ETV Bharat / bharat

কাশ্মীর থেকে কুলভূষণ, কোন পথে মোদির 100 দিন - মোদির বিদেশ সফর ও সম্মান

কূটনীতিকদের মতে এই সরকার বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে ৷ যার শুরু হয়েছে জম্মু ও কাশ্মীরের 370 ধারা বাতিল দিয়ে ৷ এরপর এক এক করে ভারতীয় বায়ুসেনায় (IAF)-র রাফাল যুদ্ধবিমানকে অন্তর্ভুক্ত করার প্রচেষ্টা হোক কিংবা কুলভূষণ যাদব মামলার আন্তর্জাতিক বিচার আদালতের রায় হোক দ্বিতীয়বারের মোদী সরকার কঠোর ও জোরালো পদক্ষেপ নিতে পিছপা হয়নি ৷

কাশ্মীর থেকে কুলভূষণ কোন পথে মোদির 100 দিন
author img

By

Published : Sep 6, 2019, 7:46 PM IST

Updated : Sep 8, 2019, 3:33 PM IST

লোকসভা নির্বাচনে দ্বিতীয়বার জয়ী হওয়ার পর আজ 100 দিন পূর্ণ করল মোদি সরকার ৷ বিগত এই তিন মাসে ভারতে সঙ্গে বৈদেশিক সম্পর্ক ঠিক কতদূর এগিয়েছে, এছাড়াও মোদি সরকার ঠিক কী কী সিদ্ধান্ত নিল ? তা দেখে নেব একনজরে ৷

কূটনীতিকদের মতে এই সরকার বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে ৷ যার শুরু হয়েছে জম্মু ও কাশ্মীরের 370 ধারা বাতিল দিয়ে ৷ এরপর এক এক করে ভারতীয় বায়ুসেনায় (IAF)-র রাফাল যুদ্ধবিমানকে অন্তর্ভুক্ত করার প্রচেষ্টা হোক কিংবা কুলভূষণ যাদব মামলার আন্তর্জাতিক বিচার আদালতের রায় হোক দ্বিতীয়বারের মোদী সরকার কঠোর ও জোরালো পদক্ষেপ নিতে পিছপা হয়নি ৷

  • 370 ধারা প্রত্যাহার

370 ধারা প্রত্যাহার নিয়ে পাকিস্তান আন্তর্জাতিক ফোরামে উত্থাপনের চেষ্টা করলেও সবই এখনও পর্যন্ত ভারতের পক্ষে ৷ ইসলামাবাদের পক্ষে একমাত্র চিন থাকলেও রাশিয়া, ফ্রান্স, অ্যামেরিকা, সংযুক্ত আরব আমিরশাহী ও শ্রীলঙ্কার মতো শক্তিশালী দেশগুলি 'কাশ্মীর ইশু ভারতের অভ্যন্তরীণ বিষয়' বলে পাশে দাঁড়িয়েছে ৷

অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও প্রথমে এই বিষয়ে পাকিস্তানের সঙ্গে ভারতের মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিলেন ৷ ফ্রান্সের বিয়ারিৎজে G - 7 সামিটে স্বীকার করে নেন কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের বিষয়টি সম্পূর্ণ দ্বিপাক্ষিক ৷

  • রাফাল ইশু

রাফাল চুক্তি নিয়ে বহু জলঘোলা হওয়ার পর অবশেষে সেপ্টেম্বরে প্রথম ফাইটার জেট পেতে চলেছে ভারত ৷ অগাস্ট মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফ্রান্স সফরের পর একথা জানান ফ্রান্সের প্রেসিডেন্ট ৷

ফ্রেঞ্চ অ্যাভিয়েশন মেজর ড্যাসল্টের থেকে মোট 36টি রাফাল বিমান কেনার জন্য ফ্রান্সের সঙ্গে আন্তঃ সরকারি চুক্তি (IGA) স্বাক্ষর করে ভারত ৷

সূত্রের খবর, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং বায়ুসেনা প্রধান বি এস ধানোয়া সম্ভবত সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে প্রথম রাফাল বিমানটি আনতে ফ্রান্সে যাবেন ৷

  • কুলভূষণ যাদব মামলায় ইসলামাবাদের দাবি নাকচ ICJ - র

কুলভূষণ যাদব মামলায় ভারতের পক্ষে রায় দেয় ICJ ৷ ইসলামাবাদের দাবি নাকচ করে আন্তর্জাতিক আদালত রায় দেয় কুলভূষণ মামলায় পর্যালোচনা করতে এবং ততদিন পর্যন্ত কুলভূষণের মৃত্যুদণ্ড স্থগিত করে দেয় ৷ কুলভূষণ যাদবকে (ভারতীয় সেনার অবসরপ্রাপ্ত কর্মকর্তা) বালুচিস্তান থেকে গ্রেপ্তার করা হয়েছিল এবং পাকিস্তানের সেনা আদালত গুপ্তচর বৃত্তি ও নাশকতার অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল ৷ এরপর তৎকালীন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ একটি বিবৃতিতে বলেন, ভারত কুলভূষণকে ন্যায়বিচার দিতে যতদূর সম্ভব যাবে ৷

  • মোদির বিদেশ সফর ও সম্মান

পাকিস্তানের সঙ্গে কাশ্মীর নিয়ে বিবাদ থাকা সত্ত্বেও পাকিস্তান প্রতিবেশী গল্ফ দেশগুলি যেমন- সংযুক্ত আরব আমিরশাহী এবং বাহারিন প্রধানমন্ত্রীকে তাদের সর্বোচ্চ নাগরিকত্ব সম্মানে ভূষিত করেছে ৷

বাহরিনে মোদিকে "দ্য কিং হামাদ অর্ডার অফ রেনেসাঁ" উপাধি দেয় ৷ অন্যদিকে সংযুক্ত আরব আমিরশাহী মোদিকে 'অর্ডার অফ জায়েদ' দিয়ে সম্মানিত করেছে ।

লোকসভা নির্বাচনে দ্বিতীয়বার জয়ী হওয়ার পর আজ 100 দিন পূর্ণ করল মোদি সরকার ৷ বিগত এই তিন মাসে ভারতে সঙ্গে বৈদেশিক সম্পর্ক ঠিক কতদূর এগিয়েছে, এছাড়াও মোদি সরকার ঠিক কী কী সিদ্ধান্ত নিল ? তা দেখে নেব একনজরে ৷

কূটনীতিকদের মতে এই সরকার বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে ৷ যার শুরু হয়েছে জম্মু ও কাশ্মীরের 370 ধারা বাতিল দিয়ে ৷ এরপর এক এক করে ভারতীয় বায়ুসেনায় (IAF)-র রাফাল যুদ্ধবিমানকে অন্তর্ভুক্ত করার প্রচেষ্টা হোক কিংবা কুলভূষণ যাদব মামলার আন্তর্জাতিক বিচার আদালতের রায় হোক দ্বিতীয়বারের মোদী সরকার কঠোর ও জোরালো পদক্ষেপ নিতে পিছপা হয়নি ৷

  • 370 ধারা প্রত্যাহার

370 ধারা প্রত্যাহার নিয়ে পাকিস্তান আন্তর্জাতিক ফোরামে উত্থাপনের চেষ্টা করলেও সবই এখনও পর্যন্ত ভারতের পক্ষে ৷ ইসলামাবাদের পক্ষে একমাত্র চিন থাকলেও রাশিয়া, ফ্রান্স, অ্যামেরিকা, সংযুক্ত আরব আমিরশাহী ও শ্রীলঙ্কার মতো শক্তিশালী দেশগুলি 'কাশ্মীর ইশু ভারতের অভ্যন্তরীণ বিষয়' বলে পাশে দাঁড়িয়েছে ৷

অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও প্রথমে এই বিষয়ে পাকিস্তানের সঙ্গে ভারতের মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিলেন ৷ ফ্রান্সের বিয়ারিৎজে G - 7 সামিটে স্বীকার করে নেন কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের বিষয়টি সম্পূর্ণ দ্বিপাক্ষিক ৷

  • রাফাল ইশু

রাফাল চুক্তি নিয়ে বহু জলঘোলা হওয়ার পর অবশেষে সেপ্টেম্বরে প্রথম ফাইটার জেট পেতে চলেছে ভারত ৷ অগাস্ট মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফ্রান্স সফরের পর একথা জানান ফ্রান্সের প্রেসিডেন্ট ৷

ফ্রেঞ্চ অ্যাভিয়েশন মেজর ড্যাসল্টের থেকে মোট 36টি রাফাল বিমান কেনার জন্য ফ্রান্সের সঙ্গে আন্তঃ সরকারি চুক্তি (IGA) স্বাক্ষর করে ভারত ৷

সূত্রের খবর, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং বায়ুসেনা প্রধান বি এস ধানোয়া সম্ভবত সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে প্রথম রাফাল বিমানটি আনতে ফ্রান্সে যাবেন ৷

  • কুলভূষণ যাদব মামলায় ইসলামাবাদের দাবি নাকচ ICJ - র

কুলভূষণ যাদব মামলায় ভারতের পক্ষে রায় দেয় ICJ ৷ ইসলামাবাদের দাবি নাকচ করে আন্তর্জাতিক আদালত রায় দেয় কুলভূষণ মামলায় পর্যালোচনা করতে এবং ততদিন পর্যন্ত কুলভূষণের মৃত্যুদণ্ড স্থগিত করে দেয় ৷ কুলভূষণ যাদবকে (ভারতীয় সেনার অবসরপ্রাপ্ত কর্মকর্তা) বালুচিস্তান থেকে গ্রেপ্তার করা হয়েছিল এবং পাকিস্তানের সেনা আদালত গুপ্তচর বৃত্তি ও নাশকতার অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল ৷ এরপর তৎকালীন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ একটি বিবৃতিতে বলেন, ভারত কুলভূষণকে ন্যায়বিচার দিতে যতদূর সম্ভব যাবে ৷

  • মোদির বিদেশ সফর ও সম্মান

পাকিস্তানের সঙ্গে কাশ্মীর নিয়ে বিবাদ থাকা সত্ত্বেও পাকিস্তান প্রতিবেশী গল্ফ দেশগুলি যেমন- সংযুক্ত আরব আমিরশাহী এবং বাহারিন প্রধানমন্ত্রীকে তাদের সর্বোচ্চ নাগরিকত্ব সম্মানে ভূষিত করেছে ৷

বাহরিনে মোদিকে "দ্য কিং হামাদ অর্ডার অফ রেনেসাঁ" উপাধি দেয় ৷ অন্যদিকে সংযুক্ত আরব আমিরশাহী মোদিকে 'অর্ডার অফ জায়েদ' দিয়ে সম্মানিত করেছে ।

Intro:Body:

Modi 2.0: India moves in to play a key role diplomatically - UNMIX PACKAGE





Hyderabad: After guiding the Bharatiya Janata Party-led National Democratic Alliance (NDA) to a landslide victory in the Lok Sabha elections for the second time in a row, Prime Minister Narendra Modi is completing his 100 days in office on Friday. In these three odd months, how did India fare in the contours of the international relations with other countries. ETV Bharat looks into some of the key decisions that the government took in the recent months.







Modi 2.0: India moves in to play a key role diplomatically



Modi 2.0 began with emphatic some moves be it the abrogation of Article 370 in Jammu & Kashmir or efforts to induct Rafale fighter jets into the Indian Air Force (IAF) or the International Court of Justice's verdict on Kulbhushan Jadhav case.



Pak isolated over Kashmir



Battered by India's move to abrogate Article 370 in Kashmir, Pakistan explored all its avenues to raise the issue on various international forums, however it all ended in vain.



While Islamabad's Kashmir tears were wept by Beijing only, major global powers like Russia, France, UK, US, UAE and Sri Lanka put their weight behind New Delhi citing India's move on Kashmir as an internal matter.



US President Donald Trump, who offered mediation over the dispute, also backed off and stressed on bilateral negotiations between the two neighbours during the G7 summit in Biarritz, France.



Though, Pakistan knocked the doors of United Nations Security Council (UNSC) several times but it yielded little results.





India To Receive Rafale Soon



After much mudslinging over Rafale deal, India is all set to receive the first fighter jet in September. This was announced by French President Emmanuel Macron during the course of Prime Minister Narendra Modi's visit to his country in August.



India has signed an Inter-Governmental Agreement (IGA) with France for purchase of 36 Rafale fighter aircraft from the French aviation major Dassault.



As per sources, Defence Minister Rajnath Singh and Air Chief B.S. Dhanoa are likely to visit France in the third week of September to receive the first jet of the 36 aircraft.



ICJ dumps Islamabad's claims



In a major legal and diplomatic victory for India in the Kulbhushan Jadhav case, the International Court of Justice (ICJ) ruled in favour of New Delhi and directed Islamabad to review its conviction and, until then, put its death sentence on hold.



Furthermore, the ICJ held Pakistan responsible of violating the Vienna Convention and asked it to provide consular access to Jadhav at the earliest.



Jadhav, who is a retired Navy officer, was arrested from Balochistan province and was sentenced to death by a Pakistani army court on charges of espionage and sabotage activities against Islamabad.



Following Pakistan's move, then External Affairs Minister (EAM) Sushma Swaraj made a statement in both the Houses of Parliament, that India will go "out of way" to ensure justice to Jadhav.



Gulf countries' award PM Modi



Brushing aside Islamabad’s rhetoric over Kashmir, Gulf countries -- UAE and Bahrain conferred PM Modi with their highest civilian awards during his recent visit to the nations.



While Bahrain conferred Modi with the "The King Hamad Order of the Renaissance" in Manama, UAE honoured him with the 'Order of Zayed' appreciating his efforts to boost bilateral ties between the two nations.



India's relations with the Islamic nations are better than ever before. New Delhi's diplomatic outreach has yielded great results for India as far as the Muslim world is concerned.


Conclusion:
Last Updated : Sep 8, 2019, 3:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.