ETV Bharat / bharat

9 দিনে কোরোনা পরীক্ষার সংখ্যা 1 কোটি ছাড়াল

author img

By

Published : Oct 29, 2020, 6:34 PM IST

দেশে কোরোনার পরীক্ষা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে আক্রান্তের সংখ্যা কমেছে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক ।

India crossed 1 crore test of Covid-19 in last 9 days
দেশে কোরোনার পরীক্ষা গত 9 দিনে এক কোটির বেশি

দিল্লি, 29 অক্টোবর : গত ন'দিনে রাজ্যে কোরোনা পরীক্ষার সংখ্যা এক কোটির গণ্ডি ছড়িয়েছে । আজ স্বাস্থ্যমন্ত্রকের তরফ একথা জানানো হয়েছে ।

গত ছয় সপ্তাহ ধরে প্রতিদিন প্রায় 11 লাখ কোরোনা পরীক্ষা হয়েছে । চলতি বছরের জানুয়ারি থেকে কোরোনা পরীক্ষার সংখ্যা দেশে বেড়েছে । গত 24 ঘণ্টায় দেশে 10 লাখ 75 হাজার 760 কোরোনা পরীক্ষা হয়েছে । মোট 10 কোটি 56 লাখ কোরোনা পরীক্ষা হয়েছে । পাশাপাশি দেশে সক্রিয় কোরোনা আক্রান্তের সংখ্যা কমছে । এর অন্যতম কারণ কোরোনা পরীক্ষার বৃদ্ধি ।

বর্তমানে দেশে সক্রিয় কোরোনা আক্রান্তের সংখ্যা 6 লাখ 3 হাজার 687 । যা মোট আক্রান্তের 7.5 1% । সুস্থ হয়ে উঠেছে 73 লাখ 15 হাজার 989 জন । সক্রিয় ও মোট আক্রান্তের মধ্যে পার্থক্য প্রায় 67 লাখ । এই পার্থক্য ক্রমেই বেড়ে চলেছে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক । গত 24 ঘণ্টায় 56 হাজার 480 জন কোরোনা থেকে সুস্থ হয়ে উঠেছে । পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুতে তিন হাজারের উপর মানুষ সুস্থ হয়ে উঠেছে ।

দিল্লি, 29 অক্টোবর : গত ন'দিনে রাজ্যে কোরোনা পরীক্ষার সংখ্যা এক কোটির গণ্ডি ছড়িয়েছে । আজ স্বাস্থ্যমন্ত্রকের তরফ একথা জানানো হয়েছে ।

গত ছয় সপ্তাহ ধরে প্রতিদিন প্রায় 11 লাখ কোরোনা পরীক্ষা হয়েছে । চলতি বছরের জানুয়ারি থেকে কোরোনা পরীক্ষার সংখ্যা দেশে বেড়েছে । গত 24 ঘণ্টায় দেশে 10 লাখ 75 হাজার 760 কোরোনা পরীক্ষা হয়েছে । মোট 10 কোটি 56 লাখ কোরোনা পরীক্ষা হয়েছে । পাশাপাশি দেশে সক্রিয় কোরোনা আক্রান্তের সংখ্যা কমছে । এর অন্যতম কারণ কোরোনা পরীক্ষার বৃদ্ধি ।

বর্তমানে দেশে সক্রিয় কোরোনা আক্রান্তের সংখ্যা 6 লাখ 3 হাজার 687 । যা মোট আক্রান্তের 7.5 1% । সুস্থ হয়ে উঠেছে 73 লাখ 15 হাজার 989 জন । সক্রিয় ও মোট আক্রান্তের মধ্যে পার্থক্য প্রায় 67 লাখ । এই পার্থক্য ক্রমেই বেড়ে চলেছে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক । গত 24 ঘণ্টায় 56 হাজার 480 জন কোরোনা থেকে সুস্থ হয়ে উঠেছে । পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুতে তিন হাজারের উপর মানুষ সুস্থ হয়ে উঠেছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.