ETV Bharat / bharat

একদিনে 1 লাখ নমুনা পরীক্ষা করে নজির ভারতের

author img

By

Published : May 22, 2020, 10:32 AM IST

হাজার গুণ বৃদ্ধি পেয়েছে ভারতে নমুনা পরীক্ষার সংখ্যা । এখন একদিনে 1 লাখ নমুনা পরীক্ষা করা হচ্ছে ভারতে ।

Corona
কোরোনা

দিল্লি, 22 মে : দু'মাস আগে পর্যন্ত একদিনে 100-রও কম সংখ্যক নমুনা পরীক্ষা হত দেশে । আর দু'মাস পরে বর্তমানে দেশে একদিনে 1 লাখ নমুনা পরীক্ষা করা হচ্ছে । হিসাব করলে নমুনা পরীক্ষার সংখ্যা হাজার গুণ বৃদ্ধি পেয়েছে ।

গতকাল ICMR-এর তরফে নমুনা পরীক্ষার এই পরিসংখ্যান নিশ্চিত করা হয়েছে । জানানো হয়েছে, 18 মে 1 লাখ নমুনা পরীক্ষা করে নজির গড়েছে ভারত । এটা শুধুমাত্র সম্ভব হয়েছে, সমস্ত গবেষণামূলক প্রতিষ্ঠান, মেডিকেল কলেজ, টেস্টিং ল্যাবরেটরি, মন্ত্রক, বিমান সংস্থা ও পোস্টাল সার্ভিসে ঐক্যব্ধদ্ধা কাজের ফলে ।

জানুয়ারিতে কোরোনার পরীক্ষার জন্য একটি মাত্র ল্যাবরেটরি ছিল । আর সেটা ছিল পুনের ICMR-এর ন্যাশনাল ইন্সটিটিউট অফ ভাইরোলজিতে । বর্তমানে দেশে 555 টি এমন ল্যাবরেটরি আছে যেখানে কোরোনা চিহ্নিতকরণের জন্য নমুনা পরীক্ষা করা হয় । এটা ভারতীয় স্বাস্থ্য ব্যবস্থার ইতিহাসে এক অসমান্তরাল সাফল্য ।

ICMR-এর তরফে বলা হয়, কোরোনার ফলে ভারত এক ভয়াবহ চ্যালেঞ্জের মুখোমুখি হয় । এই চ্যালেঞ্জে সাফল্য অর্জন করতে ভারতীয় বিজ্ঞানীরা প্রযুক্তিগত ও মানগত দিক থেকে বিস্তৃতভাবে গবেষণা করেছে । স্বাস্থ্যকর্মীরা প্রশিক্ষণ নিয়েছে । প্রশাসনগুলি 24 ঘণ্টা সকলের সঙ্গে সহযোগিতা করেছে । লকডাউন চলা সত্ত্বেও অসামরিক ও প্রতিরক্ষা বিমানের আধিকারিকরা কম সময়ের নোটিসেও কাজ করেছে ।

লকডাউনের মধ্যেও যাতে প্রত্যেকটি ল্যাবরেটরিতে প্রয়োজনীয় সামগ্রী পৌঁছায় তার জন্য "মিশন লাইফলাইন উড়ান"-এর আওতায় অসামরিক বিমান মন্ত্রক ও তাদের অধীনস্ত বিমান সংস্থাগুলি পরিষেবা দিয়েছে । কোরোনা চিহ্নিতকরণের জন্য ICMR-এর উপাদানগুলি দেশের সর্বত্র পৌঁছে দিয়েছে । শেষ দুই মাসে লকডাউনের মধ্যেও 150 টি বিমানে দেশের বিভিন্ন প্রান্তে প্রায় 80 টন টেস্টিং উপাদান সরবরাহ করা হয়েছে । এরপরে বিভিন্ন কুরিয়ার কম্পানি ও সমস্ত রাজ্য সরকারের মাধ্যমে সেই উপাদানগুলি ল্যাবরেটরির দরজায় দরজায় পৌঁছে গেছে ।

দিল্লি, 22 মে : দু'মাস আগে পর্যন্ত একদিনে 100-রও কম সংখ্যক নমুনা পরীক্ষা হত দেশে । আর দু'মাস পরে বর্তমানে দেশে একদিনে 1 লাখ নমুনা পরীক্ষা করা হচ্ছে । হিসাব করলে নমুনা পরীক্ষার সংখ্যা হাজার গুণ বৃদ্ধি পেয়েছে ।

গতকাল ICMR-এর তরফে নমুনা পরীক্ষার এই পরিসংখ্যান নিশ্চিত করা হয়েছে । জানানো হয়েছে, 18 মে 1 লাখ নমুনা পরীক্ষা করে নজির গড়েছে ভারত । এটা শুধুমাত্র সম্ভব হয়েছে, সমস্ত গবেষণামূলক প্রতিষ্ঠান, মেডিকেল কলেজ, টেস্টিং ল্যাবরেটরি, মন্ত্রক, বিমান সংস্থা ও পোস্টাল সার্ভিসে ঐক্যব্ধদ্ধা কাজের ফলে ।

জানুয়ারিতে কোরোনার পরীক্ষার জন্য একটি মাত্র ল্যাবরেটরি ছিল । আর সেটা ছিল পুনের ICMR-এর ন্যাশনাল ইন্সটিটিউট অফ ভাইরোলজিতে । বর্তমানে দেশে 555 টি এমন ল্যাবরেটরি আছে যেখানে কোরোনা চিহ্নিতকরণের জন্য নমুনা পরীক্ষা করা হয় । এটা ভারতীয় স্বাস্থ্য ব্যবস্থার ইতিহাসে এক অসমান্তরাল সাফল্য ।

ICMR-এর তরফে বলা হয়, কোরোনার ফলে ভারত এক ভয়াবহ চ্যালেঞ্জের মুখোমুখি হয় । এই চ্যালেঞ্জে সাফল্য অর্জন করতে ভারতীয় বিজ্ঞানীরা প্রযুক্তিগত ও মানগত দিক থেকে বিস্তৃতভাবে গবেষণা করেছে । স্বাস্থ্যকর্মীরা প্রশিক্ষণ নিয়েছে । প্রশাসনগুলি 24 ঘণ্টা সকলের সঙ্গে সহযোগিতা করেছে । লকডাউন চলা সত্ত্বেও অসামরিক ও প্রতিরক্ষা বিমানের আধিকারিকরা কম সময়ের নোটিসেও কাজ করেছে ।

লকডাউনের মধ্যেও যাতে প্রত্যেকটি ল্যাবরেটরিতে প্রয়োজনীয় সামগ্রী পৌঁছায় তার জন্য "মিশন লাইফলাইন উড়ান"-এর আওতায় অসামরিক বিমান মন্ত্রক ও তাদের অধীনস্ত বিমান সংস্থাগুলি পরিষেবা দিয়েছে । কোরোনা চিহ্নিতকরণের জন্য ICMR-এর উপাদানগুলি দেশের সর্বত্র পৌঁছে দিয়েছে । শেষ দুই মাসে লকডাউনের মধ্যেও 150 টি বিমানে দেশের বিভিন্ন প্রান্তে প্রায় 80 টন টেস্টিং উপাদান সরবরাহ করা হয়েছে । এরপরে বিভিন্ন কুরিয়ার কম্পানি ও সমস্ত রাজ্য সরকারের মাধ্যমে সেই উপাদানগুলি ল্যাবরেটরির দরজায় দরজায় পৌঁছে গেছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.