ETV Bharat / bharat

রামমন্দির ইশুতে পাকিস্তানের সমালোচনা, পাত্তা দিল না ভারত

author img

By

Published : May 29, 2020, 10:37 AM IST

26মে থেকে অযোধ্যায় রাম মন্দির নির্মাণের কাজ শুরু হয়েছে । পাকিস্তানের জনগণ ভারতের এই পদক্ষেপের তীব্র নিন্দা করে বলে পাকিস্তানের তরফে জানানো হয় । বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, “আমরা পাকিস্তানের অযৌক্তিক বিবৃতি লক্ষ্য করেছি । কিন্তু সেই বিষয়ে পাকিস্তানের হস্তক্ষেপের কোনও অধিকার নেই । তাদের রেকর্ড প্রকাশ্যে এলে কী হবে । সংখ্যালঘু সম্প্রদায়কে নিয়ে কথা বলার আগে পাকিস্তানের লজ্জা করা উচিত ।”

ayodhya
ayodhya

দিল্লি, 29 মে : অযোধ্যায় রাম মন্দির নির্মাণের সমালোচনা করেছিল পাকিস্তান । গতকাল পাকিস্তানের সেই সমালোচনাকে উড়িয়ে ভারতের তরফে জানানো হয় এ দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের কোনও অধিকার ইসলামাবাদের নেই । নিজেদের সংবিধান পড়লে দুই দেশের পার্থক্য বুঝতে পারবে বলেও পাকিস্তানকে আক্রমণ করে বিদেশমন্ত্রক ।

বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, “আমরা পাকিস্তানের অযৌক্তিক বিবৃতি লক্ষ্য করেছি । কিন্তু সেই বিষয়ে পাকিস্তানের হস্তক্ষেপের কোনও অধিকার নেই । তাদের রেকর্ড প্রকাশ্যে এলে কী হবে । সংখ্যালঘু সম্প্রদায় নিয়ে কথা বলার আগে পাকিস্তানের লজ্জা করা উচিত ।”

বুধবার ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে মন্তব্য করে পাকিস্তানের বিদেশ অফিস । যখন বিশ্ব COVID-19 –র সঙ্গে মোকাবিলা করছে সেইসময় RSS-BJP জোট হিন্দুত্ব অ্যাজেন্ডাকে কাজে লাগিয়েছে । 26মে থেকে অযোধ্যায় রাম মন্দির নির্মাণের কাজ শুরু হয়েছে । পাকিস্তানের জনগণ ভারতের এই পদক্ষেপের তীব্র নিন্দা করে বলে পাকিস্তানের তরফে জানানো হয় ।

গতবছর সুপ্রিম কোর্ট অযোধ্যার বাবরি মসজিদ-রাম জন্মভূমিতে রাম মন্দির বানানোর রায় দেয় ।

পাকিস্তানের সমালোচনার উত্তর দিয়ে ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র বলেন, “ভারতে আইন মেনে চলা হয় । প্রত্যেকের অধিকারকে গুরুত্ব দেওয়া হয় । পাকিস্তানের বিদেশমন্ত্রক সময় বের করুক । এবং সংবিধান পড়ুক । বুঝে যাবে পার্থক্য কোথায় ।”

দিল্লি, 29 মে : অযোধ্যায় রাম মন্দির নির্মাণের সমালোচনা করেছিল পাকিস্তান । গতকাল পাকিস্তানের সেই সমালোচনাকে উড়িয়ে ভারতের তরফে জানানো হয় এ দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের কোনও অধিকার ইসলামাবাদের নেই । নিজেদের সংবিধান পড়লে দুই দেশের পার্থক্য বুঝতে পারবে বলেও পাকিস্তানকে আক্রমণ করে বিদেশমন্ত্রক ।

বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, “আমরা পাকিস্তানের অযৌক্তিক বিবৃতি লক্ষ্য করেছি । কিন্তু সেই বিষয়ে পাকিস্তানের হস্তক্ষেপের কোনও অধিকার নেই । তাদের রেকর্ড প্রকাশ্যে এলে কী হবে । সংখ্যালঘু সম্প্রদায় নিয়ে কথা বলার আগে পাকিস্তানের লজ্জা করা উচিত ।”

বুধবার ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে মন্তব্য করে পাকিস্তানের বিদেশ অফিস । যখন বিশ্ব COVID-19 –র সঙ্গে মোকাবিলা করছে সেইসময় RSS-BJP জোট হিন্দুত্ব অ্যাজেন্ডাকে কাজে লাগিয়েছে । 26মে থেকে অযোধ্যায় রাম মন্দির নির্মাণের কাজ শুরু হয়েছে । পাকিস্তানের জনগণ ভারতের এই পদক্ষেপের তীব্র নিন্দা করে বলে পাকিস্তানের তরফে জানানো হয় ।

গতবছর সুপ্রিম কোর্ট অযোধ্যার বাবরি মসজিদ-রাম জন্মভূমিতে রাম মন্দির বানানোর রায় দেয় ।

পাকিস্তানের সমালোচনার উত্তর দিয়ে ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র বলেন, “ভারতে আইন মেনে চলা হয় । প্রত্যেকের অধিকারকে গুরুত্ব দেওয়া হয় । পাকিস্তানের বিদেশমন্ত্রক সময় বের করুক । এবং সংবিধান পড়ুক । বুঝে যাবে পার্থক্য কোথায় ।”

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.