দিল্লি, 26 জানুয়ারি : রাজধানীর রাজপথে সাড়ম্বরে পালিত হল 72 তম সাধারণতন্ত্র দিবস৷ সেখানে প্রতিবারের মতো এবারও বিভিন্ন ট্যাবলোর মাধ্যমে উঠে এল এক টুকরো ভারত৷ কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ার পর এই প্রথমবার সাধারণতন্ত্র দিবসের প্যারেডে অংশগ্রহণ করল লাদাখ৷ অন্যদিকে রাফাল থেকে কোরোনা, রামমন্দিরের ট্যাবলোও এদিন জায়গা পেয়েছে সাধারণতন্ত্র দিবসের প্যারেডে৷
এবার সাধারণতন্ত্র দিবসে বিদেশি কোনও প্রধান অতিথি ছিলেন না৷ এবার ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল৷ তিনিও আমন্ত্রণ গ্রহণ করেছিলেন৷ কিন্তু নতুন স্ট্রেনের জেরে কোরোনা সংক্রান্ত পরিস্থিতি খারাপ হওয়ায় তিনি এই সফর বাতিল করেন৷ তবে প্রথামাফিক রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-সহ আরও অনেকে উপস্থিত ছিলেন৷
বিদেশি কোনও প্রধান অতিথি না থাকলেও এবার বিদেশি সেনা হাজির হয়েছিল প্যারেডে৷ বাংলাদেশের সেনাকে এবার আমন্ত্রণ জানানো হয়৷ এর আগে 2016 সালে ফ্রান্স ও 2017 সালে সংযুক্ত আরব আমিরশাহি ভারতের সাধারণতন্ত্র দিবসে যোগদান করেছিল৷
এবার সাধারণতন্ত্র দিবসে সাংস্কৃতিক অংশের প্যারেড শুরু হয় লাদাখকে দিয়ে । লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ার পর এই প্রথম সাধারণতন্ত্র দিবসের প্যারেডে অংশ নিল৷ সেখানে তারা লাদাখের সংস্কৃতি, সাম্প্রদায়িক সম্প্রীতি, উৎসব, সাহিত্যকে তুলে ধরা হয়৷ মৈত্রী বুদ্ধই ছিল লাদাখের ট্যাবলোর মুখ ৷
এদিন বায়ুসেনার তরফে রাফাল, মিগ-29 সহ একাধিক যুদ্ধবিমান ব্যবহার করা হয়েছে সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানের জন্য৷ এসইউ-30এমকেআই যুদ্ধবিমান দিয়ে আকাশে ত্রিশূল তৈরি করে বায়ুসেনা৷ এর নেতৃত্বে ছিলেন গ্রুপ ক্যাপ্টেন একে মিশ্র৷ এদিন রাফাল যুদ্ধবিমান ওড়ান বায়ুসেনার প্রথম মহিলা পাইলট ভাবনা কান্থ৷
আরও পড়ুন : সাধারণতন্ত্রের ট্যাবলোতেও কোরোনা থেকে রামমন্দির
এদিনের প্যারেডে সিলিকা সামরাস্ত্র, 'পিনাকা' রকেট সিস্টেম অংশগ্রহণ করে৷ তবে এবার কোরোনা পরিস্থিতির জন্য প্যারেডে অংশগ্রহণকারী জওয়ানদের সংখ্যা কমানো হয়েছে৷ কমানো হয়েছে দর্শক সংখ্যা৷ মাস্ক পরে প্যারেডে অংশগ্রহণ করেন জওয়ানরা৷