ETV Bharat / bharat

লকডাউনে পণ্ড অনুষ্ঠান, মঙ্গলসূত্র পৌঁছাল স্পিড পোস্টে ; ভিডিয়ো কলে বিয়ে দেখলেন 100 জন

চাকরি সূত্রে দু'জনেই থাকেন পুনেতে । দু'জনেই কেরালার বাসিন্দা । তাঁদের পরিবারও সেখানেই । কথা ছিল কেরালাতেই বিয়ে হবে তাঁদের । কিন্তু কোরোনার জেরে পুনেতেই আটকে পড়েন তাঁরা । উপায় না পেয়ে বিয়ে হল পুনেতেই । সোশাল মিডিয়া অ্যাপের মাধ্যমে কেরালা-পুনে মিলল এক জায়গায় ।

author img

By

Published : May 27, 2020, 4:49 PM IST

ছবি
ছবি

দিল্লি, 27 মে : কথা ছিল বিয়ে হবে ধুমধাম করে । লোকজন আসবে । সাজবে দু'জন মন ভরে । ছবির ক্লিকে স্মরণীয় হয়ে থাকবে সময় । সেইমতো আমন্ত্রণপত্রও বিলি করা হয়ে গেছিল । বিয়ের দিনও ঠিক হয়ে গেছিল । কিন্তু লকডাউনের সময়সীমা বেড়ে যায় । ভিনরাজ্যে থেকে ফিরতে পারেননি যুগল । অগত্যা ভিনরাজ্যেই বিয়ে সারলেন তাঁরা । স্পিড পোস্টে মঙ্গলসূত্র পৌঁছাল মেয়ের কাছে । টেকনোলজিকে কাজে লাগিয়ে একটি সোশাল মিডিয়া অ্যাপের মাধ্যমে বিয়ের সাক্ষী থাকলেন বাবা-মায়েরা ।

চাকরি সূত্রে দু'জনেই থাকেন পুনেতে । দু'জনেই কেরালার বাসিন্দা । তাঁদের পরিবারও সেখানেই । কথা ছিল কেরালাতেই বিয়ে হবে তাঁদের । কিন্তু কোরোনার জেরে পুনেতেই আটকে পড়েন তাঁরা । উপায় না পেয়ে বিয়ে হল পুনেতেই । সোশাল মিডিয়া অ্যাপের মাধ্যমে কেরালা-পুনে মিলল এক জায়গায় । বিয়ে পালন করা হল যথাসম্ভব নিয়মে । সবশেষে ভিডিয়ো কলে বসেই আশীর্বাদ নিলেন যুগল । বিয়ের অনুষ্ঠানটি হয়েছে ছেলের ফ্ল্যাটে । তাঁদের সাহায্য় করেছেন রুমমেটরা ।

শুধু কী পরিবারের উপস্থিতিতে বিয়ে হয়েছে ? না, বিয়েতে উপস্থিত ছিলেন প্রায় 100 জন । ভিডিয়ো কলে সবাই দেখেছেন বিয়ে । তাঁদের জন্য ভার্চুয়াল কার্ডেরও ব্যবস্থা করেছিলেন ভিসনেস ও অঞ্জলি । যাতে দেওয়া ছিল ভিডিয়ো কলে যুক্ত হওয়ার Id ।

এবিষয়ে অঞ্জলি বলেন, "লকডাউনের শুরুর দিকে আমরা আশা করেছিলাম বাড়ি ফিরতে পারব । হয়ত মে'তে । কিন্তু পর পর লকডাউনের সময়সীমা বাড়তে থাকে । আমরা বুঝতে পারি, আমাদের আর এখন বাড়ি যাাওয়া হবে না । আমরা বিয়েও পিছতে চাইনি । তাই এভাবেই বিয়ে হল ।"

দিল্লি, 27 মে : কথা ছিল বিয়ে হবে ধুমধাম করে । লোকজন আসবে । সাজবে দু'জন মন ভরে । ছবির ক্লিকে স্মরণীয় হয়ে থাকবে সময় । সেইমতো আমন্ত্রণপত্রও বিলি করা হয়ে গেছিল । বিয়ের দিনও ঠিক হয়ে গেছিল । কিন্তু লকডাউনের সময়সীমা বেড়ে যায় । ভিনরাজ্যে থেকে ফিরতে পারেননি যুগল । অগত্যা ভিনরাজ্যেই বিয়ে সারলেন তাঁরা । স্পিড পোস্টে মঙ্গলসূত্র পৌঁছাল মেয়ের কাছে । টেকনোলজিকে কাজে লাগিয়ে একটি সোশাল মিডিয়া অ্যাপের মাধ্যমে বিয়ের সাক্ষী থাকলেন বাবা-মায়েরা ।

চাকরি সূত্রে দু'জনেই থাকেন পুনেতে । দু'জনেই কেরালার বাসিন্দা । তাঁদের পরিবারও সেখানেই । কথা ছিল কেরালাতেই বিয়ে হবে তাঁদের । কিন্তু কোরোনার জেরে পুনেতেই আটকে পড়েন তাঁরা । উপায় না পেয়ে বিয়ে হল পুনেতেই । সোশাল মিডিয়া অ্যাপের মাধ্যমে কেরালা-পুনে মিলল এক জায়গায় । বিয়ে পালন করা হল যথাসম্ভব নিয়মে । সবশেষে ভিডিয়ো কলে বসেই আশীর্বাদ নিলেন যুগল । বিয়ের অনুষ্ঠানটি হয়েছে ছেলের ফ্ল্যাটে । তাঁদের সাহায্য় করেছেন রুমমেটরা ।

শুধু কী পরিবারের উপস্থিতিতে বিয়ে হয়েছে ? না, বিয়েতে উপস্থিত ছিলেন প্রায় 100 জন । ভিডিয়ো কলে সবাই দেখেছেন বিয়ে । তাঁদের জন্য ভার্চুয়াল কার্ডেরও ব্যবস্থা করেছিলেন ভিসনেস ও অঞ্জলি । যাতে দেওয়া ছিল ভিডিয়ো কলে যুক্ত হওয়ার Id ।

এবিষয়ে অঞ্জলি বলেন, "লকডাউনের শুরুর দিকে আমরা আশা করেছিলাম বাড়ি ফিরতে পারব । হয়ত মে'তে । কিন্তু পর পর লকডাউনের সময়সীমা বাড়তে থাকে । আমরা বুঝতে পারি, আমাদের আর এখন বাড়ি যাাওয়া হবে না । আমরা বিয়েও পিছতে চাইনি । তাই এভাবেই বিয়ে হল ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.