ETV Bharat / bharat

ভারত-পাকিস্তানকেই কাশ্মীর সমস্যার সমাধান করতে হবে : ম্যাকরঁ - India, Pak Should Resolve Kashmir Bilaterally

গতকাল ফ্রান্সের শান্তিয়িতে প্রায় ঘণ্টা দেড়েক আলোচনা চলে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাকরঁ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ পরে ম্যাকরঁ জানান, ভারত পাকিস্তানকে দ্বিপাক্ষিকভাবে কাশ্মীর সমস্যা মেটাতে হবে ৷ এর মধ্যে তৃতীয় কোনও পক্ষের নাক গলানো বা উস্কানি দেওয়া উচিত নয় ৷

ফাইল ফোটো
author img

By

Published : Aug 23, 2019, 8:20 AM IST

Updated : Aug 23, 2019, 8:26 AM IST

প্যারিস, 23 অগাস্ট : ভারত পাকিস্তানকে দ্বিপাক্ষিকভাবে কাশ্মীর সমস্যা মেটাতে হবে ৷ এর মধ্যে তৃতীয় কোনও পক্ষের নাক গলানো বা উস্কানি দেওয়া উচিত নয় ৷ গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলার পর একথা জানান ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাকরঁ ৷

গতকাল ফ্রান্সের শান্তিয়িতে প্রায় ঘণ্টা দেড়েক আলোচনা চলে দু'জনের ৷ পরে চারটি MOU সাক্ষরিত হয় দু'দেশের মধ্যে ৷ তারপর এক সাংবাদিক বৈঠকে ম্যাকরঁ জানান, সম্প্রতি জম্মু ও কাশ্মীরের উপর নেওয়া সিদ্ধান্ত সম্পর্কে মোদি আমাকে জানিয়েছেন ৷ বলেছেন, তাঁদের সার্বভৌমত্বের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ ম্যাকরঁ বলেন, "আমি মোদিকে বলেছি যে, ভারত পাকিস্তানকে নিজেদের মধ্যেই একটা সমাধানসূত্র বের করতে হবে৷ এই সমস্যায় এর মধ্যে তৃতীয় কোনও পক্ষের নাক গলানো বা উস্কানি দেওয়া উচিত নয় ৷ কয়েকদিন পর আমিও পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলব ৷ তাঁকে বলব যে, দ্বিপাক্ষিকভাবে আলোচনা হওয়া উচিত ।"

এই সংক্রান্ত আরও পড়ুন : জম্মু ও কাশ্মীর থেকে প্রত্যাহার 370 ধারা

ম্যকরঁর সঙ্গে কথা বলার পর মোদি বলেন, "উভয় দেশই ক্রমাগত সন্ত্রাসবাদের সম্মুখীন হচ্ছে ৷ সীমান্তপারের সন্ত্রাস মোকাবিলায় সমর্থনের জন্য প্রেসিডেন্ট ম্যাকরঁকে ধন্যবাদ জানাই ৷ সুরক্ষা ও সন্ত্রাসবাদবিরোধী ক্ষেত্রে সহযোগিতার জায়গাকে আরও বিস্তৃত করতে চাই আমরা ৷"

image
ফ্রান্সের শান্তিয়িতে প্রায় ঘণ্টা দেড়েক আলোচনা চলে

ফ্রান্স সম্পর্কে মোদির বক্তব্য,"ভারত ও ফ্রান্সের সম্পর্ক কোনও স্বার্থের ভিত্তিতে দাঁড়িয়ে নেই ৷ স্বাধীনতা, সাম্যতা ও ভ্রাতৃত্বের দৃঢ় আদর্শের উপর এই সম্পর্ক ৷ জলবায়ুর পরিবর্তন, পরিবেশ ও প্রযুক্তির উন্নয়নে যে কোনও চ্যালেঞ্জের সামনে রুখে দাঁড়াবে উভয় দেশ ৷ এবং একটি সুন্দর ও সুরক্ষিত ভবিষ্যত গড়ে তুলবে ৷"

এই সংক্রান্ত আরও পড়ুন : সংবিধানে মেনেই কাশ্মীর নিয়ে সিদ্ধান্ত নিয়েছে ভারত : রাশিয়া

প্যারিস, 23 অগাস্ট : ভারত পাকিস্তানকে দ্বিপাক্ষিকভাবে কাশ্মীর সমস্যা মেটাতে হবে ৷ এর মধ্যে তৃতীয় কোনও পক্ষের নাক গলানো বা উস্কানি দেওয়া উচিত নয় ৷ গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলার পর একথা জানান ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাকরঁ ৷

গতকাল ফ্রান্সের শান্তিয়িতে প্রায় ঘণ্টা দেড়েক আলোচনা চলে দু'জনের ৷ পরে চারটি MOU সাক্ষরিত হয় দু'দেশের মধ্যে ৷ তারপর এক সাংবাদিক বৈঠকে ম্যাকরঁ জানান, সম্প্রতি জম্মু ও কাশ্মীরের উপর নেওয়া সিদ্ধান্ত সম্পর্কে মোদি আমাকে জানিয়েছেন ৷ বলেছেন, তাঁদের সার্বভৌমত্বের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ ম্যাকরঁ বলেন, "আমি মোদিকে বলেছি যে, ভারত পাকিস্তানকে নিজেদের মধ্যেই একটা সমাধানসূত্র বের করতে হবে৷ এই সমস্যায় এর মধ্যে তৃতীয় কোনও পক্ষের নাক গলানো বা উস্কানি দেওয়া উচিত নয় ৷ কয়েকদিন পর আমিও পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলব ৷ তাঁকে বলব যে, দ্বিপাক্ষিকভাবে আলোচনা হওয়া উচিত ।"

এই সংক্রান্ত আরও পড়ুন : জম্মু ও কাশ্মীর থেকে প্রত্যাহার 370 ধারা

ম্যকরঁর সঙ্গে কথা বলার পর মোদি বলেন, "উভয় দেশই ক্রমাগত সন্ত্রাসবাদের সম্মুখীন হচ্ছে ৷ সীমান্তপারের সন্ত্রাস মোকাবিলায় সমর্থনের জন্য প্রেসিডেন্ট ম্যাকরঁকে ধন্যবাদ জানাই ৷ সুরক্ষা ও সন্ত্রাসবাদবিরোধী ক্ষেত্রে সহযোগিতার জায়গাকে আরও বিস্তৃত করতে চাই আমরা ৷"

image
ফ্রান্সের শান্তিয়িতে প্রায় ঘণ্টা দেড়েক আলোচনা চলে

ফ্রান্স সম্পর্কে মোদির বক্তব্য,"ভারত ও ফ্রান্সের সম্পর্ক কোনও স্বার্থের ভিত্তিতে দাঁড়িয়ে নেই ৷ স্বাধীনতা, সাম্যতা ও ভ্রাতৃত্বের দৃঢ় আদর্শের উপর এই সম্পর্ক ৷ জলবায়ুর পরিবর্তন, পরিবেশ ও প্রযুক্তির উন্নয়নে যে কোনও চ্যালেঞ্জের সামনে রুখে দাঁড়াবে উভয় দেশ ৷ এবং একটি সুন্দর ও সুরক্ষিত ভবিষ্যত গড়ে তুলবে ৷"

এই সংক্রান্ত আরও পড়ুন : সংবিধানে মেনেই কাশ্মীর নিয়ে সিদ্ধান্ত নিয়েছে ভারত : রাশিয়া

Hyderabad (Telangana), Aug 23 (ANI): A 12-year-old prodigy has developed a smart dustbin after getting inspired by the 'Swachh Bharat Mission' program in Hyderabad. While the 12-year-old Mohd Hasan himself is an eighth standard student, he takes classes for Civil, Mechanical and Electronic engineering students of Masters and Bachelor levels. While speaking to ANI, Mohd Hasan said, "One day I was watching the 'Swachh Bharat' campaign program and inspired by that I made a Smart Dustbin. Whenever the dustbin gets filled, the display outside will show and when the dustbin gets totally filled up then it will send a message to the Municipal Corporation to come and pick up the dustbin," Speaking more about the dustbin, Hasan added, "This dustbin has a Wi-Fi module, ultrasonic sensors, servo motor, an LCD, sensor and buzzer." The ultrasonic sensors measure the amount of garbage in the dustbin while the LCD displays the quantity to the owners. The Wi-Fi module comes into use when the dustbin is filled and a message needs to be sent to the Municipal Corporation. Hasan had previously also developed a serving robot in merely 15 days, which can take voice commands, follow a line and be set on automatic mode. "It took me two days to complete this project, if we use the technology with 'Swachh Bharat' then it can come handy in keeping our country clean," Hasan further stated.
Last Updated : Aug 23, 2019, 8:26 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.