দিল্লি, 15 মে : দেশে কোরোনায় আক্রান্তদের সুস্থতার হার 34.06 শতাংশ । আজ একথা জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন । কোরোনা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক চলাকালীন তিনি বলেন, গত 24 ঘণ্টায় 1 হাজার 685 জন কোরোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছে । যার ফলে সুস্থতার হার দাঁড়িয়েছে 34.06 শতাংশ ।
বিশ্বব্যাপী ও দেশের কোরোনা পরিস্থিতি নিয়ে হর্ষ বর্ধন বলেন, "বর্তমানে বিশ্বব্যাপী কোরোনা আক্রান্তের সংখ্যা 42,48,389 । মারা গিয়েছে 2,94,046 জন । মৃত্যুর হার 6.92 শতাংশ । ভারতে বর্তমানে কোরোনা আক্রান্তের সংখ্যা 81,970 । মারা গিয়েছে 2,649জন । দেশে মৃত্যুর হার 3.23 শতাংশ । এখনও পর্যন্ত মোট 27,920 জন সুস্থ হয়েছে ।"
এই বৈঠকে কোরোনা নিয়ন্ত্রণের কৌশল ও পরিচালনার দিকগুলির পাশাপাশি কেন্দ্র ও বিভিন্ন রাজ্য কর্তৃক গৃহীত ব্যবস্থা সম্পর্কেও আলোচনা করা হয় । বিদেশে থেকে ফেরা মানুষ ও ভিনরাজ্যের শ্রমিকরা বাড়ি ফেরার পর কী কী চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে তা নিয়েও আলোচনা করা হয় ।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেন, 919টি কোরোনা হাসপাতালে ও 2,036টি কোরোনা স্বাস্থ্যকেন্দ্রে মোট 8,694টি বেড দেওয়া হয়েছে । এছাড়া, 5,739টি কোরোনা কেয়ার সেন্টারে 2,77,429টি বেড দেওয়া হয়েছে । কেয়ার সেন্টারগুলির ICU-তে 29,701টি বেড ও আইসোলেশন ওয়ার্ডে 5,15,250টি বেড দেওয়া হয়েছে । এখনও পর্যন্ত 18,855 ভেন্টিলেটরের ব্যবস্থা করা হয়েছে দেশজুড়ে ।
সরকারের তরফে রাজ্যগুলিতে 84.22 লাখ N95 মাস্ক ও 47.98 লাখ PPE কিট দেওয়া হয়েছে । দেশীয় কারখানাগুলিতে প্রতিদিন তিন লাখ PPE ও N95 মাস্ক তৈরির ক্ষমতা রয়েছে । ICMR-র ডিরেক্টর জেনেরাল ডঃ বলরাম ভার্গব বলেন, 24 ঘণ্টায় 1,200 নমুনা পরীক্ষার জন্য NCDC-তে COBAS 6800 নামে একটি মেশিন বসানো হয়েছে । তিনি আরও বলেন, প্রতিদিন 509টি সরকারি ও বেসরকারি ল্যাবরেটরিতে এক লাখ পরীক্ষা করা হচ্ছে ।