ETV Bharat / bharat

ব্রিটেন ফেরত 6 জনের শরীরে মিলল কোরোনার নতুন স্ট্রেন - ব্রিটেন ফেরত 6 জনের শরীরে কোরোনার নতুন স্ট্রেন

কয়েকদিন আগেই ব্রিটেনে কোরোনার নতুন স্ট্রেন পাওয়া গিয়েছে । তা নিয়ে আতঙ্কের মাঝেই এবার ব্রিটেন ফেরত ছ'জনের শরীরে মিলল এই স্ট্রেনের খোঁজ ।

Coronavirus
ছবিটি প্রতীকী
author img

By

Published : Dec 29, 2020, 10:12 AM IST

Updated : Dec 29, 2020, 11:02 AM IST

দিল্লি , 29 ডিসেম্বর : ব্রিটেন ফেরত ছয় ভারতীয়র শরীরে মিলল কোরোনার ভাইরাসের নতুন স্ট্রেন । কয়েকদিন আগেই এই ছ'জন ব্রিটেন থেকে দেশে ফেরেন । আজ কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে , তাঁদের প্রত্যেকের শরীরে কোরোনার নতুন স্ট্রেন পাওয়া গেছে ।

সম্প্রতি ব্রিটেনে কোরোনার নতুন স্ট্রেন পাওয়া গিয়েছে । যার ফলে কোরোনা নিয়ে বিশ্বজুড়ে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে । ইতিমধ্যেই ইট্যালি, ডেনমার্ক, জার্মানি, কানাডা, জাপান, স্পেন, সিঙ্গাপুরে এই নতুন স্ট্রেনের খোঁজ মিলেছে । দেশে যাতে এই নতুন স্ট্রেন না ছড়ায় তার জন্য ব্রিটেনের সঙ্গে বিমান পরিষেবা 31 ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখা হয়েছে । কিন্তু তারপরও শেষ রক্ষা হল না । পরিষেবা বন্ধের আগে 25 নভেম্বর থেকে 23 ডিসেম্বর পর্যন্ত যাঁরা ব্রিটেন থেকে দেশে ফিরেছিলেন তাঁদের মধ্যে থেকে প্রায় 114 জনের বেশি কোরোনায় আক্রান্ত হয়েছে । তার মধ্য়ে ছ'জনের দেহে কোরোনার নতুন স্ট্রেনের খোঁজ পাওয়া গিয়েছে ।

আরও পড়ুন, আজ বোলপুরে পদযাত্রা মমতার

এই ছ'জনের মধ্যে তিনজনকে বেঙ্গালুরু , দু'জনকে হায়দরাবাদ আর বাকি দু'জনকে পুনে-র হাসপাতালে ভরতি করা হয়েছে । তাঁদের প্রত্যেককেই আলাদা করে আইসোলেশনে রাখা হয়েছে । এছাড়া এই ছ'জনের সংস্পর্শে যাঁরা এসেছিলেন , তাঁদের প্রত্যেককেই কোয়ারানটিনে রাখা হয়েছে ।

দিল্লি , 29 ডিসেম্বর : ব্রিটেন ফেরত ছয় ভারতীয়র শরীরে মিলল কোরোনার ভাইরাসের নতুন স্ট্রেন । কয়েকদিন আগেই এই ছ'জন ব্রিটেন থেকে দেশে ফেরেন । আজ কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে , তাঁদের প্রত্যেকের শরীরে কোরোনার নতুন স্ট্রেন পাওয়া গেছে ।

সম্প্রতি ব্রিটেনে কোরোনার নতুন স্ট্রেন পাওয়া গিয়েছে । যার ফলে কোরোনা নিয়ে বিশ্বজুড়ে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে । ইতিমধ্যেই ইট্যালি, ডেনমার্ক, জার্মানি, কানাডা, জাপান, স্পেন, সিঙ্গাপুরে এই নতুন স্ট্রেনের খোঁজ মিলেছে । দেশে যাতে এই নতুন স্ট্রেন না ছড়ায় তার জন্য ব্রিটেনের সঙ্গে বিমান পরিষেবা 31 ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখা হয়েছে । কিন্তু তারপরও শেষ রক্ষা হল না । পরিষেবা বন্ধের আগে 25 নভেম্বর থেকে 23 ডিসেম্বর পর্যন্ত যাঁরা ব্রিটেন থেকে দেশে ফিরেছিলেন তাঁদের মধ্যে থেকে প্রায় 114 জনের বেশি কোরোনায় আক্রান্ত হয়েছে । তার মধ্য়ে ছ'জনের দেহে কোরোনার নতুন স্ট্রেনের খোঁজ পাওয়া গিয়েছে ।

আরও পড়ুন, আজ বোলপুরে পদযাত্রা মমতার

এই ছ'জনের মধ্যে তিনজনকে বেঙ্গালুরু , দু'জনকে হায়দরাবাদ আর বাকি দু'জনকে পুনে-র হাসপাতালে ভরতি করা হয়েছে । তাঁদের প্রত্যেককেই আলাদা করে আইসোলেশনে রাখা হয়েছে । এছাড়া এই ছ'জনের সংস্পর্শে যাঁরা এসেছিলেন , তাঁদের প্রত্যেককেই কোয়ারানটিনে রাখা হয়েছে ।

Last Updated : Dec 29, 2020, 11:02 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.