দিল্লি, 24 জুন : প্রতি লাখ জনসংখ্যায় COVID-19-এ আক্রান্ত রোগীর মৃত্যুর সংখ্যা ভারতে কম । বিশ্বে যেখানে প্রতি লাখে মৃত্যুর হার 6.04, ভারতে সেখানে একজন৷ যা বিশ্বে সবথেকে কম মৃত্যুর হারের মধ্যে অন্যতম৷ স্বাস্থ্যমন্ত্রকের তরফে একথা জানানো হয়েছে । আজকের তারিখ পর্যন্ত দেশে 14,011 জন কোরোনা আক্রান্তের মৃত্যু হয়েছে । গত 24 ঘণ্টায় 312 জন মারা গেছেন । নতুন করে COVID-19-এ আক্রান্ত হয়েছেন 14,933 জন । দেশে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 4,40,215 ।
গতকাল WHO-এর তরফে একটি রিপোর্ট প্রকাশ করা হয় । সেই রিপোর্ট অনুযায়ী, UK-তে প্রতি এক লাখে COVID-19 আক্রান্ত রোগীর মধ্যে 63.13 রোগীর মৃত্যু হয়েছে । অন্যদিকে স্পেনে এই সংখ্যা 60.60, ইটালিতে 57.19, অ্যামেরিকার 36.30, জার্মানিতে 27. 32, ব্রাজিলে 23.68 এবং রাশিয়ায় 5.62 ।
স্বাস্থ্যমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, প্রথম থেকে কোরোনা সংক্রমণ চিহ্নিত করা, সময়মতো পরীক্ষা করা এবং নজরদারি চালানো । পাশাপাশি সংস্পর্শ এড়িয়ে চলার ফলে দেশে কোরোনা সংক্রমণে মৃত্যুর হার অনেক কম । পাশাপাশি দেশে কোরোনা আক্রান্ত রোগীর সুস্থ হয়ে ওঠার হার অর্ধেকের বেশি, 56.38 শতাংশ । COVID-19 আক্রান্ত রোগী সেরে উঠেছেন । গত 24 ঘণ্টায় দেশে 10,994 জন ব্যক্তি কোরোনা ভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছেন । এখনও পর্যন্ত মোট 2,48,189 জন সুস্থ হয়েছেন । দেশে অ্যাক্টিভ COVID-19 রোগীর সংখ্যা 1,78,014 । সারা দেশে 992টি COVID-19 ল্যাবে 71,37,716 স্যাম্পেল টেস্ট হয়েছে ।
COVID-19 মোকাবিলায় ওড়িশা সরকারের ডিজিটাল উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক । ভুবনেশ্বর মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফে ‘সচেতক’ নামে একটি মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করা হয়েছে । এই অ্যাপ্লিকেশনের দ্বারা শহরের কো-মর্বির্ডিটিতে আক্রান্ত রোগী এবং বয়স্ক ব্যক্তিদের কড়া নজরদারির মধ্যে রাখা হয়েছে । পাশাপাশি COVID-19 মোকাবিলায় জেলাশাসক থেকে গ্রামের প্রধানদের যুক্ত করা হয়েছে । বিপর্যয় মোকাবিলা আইন 2005-এর অধীনে এই উদ্যোগ নিয়েছে ওড়িশা সরকার ।
ICMR সূত্রে খবর, যে 71,37,716 টি টেস্ট করা হয়েছে সেগুলি সব 22 জুন পর্যন্ত । এর মধ্যে গতকাল 1,87,223টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে । সরকারি ল্যাবরেটরির সংখ্যা বাড়িয়ে 726 এবং বেসরকারি ল্যাবরেটরি 266 করা হয়েছে । অ্যামেরিকা, ব্রাজিল এবং রাশিয়ার পর ভারত বিশ্বের চতুর্থ দেশ যেখানে কোরোনা সংক্রমণের সংখ্যা সব থেকে বেশি । জন হপকিন্স বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, COVID-19 মৃত্যুর দিক থেকে ভারত অষ্টম স্থানে রয়েছে ।