ETV Bharat / bharat

ভারতীয় আকাশসীমায় নিষিদ্ধ বোয়িং 737 MAX বিমান

ভারতীয় আকাশসীমায় বোয়িং 737 MAX বিমান নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিল DGCA (ডিরেক্টর জেনেরাল অফ সিভিল অ্যাভিয়েশন)। বিকেল চারটে থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে জানা গেছে।

author img

By

Published : Mar 13, 2019, 10:37 AM IST

ছবিটি প্রতীকী

দিল্লি, ১৬ মার্চ : ভারতীয় আকাশসীমায় বোয়িং 737 MAX বিমান নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিল DGCA (ডিরেক্টর জেনেরাল অফ সিভিল অ্যাভিয়েশন)। বিকেল চারটে থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে জানা গেছে। এদিকে, আজ বিকেল চারটের সময় সব বিমান পরিবহন সংস্থাগুলিকে নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন অসামরিক বিমান পরিবহন সচিব।

অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, যাত্রী নিরাপত্তাই আমাদের লক্ষ্য। এবিষয়ে আমরা বিশ্বের বাকি বিমান প্রস্তুতকারক সংস্থাগুলির সঙ্গে যাত্রী নিরাপত্তা নিয়ে আলোচনা করব। আধুনিকীকরণ এবং যাত্রী নিরাপত্তা সুনিশ্চিত না হওয়া পর্যন্ত বোয়িং 737 MAX বিমানের উড়ান স্থগিত রাখা হবে। পরেই আরও একটি বিবৃতি দিয়ে জানানো হয়, বিকেল ৪টের পর ভারতীয় আকাশসীমায় বোয়িং 737 MAX বিমান নিষিদ্ধ।

১০ মার্চ নাইরোবি যাওয়ার পথে ভেঙে পড়ে ইথিওপিয়া এয়ারলাইন্সের একটি বিমান। মৃত্যু হয় ১৫৭ জনের। ওই বিমানটি ছিল বোয়িং কম্পানির 737 Max মডেলের। এরপর একের পর এক দেশ 737 Max মডেলের বিমানের উড়ান স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়।

প্রথমে বিমান উড়ান স্থগিতের সিদ্ধান্ত নেয়নি ভারত। বিমান দুর্ঘটনার পর বোয়িং-এর থেকে তথ্য চেয়ে পাঠায় DGCA। গতকাল তারা ঘোষণা করে, যেসব পাইলটের ১০০০ ঘণ্টা ও কো-পাইলটের ৫০০ ঘণ্টা বিমান চালানোর অভিজ্ঞতা রয়েছে, তাঁরাই এই বিমানগুলি চালাতে পারবেন। আজ ১৮০ ডিগ্রি ঘুরে 737 Max মডেলের বিমানের উড়ান স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় DGCA।

দিল্লি, ১৬ মার্চ : ভারতীয় আকাশসীমায় বোয়িং 737 MAX বিমান নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিল DGCA (ডিরেক্টর জেনেরাল অফ সিভিল অ্যাভিয়েশন)। বিকেল চারটে থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে জানা গেছে। এদিকে, আজ বিকেল চারটের সময় সব বিমান পরিবহন সংস্থাগুলিকে নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন অসামরিক বিমান পরিবহন সচিব।

অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, যাত্রী নিরাপত্তাই আমাদের লক্ষ্য। এবিষয়ে আমরা বিশ্বের বাকি বিমান প্রস্তুতকারক সংস্থাগুলির সঙ্গে যাত্রী নিরাপত্তা নিয়ে আলোচনা করব। আধুনিকীকরণ এবং যাত্রী নিরাপত্তা সুনিশ্চিত না হওয়া পর্যন্ত বোয়িং 737 MAX বিমানের উড়ান স্থগিত রাখা হবে। পরেই আরও একটি বিবৃতি দিয়ে জানানো হয়, বিকেল ৪টের পর ভারতীয় আকাশসীমায় বোয়িং 737 MAX বিমান নিষিদ্ধ।

১০ মার্চ নাইরোবি যাওয়ার পথে ভেঙে পড়ে ইথিওপিয়া এয়ারলাইন্সের একটি বিমান। মৃত্যু হয় ১৫৭ জনের। ওই বিমানটি ছিল বোয়িং কম্পানির 737 Max মডেলের। এরপর একের পর এক দেশ 737 Max মডেলের বিমানের উড়ান স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়।

প্রথমে বিমান উড়ান স্থগিতের সিদ্ধান্ত নেয়নি ভারত। বিমান দুর্ঘটনার পর বোয়িং-এর থেকে তথ্য চেয়ে পাঠায় DGCA। গতকাল তারা ঘোষণা করে, যেসব পাইলটের ১০০০ ঘণ্টা ও কো-পাইলটের ৫০০ ঘণ্টা বিমান চালানোর অভিজ্ঞতা রয়েছে, তাঁরাই এই বিমানগুলি চালাতে পারবেন। আজ ১৮০ ডিগ্রি ঘুরে 737 Max মডেলের বিমানের উড়ান স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় DGCA।

New Delhi, Mar 12 (ANI): Former Indian cricketer Sunil Gavaskar in a conclave held in Delhi on Tuesday said, "If you go by the history of past 2-3 World Cups, in 2011 host nation India won the World Cup, in 2015 host nation Australia won. In 2019, there's a very good chance England will win World Cup. I'm not saying they'll win, I'm saying there's a very good chance they'll win World Cup." While in the same event, British High Commissioner to India Sir Dominic Asquith KGMC said, "Last week we celebrated International Women's Day. For England's women cricketers it coincided with victory over India's T20 team. Over the course of this summer, we're delighted we'll host India and other teams at cricket World Cup. Over the course of this summer, we're delighted that we'll host India and other teams at cricket World Cup. On 30 June, there will be quite a match at Edgbaston when we will see if England's men can emulate their female compatriots."
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.