ETV Bharat / bharat

চিন সীমান্তে বিশেষ নজরদারি প্রয়োজন, মন্তব্য নয়া সেনাপ্রধানের - দিল্লি

সেনা প্রধান হওয়ার পর আজ প্রথম গার্ড অফ অনার নেন মনোজ মুকুন্দ নারাভানে । তারপর তিনি সাংবাদিকদের বলেন, "ভারত তার পশ্চিম সীমান্তের প্রতিরক্ষায় বেশি নজর দেয় । কিন্তু উত্তর সীমান্তেও সমান নজর দেওয়া উচিত । "

মনোজ মুকুন্দ নারাভানে
মনোজ মুকুন্দ নারাভানে
author img

By

Published : Jan 1, 2020, 8:48 PM IST

দিল্লি, 1 জানুয়ারি : দায়িত্ব নেওয়ার পর নতুন সেনাপ্রধান চিন সীমান্তে বিশেষ নজরদারির কথা উল্লেখ করলেন ৷ লেফটেন্যান্ট জেনেরাল মনোজ মুকুন্দ নারাভানে আজ বলেন, "চিন সীমান্তের প্রতিরক্ষায় ভারতের বিশেষ নজর দেওয়া উচিত । যে কোনও রকম পরিস্থিতির মোকাবিলার ক্ষমতা ভারতীয় সেনার রয়েছে ।"

সেনা প্রধান হওয়ার পর আজ প্রথম গার্ড অফ অনার নেন নারাভানে । তারপর তিনি সাংবাদিকদের বলেন, "ভারত তার পশ্চিম সীমান্তের প্রতিরক্ষায় বেশি নজর দেয় । কিন্তু উত্তর সীমান্তেও সমান নজর দেওয়া উচিত । " চিনের সঙ্গে ভারতের সীমান্ত সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, "সীমান্ত এলাকায় শান্তি বজায় রাখার মাধ্যমে এই সমস্যার সমাধান সম্ভব । "

কোন কোন বিষয়ের উপর তিনি জোর দেবেন সেই প্রশ্নের উত্তরে সেনা প্রধান বলেন, "আমাদের মূল লক্ষ্য, সেনাবাহিনীর আধুনিকীকরণ ও সেনাকে যে কোনও পরিস্থিতির জন্য সদা সতর্ক রাখা । দেশের উত্তর ও উত্তর-পূর্ব সীমান্তে আমরা আরও শক্তি বাড়াব । "

দেশের একাধিক জায়গায় সেনার বিরুদ্ধে বিভিন্ন সময়ে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে । সেই প্রসঙ্গে সেনা প্রধান আজ বলেন, "ভারতীয় সেনা মানবাধিকারকে সম্মান করে ।"

দিল্লি, 1 জানুয়ারি : দায়িত্ব নেওয়ার পর নতুন সেনাপ্রধান চিন সীমান্তে বিশেষ নজরদারির কথা উল্লেখ করলেন ৷ লেফটেন্যান্ট জেনেরাল মনোজ মুকুন্দ নারাভানে আজ বলেন, "চিন সীমান্তের প্রতিরক্ষায় ভারতের বিশেষ নজর দেওয়া উচিত । যে কোনও রকম পরিস্থিতির মোকাবিলার ক্ষমতা ভারতীয় সেনার রয়েছে ।"

সেনা প্রধান হওয়ার পর আজ প্রথম গার্ড অফ অনার নেন নারাভানে । তারপর তিনি সাংবাদিকদের বলেন, "ভারত তার পশ্চিম সীমান্তের প্রতিরক্ষায় বেশি নজর দেয় । কিন্তু উত্তর সীমান্তেও সমান নজর দেওয়া উচিত । " চিনের সঙ্গে ভারতের সীমান্ত সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, "সীমান্ত এলাকায় শান্তি বজায় রাখার মাধ্যমে এই সমস্যার সমাধান সম্ভব । "

কোন কোন বিষয়ের উপর তিনি জোর দেবেন সেই প্রশ্নের উত্তরে সেনা প্রধান বলেন, "আমাদের মূল লক্ষ্য, সেনাবাহিনীর আধুনিকীকরণ ও সেনাকে যে কোনও পরিস্থিতির জন্য সদা সতর্ক রাখা । দেশের উত্তর ও উত্তর-পূর্ব সীমান্তে আমরা আরও শক্তি বাড়াব । "

দেশের একাধিক জায়গায় সেনার বিরুদ্ধে বিভিন্ন সময়ে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে । সেই প্রসঙ্গে সেনা প্রধান আজ বলেন, "ভারতীয় সেনা মানবাধিকারকে সম্মান করে ।"

New Delhi, Dec 30: Actor Aayush Sharma took to his Instagram and shared the series of pictures of his and Arpita Khan's new born daughter Ayat and wrote a heartfelt post welcoming the baby girl. The couple got married in 2014 and welcomed their second child on December 27 which also happened to be birthday of Salman Khan.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.