দিল্লি , 6 ডিসেম্বর : অতিমারী পিছু হঠার কোনও লক্ষণ দেখাচ্ছে না । এই অবস্থায় চলতি বছর এবং 2021 সালে কোনও ব্যক্তি ইভেন্ট হবে না বলে জানিয়ে দিল এপিক গেমস । এর মধ্যে রয়েছে একটি পোর্টনাইট ওয়ার্ল্ড কাপ । তবে আগামী বছরজুড়ে অনলাইন প্রতিযোগিতার আসর বসানো হবে বলে জানিয়েছে সংস্থা । সেই সূত্রেই ভাঙড়া বুগি কাপ প্রতিযোগিতার আয়োজন করেছে সংস্থা ।
এক বিজ্ঞপ্তিতে সংস্থার তরফে জানানো হয়েছে, “আমরা আগামী 2021 সালে সারা বছর বিভিন্ন অনলাইন প্রতিযোগিতার আয়োজন করছি । আমরা আশা করছি ভবিষ্যতে কোনও একদিন সব ধরনের ফিজ়িকাল ইভেন্ট শুরু করা সম্ভব হবে ।”
2020 সালের এপ্রিলে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ফোর্টনাইট কাপের । এপিক গেমসের তরফে যদিও তা বাতিল করা হয় । 2019 সালে প্রথম ফোর্টনাইট ওয়ার্ল্ড কাপের আসর বসেছিল নিউ ইয়র্কে ।
2021 সালে সারা বছর চলবে ফোর্টনাইট চ্যাম্পিয়ন সিরিজ় (এফএনসিএস) । আগামী 4 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা এফএনসিএস-এর চ্যাপ্টার 2 সিজ়ন 5-এর । ফোর্টনাইট টিমের তরফে জানানো হয়েছে, “এত দিন সময় পাওয়ার ফলে খেলোয়াড়রা যেমন নিজেদের তৈরি করে নিতে প্রচুর সময় পাবেন, তেমনই এফএনসিএস-কে ঠিকভাবে চালিত করার জন্য অতিরিক্ত সময় পাবে আমাদের টিম ।”
অন্যদিকে, ব্যাটল রয়্যাল গেমের মতো জনপ্রিয় গেম প্রস্তুতকারী সংস্থা ফোর্টনাইট ওয়ানপ্লাসের সহযোগিতায় শুধুমাত্র এই দেশের কথা মাথায় রেখে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের জন্য তৈরি করেছে ভাঙড়া বুগি কাপ যা শুরু হচ্ছে 6 ডিসেম্বর থেকে । এই বিষয়ে টুইট করে জানিয়েছে সংস্থা ।
আরও পড়ুন , কোনও সম্পর্কে মহিলাদের প্রতারণার চারটি প্রধান কারণ
ফোর্টনাইট খেলা যায় এমন যে কোনও ডিভাইস থেকে ভাঙড়া বুগি কাপ খেলা যাবে । তবে এ ক্ষেত্রে খেলোয়াড়দের তাঁদের এপিক অ্যাকাউন্ট থেকে টু-ফ্যাক্র অথেন্টিকেশন এনাবল করতে হবে । বিশদ জানতে মোবাইলের কমপিট ট্যাব ক্লিক করুন ।
পাশাপাশি প্রতি সার্ভার অঞ্চল থেকে সেরা 3 পয়েন্ট প্রাপককে একটি করে নতুন ওয়ানপ্লাস 8টি ডিভাইস দেওয়া হবে । বিজেতাদের সঙ্গে তাঁদের এপিক অ্যাকাউন্টের ইমেইল আইডির মাধ্যমে যোগাযোগ করা হবে । প্রতিযোগিতায় ওয়ানপ্লাস 8টি স্মার্টফোন , ওয়ানপ্লাস বাডস-সহ থাকছে বহু পুরস্কার ।