ETV Bharat / bharat

"অবাস্তব মন্তব্য", ইমরান খানের অভিযোগ ওড়াল ভারতীয় বিদেশমন্ত্রক - মুসলিম সম্প্রদায় নিয়ে ভারতের বিরুদ্ধে অভিযোগ ইমরানের

ইমরান খানের অভিযোগকে অবাস্তব বলল ভারত । অভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তানের টালামাটাল পরিস্থিতি থেকে নজর ঘোরাতেই এই মন্তব্য বলে পালটা দাবি ভারতের ।

Imran Khan
ইমরান খান
author img

By

Published : Apr 20, 2020, 10:36 AM IST

দিল্লি, 20 এপ্রিল : কোরোনা পরিস্থিতির জন্য ভারতে মুসলিম সম্প্রদায়কে ইচ্ছাকৃতভাবে নিশানা করা হচ্ছে বলে অভিযোগ করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান । তাঁর সেই অভিযোগকে "অবাস্তব" বলল ভারত । একইসঙ্গে ভারতের তরফে দাবি করা হয়েছে, "অভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তানের টালামাটাল পরিস্থিতি থেকে নজর ঘোরাতেই এই ধরনের মন্তব্য করছেন সেখানকার নেতৃত্ব ।"

ইমরান খান একটি টুইটে মুসলিম সম্প্রদায়কে নিশানা করা হচ্ছ বলে ভারতের দিকে আঙুল তোলেন । তারই আজ উত্তর দেন বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব । তিনি বলেন, "এটি একটি অবাস্তব মন্তব্য । পাকিস্তান কোরোনা সংক্রমণ রোধে নজর না দিয়ে প্রতিবেশীদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলছে ।"

ইমরানের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের উত্তর দিতে গিয়ে পাকিস্তানের দিকেই পালটা আঙুল তোলেন অনুরাগ । বলেন, "পাকিস্তানকে তাদের ক্রমশ হ্রাস পাওয়া সংখ্যালঘু সম্প্রদায়কে নিয়ে চিন্তাভাবনা করার পরামর্শ দেওয়া হচ্ছে, এরা বাস্তবে বৈষম্যের শিকার হচ্ছে । "

দিল্লি, 20 এপ্রিল : কোরোনা পরিস্থিতির জন্য ভারতে মুসলিম সম্প্রদায়কে ইচ্ছাকৃতভাবে নিশানা করা হচ্ছে বলে অভিযোগ করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান । তাঁর সেই অভিযোগকে "অবাস্তব" বলল ভারত । একইসঙ্গে ভারতের তরফে দাবি করা হয়েছে, "অভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তানের টালামাটাল পরিস্থিতি থেকে নজর ঘোরাতেই এই ধরনের মন্তব্য করছেন সেখানকার নেতৃত্ব ।"

ইমরান খান একটি টুইটে মুসলিম সম্প্রদায়কে নিশানা করা হচ্ছ বলে ভারতের দিকে আঙুল তোলেন । তারই আজ উত্তর দেন বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব । তিনি বলেন, "এটি একটি অবাস্তব মন্তব্য । পাকিস্তান কোরোনা সংক্রমণ রোধে নজর না দিয়ে প্রতিবেশীদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলছে ।"

ইমরানের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের উত্তর দিতে গিয়ে পাকিস্তানের দিকেই পালটা আঙুল তোলেন অনুরাগ । বলেন, "পাকিস্তানকে তাদের ক্রমশ হ্রাস পাওয়া সংখ্যালঘু সম্প্রদায়কে নিয়ে চিন্তাভাবনা করার পরামর্শ দেওয়া হচ্ছে, এরা বাস্তবে বৈষম্যের শিকার হচ্ছে । "

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.