প্যারিস, 23 অগাস্ট : ভারত পাকিস্তানকে দ্বিপাক্ষিকভাবে কাশ্মীর সমস্যা মেটাতে হবে ৷ এর মধ্যে তৃতীয় কোনও পক্ষের নাক গলানো বা উস্কানি দেওয়া উচিত নয় ৷ গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলার পর একথা জানান ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাকরঁ ৷
গতকাল ফ্রান্সের শান্তিয়িতে প্রায় ঘণ্টা দেড়েক আলোচনা চলে দু'জনের ৷ পরে চারটি MOU সাক্ষরিত হয় দু'দেশের মধ্যে ৷ তারপর এক সাংবাদিক বৈঠকে ম্যাকরঁ জানান, সম্প্রতি জম্মু ও কাশ্মীরের উপর নেওয়া সিদ্ধান্ত সম্পর্কে মোদি আমাকে জানিয়েছেন ৷ বলেছেন, তাঁদের সার্বভৌমত্বের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ ম্যাকরঁ বলেন, "আমি মোদিকে বলেছি যে, ভারত পাকিস্তানকে নিজেদের মধ্যেই একটা সমাধানসূত্র বের করতে হবে৷ এই সমস্যায় এর মধ্যে তৃতীয় কোনও পক্ষের নাক গলানো বা উস্কানি দেওয়া উচিত নয় ৷ কয়েকদিন পর আমিও পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলব ৷ তাঁকে বলব যে, দ্বিপাক্ষিকভাবে আলোচনা হওয়া উচিত ।"
এই সংক্রান্ত আরও পড়ুন : জম্মু ও কাশ্মীর থেকে প্রত্যাহার 370 ধারা
ম্যকরঁর সঙ্গে কথা বলার পর মোদি বলেন, "উভয় দেশই ক্রমাগত সন্ত্রাসবাদের সম্মুখীন হচ্ছে ৷ সীমান্তপারের সন্ত্রাস মোকাবিলায় সমর্থনের জন্য প্রেসিডেন্ট ম্যাকরঁকে ধন্যবাদ জানাই ৷ সুরক্ষা ও সন্ত্রাসবাদবিরোধী ক্ষেত্রে সহযোগিতার জায়গাকে আরও বিস্তৃত করতে চাই আমরা ৷"
ফ্রান্স সম্পর্কে মোদির বক্তব্য,"ভারত ও ফ্রান্সের সম্পর্ক কোনও স্বার্থের ভিত্তিতে দাঁড়িয়ে নেই ৷ স্বাধীনতা, সাম্যতা ও ভ্রাতৃত্বের দৃঢ় আদর্শের উপর এই সম্পর্ক ৷ জলবায়ুর পরিবর্তন, পরিবেশ ও প্রযুক্তির উন্নয়নে যে কোনও চ্যালেঞ্জের সামনে রুখে দাঁড়াবে উভয় দেশ ৷ এবং একটি সুন্দর ও সুরক্ষিত ভবিষ্যত গড়ে তুলবে ৷"
এই সংক্রান্ত আরও পড়ুন : সংবিধানে মেনেই কাশ্মীর নিয়ে সিদ্ধান্ত নিয়েছে ভারত : রাশিয়া