ETV Bharat / bharat

দেশে কোরোনায় দৈনিক মৃতের সংখ্যা কমল

গত 24 ঘণ্টায় দেশে নতুন করে কোরোনায় আক্রান্ত হয়েছে 18 হাজার 645 । একদিনে মৃত্যু হয়েছে 201 জনের ।

ছবি
ছবি
author img

By

Published : Jan 10, 2021, 10:59 AM IST

Updated : Jan 10, 2021, 11:06 AM IST

দিল্লি, 10 জানুয়ারি : দুই সপ্তাহের বেশি সময় ধরে দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা 16 থেকে 20 হাজারের আশপাশে ঘোরাফেরা করছে । আর গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হয়েছে 18 হাজার 645 জন । একদিনে মৃত্যু হয়েছে 201 জনের ।

আরও পড়ুন : দৈনিক আক্রান্ত 18 হাজারের বেশি, মৃত 228

স্বাস্থ্যমন্ত্রকের শেষ বুলেটিন অনুযায়ী, দেশে মোট কোরোনায় আক্রান্ত হয়েছে 1 কোটি 4 লাখ 50 হাজার 284 । মৃত্যু হয়েছে 1 লাখ 50 হাজার 999 জনের । দেশে একদিনে সুস্থ হয়ে উঠেছে 19 হাজার 299 জন । মোট সুস্থ হয়ে উঠেছে 1 কোটি 75 হাজার 950 জন । মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা 2 লাখ 23 হাজার 335 ।

  • India reports 18,645 new COVID-19 cases, 19,299 discharges, and 201 deaths in last 24 hours, as per Union Health Ministry

    Total cases: 1,04,50,284
    Active cases: 2,23,335
    Total discharges: 1,00,75,950
    Death toll: 1,50,999 pic.twitter.com/dnFf6xNNb0

    — ANI (@ANI) January 10, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দেশে কোরোনায় আক্রান্তের নিরিখে এখনও শীর্ষে রয়েছে মহারাষ্ট্র । সেখানে দিন দিন বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা । এখানে মোট সংক্রমিত হয়েছে 19 লাখ 65 হাজার 556 জন । সুস্থ হয়ে উঠেছে 18 লাখ 61 হাজার 400 জন । দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে কর্নাটক ও অন্ধ্রপ্রদেশ । কর্নাটকে মোট আক্রান্ত 9 লাখ 26 হাজার 767 জন । অন্ধ্রপ্রদেশে মোট আক্রান্ত 8 লাখ 84 হাজার 689 জন ।

দিল্লি, 10 জানুয়ারি : দুই সপ্তাহের বেশি সময় ধরে দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা 16 থেকে 20 হাজারের আশপাশে ঘোরাফেরা করছে । আর গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হয়েছে 18 হাজার 645 জন । একদিনে মৃত্যু হয়েছে 201 জনের ।

আরও পড়ুন : দৈনিক আক্রান্ত 18 হাজারের বেশি, মৃত 228

স্বাস্থ্যমন্ত্রকের শেষ বুলেটিন অনুযায়ী, দেশে মোট কোরোনায় আক্রান্ত হয়েছে 1 কোটি 4 লাখ 50 হাজার 284 । মৃত্যু হয়েছে 1 লাখ 50 হাজার 999 জনের । দেশে একদিনে সুস্থ হয়ে উঠেছে 19 হাজার 299 জন । মোট সুস্থ হয়ে উঠেছে 1 কোটি 75 হাজার 950 জন । মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা 2 লাখ 23 হাজার 335 ।

  • India reports 18,645 new COVID-19 cases, 19,299 discharges, and 201 deaths in last 24 hours, as per Union Health Ministry

    Total cases: 1,04,50,284
    Active cases: 2,23,335
    Total discharges: 1,00,75,950
    Death toll: 1,50,999 pic.twitter.com/dnFf6xNNb0

    — ANI (@ANI) January 10, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দেশে কোরোনায় আক্রান্তের নিরিখে এখনও শীর্ষে রয়েছে মহারাষ্ট্র । সেখানে দিন দিন বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা । এখানে মোট সংক্রমিত হয়েছে 19 লাখ 65 হাজার 556 জন । সুস্থ হয়ে উঠেছে 18 লাখ 61 হাজার 400 জন । দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে কর্নাটক ও অন্ধ্রপ্রদেশ । কর্নাটকে মোট আক্রান্ত 9 লাখ 26 হাজার 767 জন । অন্ধ্রপ্রদেশে মোট আক্রান্ত 8 লাখ 84 হাজার 689 জন ।

Last Updated : Jan 10, 2021, 11:06 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.