ETV Bharat / bharat

135 কোটির দেশে কোরোনা আক্রান্ত মাত্র 1 লাখ : হর্ষ বর্ধন

author img

By

Published : May 22, 2020, 6:29 PM IST

আজ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-র এগজ়িকিউটিভ বোর্ডের চেয়ারম্যান পদে দায়িত্ব নেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন । বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, "আজ পর্যন্ত দেশে মৃত্যুর হার মাত্র তিন শতাংশ । 135 কোটি মানুষের দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা মাত্র এক লাখ ।"

হর্ষবর্ধন
হর্ষবর্ধন

দিল্লি, 22 মে : 135 কোটি মানুষের দেশে এখনও পর্যন্ত কোরোনায় আক্রান্ত হয়েছে মাত্র এক লাখ । আজ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-র এগজ়িকিউটিভ বোর্ডের চেয়ারম্যান পদে দায়িত্ব নেওয়ার পর একথা বলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন । বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, "আজ পর্যন্ত দেশে মৃত্যুর হার মাত্র তিন শতাংশ । 135 কোটি মানুষের দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা মাত্র এক লাখ ।"

তিনি আরও বলেন, "আমি জানি আমি এই বিশ্বব্যাপী সংকটের সময় এই অফিসে প্রবেশ করছি । এটি এমন এক সময়, যখন আমরা সবাই বুঝতে পারি যে আগামী দুই দশকে স্বাস্থ্য সম্পর্কিত অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে । এই সমস্ত চ্যালেঞ্জের জন্য দায়িত্ব ভাগ করে নেওয়াটা জরুরি ।"

অনলাইনে অনুষ্ঠিত WHO-র এগজ়িকিউটিভ বোর্ডের 147তম অধিবেশনে হর্ষ বর্ধন দায়িত্ব গ্রহণ করেন । WHO-র ডিরেক্টর জেনেরাল ডঃ টেড্রস অ্যাডানম গ্যাব্রিয়েসস তাঁকে স্বাগত জানান । সঙ্গে বলেন, "হর্ষবর্ধনকে তাঁর নির্বাচনের জন্য অভিনন্দন ও স্বাগত জানাতে চাই । হর্ষবর্ধন, আপনাকে একটি কঠিন আইন অনুসরণ করতে হবে । কিন্তু, আমি নিশ্চিত আপনি ডঃ নাকাতানির মতোই কাজ করবেন ।"

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শেষ আপডেট অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত কোরোনা আক্রান্তের সংখ্যা 1,18,447 । এর মধ্যে সুস্থ হয়েছে 48,534জন । মৃত্যু হয়েছে 3,583 জনের ।

দিল্লি, 22 মে : 135 কোটি মানুষের দেশে এখনও পর্যন্ত কোরোনায় আক্রান্ত হয়েছে মাত্র এক লাখ । আজ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-র এগজ়িকিউটিভ বোর্ডের চেয়ারম্যান পদে দায়িত্ব নেওয়ার পর একথা বলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন । বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, "আজ পর্যন্ত দেশে মৃত্যুর হার মাত্র তিন শতাংশ । 135 কোটি মানুষের দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা মাত্র এক লাখ ।"

তিনি আরও বলেন, "আমি জানি আমি এই বিশ্বব্যাপী সংকটের সময় এই অফিসে প্রবেশ করছি । এটি এমন এক সময়, যখন আমরা সবাই বুঝতে পারি যে আগামী দুই দশকে স্বাস্থ্য সম্পর্কিত অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে । এই সমস্ত চ্যালেঞ্জের জন্য দায়িত্ব ভাগ করে নেওয়াটা জরুরি ।"

অনলাইনে অনুষ্ঠিত WHO-র এগজ়িকিউটিভ বোর্ডের 147তম অধিবেশনে হর্ষ বর্ধন দায়িত্ব গ্রহণ করেন । WHO-র ডিরেক্টর জেনেরাল ডঃ টেড্রস অ্যাডানম গ্যাব্রিয়েসস তাঁকে স্বাগত জানান । সঙ্গে বলেন, "হর্ষবর্ধনকে তাঁর নির্বাচনের জন্য অভিনন্দন ও স্বাগত জানাতে চাই । হর্ষবর্ধন, আপনাকে একটি কঠিন আইন অনুসরণ করতে হবে । কিন্তু, আমি নিশ্চিত আপনি ডঃ নাকাতানির মতোই কাজ করবেন ।"

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শেষ আপডেট অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত কোরোনা আক্রান্তের সংখ্যা 1,18,447 । এর মধ্যে সুস্থ হয়েছে 48,534জন । মৃত্যু হয়েছে 3,583 জনের ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.