ETV Bharat / bharat

এক বছরের মধ্যে ‘এক দেশ, এক রেশন কার্ড’ লক্ষ্য মোদি সরকারের - 'এক দেশ, এক রেশন কার্ড

'এক দেশ, এক রেশন কার্ড’ চালু হলে কোনও গ্রাহক দেশের যে কোনও প্রান্তের রেশন দোকান থেকে সরকার-নির্ধারিত ভর্তুকিযুক্ত মূল্যে খাদ্যশস্য কিনতে পারবেন ।

রামবিলাস পাসোয়ান
author img

By

Published : Jun 30, 2019, 4:56 AM IST

দিল্লি, 30 জুন : 'এক দেশ, এক ভোট'-এর পর এবার ‘এক দেশ, এক রেশন কার্ড’ । আগামী বছরের মধ্যে এই নতুন প্রকল্প চালু করতে চলেছে কেন্দ্রীয় সরকার । শনিবার একথা ঘোষণা করলেন কেন্দ্রীয় খাদ্য ও গণবণ্টন মন্ত্রী রামবিলাস পাসোয়ান ।

'এক দেশ, এক রেশন কার্ড’ চালু হলে কোনও গ্রাহক দেশের যে কোনও প্রান্তের রেশন দোকান থেকে সরকার-নির্ধারিত ভর্তুকিযুক্ত মূল্যে খাদ্যশস্য কিনতে পারবেন । কেন্দ্রীয় মন্ত্রী বলেন, "আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের সংযুক্তিকরণ এবং সমস্ত রেশন দোকানে ‘পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম’ (PDS)-র মাধ্যমে খাদ্যশস্য বিক্রি চালুর কাজটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে ।" মন্ত্রী জানিয়েছেন, দ্রুত এই প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য রাজ্য সরকারগুলির কাছে চিঠিও পাঠানো হয়েছে । 2020 সালের 30 জুনের মধ্যে বিষয়টি চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে ।

দেশের বেশ কিছু রাজ্যের মানুষ ইতিমধ্যেই PDS-র সুবিধা পাচ্ছেন । এই তালিকায় রয়েছে অন্ধ্রপ্রদেশ, গুজরাত , হরিয়ানা, ঝাড়খণ্ড, কর্নাটক, কেরল, মহারাষ্ট্র, রাজস্থান, তেলাঙ্গানা ও ত্রিপুরা । অভিন্ন রেশন কার্ড চালুর মতোই রেশনে বিশেষ পুষ্টিগুণসমৃদ্ধ (ফর্টিফায়েড) চাল বণ্টনের বিষয়টিকে গুরুত্বপূর্ণ কর্মসূচিতে রেখেছিল মোদি সরকার । পাসোয়ান জানান, এখনও পর্যন্ত 9টি রাজ্য নিজেদের একটি করে জেলা বেছে নিয়ে এই প্রকল্পে এগিয়ে এসেছে।

দিল্লি, 30 জুন : 'এক দেশ, এক ভোট'-এর পর এবার ‘এক দেশ, এক রেশন কার্ড’ । আগামী বছরের মধ্যে এই নতুন প্রকল্প চালু করতে চলেছে কেন্দ্রীয় সরকার । শনিবার একথা ঘোষণা করলেন কেন্দ্রীয় খাদ্য ও গণবণ্টন মন্ত্রী রামবিলাস পাসোয়ান ।

'এক দেশ, এক রেশন কার্ড’ চালু হলে কোনও গ্রাহক দেশের যে কোনও প্রান্তের রেশন দোকান থেকে সরকার-নির্ধারিত ভর্তুকিযুক্ত মূল্যে খাদ্যশস্য কিনতে পারবেন । কেন্দ্রীয় মন্ত্রী বলেন, "আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের সংযুক্তিকরণ এবং সমস্ত রেশন দোকানে ‘পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম’ (PDS)-র মাধ্যমে খাদ্যশস্য বিক্রি চালুর কাজটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে ।" মন্ত্রী জানিয়েছেন, দ্রুত এই প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য রাজ্য সরকারগুলির কাছে চিঠিও পাঠানো হয়েছে । 2020 সালের 30 জুনের মধ্যে বিষয়টি চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে ।

দেশের বেশ কিছু রাজ্যের মানুষ ইতিমধ্যেই PDS-র সুবিধা পাচ্ছেন । এই তালিকায় রয়েছে অন্ধ্রপ্রদেশ, গুজরাত , হরিয়ানা, ঝাড়খণ্ড, কর্নাটক, কেরল, মহারাষ্ট্র, রাজস্থান, তেলাঙ্গানা ও ত্রিপুরা । অভিন্ন রেশন কার্ড চালুর মতোই রেশনে বিশেষ পুষ্টিগুণসমৃদ্ধ (ফর্টিফায়েড) চাল বণ্টনের বিষয়টিকে গুরুত্বপূর্ণ কর্মসূচিতে রেখেছিল মোদি সরকার । পাসোয়ান জানান, এখনও পর্যন্ত 9টি রাজ্য নিজেদের একটি করে জেলা বেছে নিয়ে এই প্রকল্পে এগিয়ে এসেছে।

Leeds (UK), Jun 29 (ANI): A clash broke out between Afghanistan and Pakistan fans outside Headingley Stadium in Leeds after an aircraft was flown in the area which had 'Justice for Balochistan' slogan. Leeds air traffic will investigate the matter. In today's first match of ICC World Cup 2019 Afghanistan took on Pakistan. The match started at 1500 HRS IST. Afghanistan cricket team won the toss against Pakistan. The team elected to bat first against the Pakistan team.


ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.