজ় অনেক সাহায্য় করবে ৷

অন্য়দিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন সিরিজ় নিয়ে প্রশ্ন করা হলে সৌরভ গঙ্গোপাধ্য়ায় জানান, দল অস্ট্রেলিয়ায় পৌঁছে গিয়েছে 13 নভেম্বর ৷ তাঁরা ইতিমধ্য়েই কোয়ারেন্টাই পর্ব শেষ করে ফেলেছেন ৷ এবং ভারতীয় দলের খেলোয়াড়রা মাঠে নামতে প্রস্তুত বলে জানান তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.