ETV Bharat / bharat

ভারত ও চিন নিজেদের সমস্যা সমাধান করতে সক্ষম হবে, আশাবাদী নেপাল - China will resolve differences through peacefully

দুটি দেশের মধ্যে যে উত্তেজনার সৃষ্টি হয়েছে তার সমাধান শান্তিপূর্ণ ভাবে হওয়া উচিত ৷ বিবৃতি জারি নেপালের ৷

নেপাল
নেপাল
author img

By

Published : Jun 21, 2020, 2:33 AM IST

কাটমাণ্ডু (নেপাল), 20 জুন : দ্বিপাক্ষিক শান্তি বজায় রাখতে সক্ষম ভারত ও চিন । দুই দেশ নিজেদের মধ্যে আলোচনা করে সমস্যার সমাধান করতে পারবে । মনে করে নেপাল । আজ নেপালের বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতি জারি করে একথা জানানো হয় ।

বিবৃতিতে বলা হয়, "দুটি দেশের মধ্যে যে উত্তেজনার সৃষ্টি হয়েছে তার সমাধান শান্তিপূর্ণ ভাবে হওয়া উচিত ৷ আঞ্চলিক ও বিশ্বশান্তি বজায় রাখার জন্য নেপাল সবসময় তৈরি ৷" বিবৃতিতে প্রতিবেশী দেশ হিসেবে ভারত ও চিন উভয়ের নামই উল্লেখ করেছে নেপাল ৷

প্রসঙ্গত, গত 15 জুন পূর্ব লাদাখে ভারত ও চিন সেনার মুখোমুখি সংঘর্ষ হয় । ভারতের তরফে অভিযোগ করা হয়, উচ্চ পর্যায়ের বৈঠকে গৃহীত সিদ্ধান্ত চিন পালন করলে সংঘর্ষ এড়ানো যেত ৷

কাটমাণ্ডু (নেপাল), 20 জুন : দ্বিপাক্ষিক শান্তি বজায় রাখতে সক্ষম ভারত ও চিন । দুই দেশ নিজেদের মধ্যে আলোচনা করে সমস্যার সমাধান করতে পারবে । মনে করে নেপাল । আজ নেপালের বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতি জারি করে একথা জানানো হয় ।

বিবৃতিতে বলা হয়, "দুটি দেশের মধ্যে যে উত্তেজনার সৃষ্টি হয়েছে তার সমাধান শান্তিপূর্ণ ভাবে হওয়া উচিত ৷ আঞ্চলিক ও বিশ্বশান্তি বজায় রাখার জন্য নেপাল সবসময় তৈরি ৷" বিবৃতিতে প্রতিবেশী দেশ হিসেবে ভারত ও চিন উভয়ের নামই উল্লেখ করেছে নেপাল ৷

প্রসঙ্গত, গত 15 জুন পূর্ব লাদাখে ভারত ও চিন সেনার মুখোমুখি সংঘর্ষ হয় । ভারতের তরফে অভিযোগ করা হয়, উচ্চ পর্যায়ের বৈঠকে গৃহীত সিদ্ধান্ত চিন পালন করলে সংঘর্ষ এড়ানো যেত ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.