ETV Bharat / bharat

দুঃখ পেয়েছি , অবাক হইনি : সচিন পাইলট - Sachin Pilot reaction

গিরিরাজ সিং যে অভিযোগ করেছিলেন তা নিয়ে মুখ খুললেন পাইলট ৷ বললেন, তাঁর বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে ৷ তবে তিনি নিজের অবস্থান ও বিশ্বাসে স্থির ৷

sachin
সচিন পাইলট
author img

By

Published : Jul 20, 2020, 5:57 PM IST

Updated : Jul 20, 2020, 8:22 PM IST

জয়পুর , 20 জুলাই : অভিযোগ খণ্ডন করলেন সচিন পাইলট ৷ তাঁর বিরুদ্ধে কংগ্রেস বিধায়ক গিরিরাজ সিং যে অভিযোগ এনেছিলেন সেই প্রসঙ্গে বললেন, তিনি দুঃখ পেয়েছেন, কিন্তু অবাক হননি ৷ কংগ্রেস বিধায়ক গিরিরাজ সিং অভিযোগ করেছিলেন, রাজ্যসভার ভোটে ক্রশভোট দেওয়ার জন্য তাঁকে পাইলট 35 কোটি টাকা অফার করেছিলেন । আজ সেই নিয়েই মুখ খোলেন সচিন ৷

সংবাদমাধ্যমের সামনে আজ গিরিরাজ সিং বলেন, গতবছর ডিসেম্বর মাস থেকেই এমনটা হয়ে চলেছে ৷ এটা নতুন কিছু নয় ৷ আমি তাদের জানিয়েছি, আমি আর এই কাজ করতে পারব না ৷ আমি সচিন পাইলটের সঙ্গে আলোচনা করেছিলাম ৷ সে আমার সঙ্গে কথা বলে ৷ জিজ্ঞাসা করে, আমার কত টাকা চাই ৷ আমায় 35 কোটি টাকা অফার করে ৷ আমি এই সব কারণের জন্যই BSP দল ছেড়েছিলাম ৷ আমি যদি কংগ্রেসও ছাড়ি, তবে সাধারণ মানুষকে কী উত্তর দেব ৷

তিনি আরও জানান, মুখ্যমন্ত্রী গেহলটের সঙ্গে তিনি এবিষয়ে কথা বলেছিলেন ৷ দলে ভাঙন ধরছে বলে সাবধানও করেছিলেন ৷ কিন্তু, গেহলট না কি বলেছিলেন, চিন্তার কোনও কারণ নেই ৷ সবকিছু ঠিক হয়ে যাবে ৷

এই সব অভিযোগ উড়িয়ে দিয়ে পাইলট বলেন, " আমি দুঃখ পেয়েছি ৷ কিন্তু অবাক হইনি ৷ আমার বিরুদ্ধে এই চরম অভিযোগ সম্পূর্ণ যুক্তিহীন ৷ আমার নাম খারাপ করার জন্য অভিযোগ আনা হয়েছে ৷ কারণ, আমি দলের বিরুদ্ধে যাওয়ায় আমার বিরুদ্ধে এই অভিযোগ সম্পূর্ণ জেনেবুঝে করা হয়েছে ৷ আমার বিশ্বাসযোগ্যতার উপর আঘাত আনতেই এই অভিযোগ করা হয়েছে ৷ আমি নিশ্চিত, সম্মানহানির জন্য আমার বিরুদ্ধে এই রকম আরও অভিযোগ আনা হতে পারে ৷ কিন্তু আমি আমার অবস্থান ও বিশ্বাসে অটুট রয়েছি ৷ "

সচিন পাইলটের বিরুদ্ধে গেহলট আরও বলেন, " তাঁর নিষ্পাপ মুখ দেখে বোঝা যায় না, তিনি দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারেন ৷'' গেহলট বলেন, গত 6 মাস ধরে BJP - র সঙ্গে যুক্ত হয়ে পাইলট ষড়যন্ত্র করছে ৷ কেউ আমার কথা বিশ্বাস করেনি ৷ আমি আগেই বলেছিলাম, সরকার ভাঙার ষড়যন্ত্র চলছে ৷ কেউই ভাবেনি পাইলট এই কাজ করতে পারে ৷ আমি এখানে সবজি বেচতে আসিনি ৷ আমি রাজ্যের মুখ্যমন্ত্রী ৷"

সম্প্রতি, গিরিরাজ সিং ও 6 বিধায়ক গত বছর সেপ্টেম্বরে BSP ছেড়ে রাজস্থানে কংগ্রেসে যোগদান করেন ৷ গত শনিবার, মায়াবতী গেহলটের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, "গেহলট BSP- র সঙ্গে প্রতারণা করছেন ৷ এই নিয়ে দ্বিতীয়বার আইন লঙ্ঘন করে BSP- র বিধায়কদের দলে টানছেন ৷ "

জয়পুর , 20 জুলাই : অভিযোগ খণ্ডন করলেন সচিন পাইলট ৷ তাঁর বিরুদ্ধে কংগ্রেস বিধায়ক গিরিরাজ সিং যে অভিযোগ এনেছিলেন সেই প্রসঙ্গে বললেন, তিনি দুঃখ পেয়েছেন, কিন্তু অবাক হননি ৷ কংগ্রেস বিধায়ক গিরিরাজ সিং অভিযোগ করেছিলেন, রাজ্যসভার ভোটে ক্রশভোট দেওয়ার জন্য তাঁকে পাইলট 35 কোটি টাকা অফার করেছিলেন । আজ সেই নিয়েই মুখ খোলেন সচিন ৷

সংবাদমাধ্যমের সামনে আজ গিরিরাজ সিং বলেন, গতবছর ডিসেম্বর মাস থেকেই এমনটা হয়ে চলেছে ৷ এটা নতুন কিছু নয় ৷ আমি তাদের জানিয়েছি, আমি আর এই কাজ করতে পারব না ৷ আমি সচিন পাইলটের সঙ্গে আলোচনা করেছিলাম ৷ সে আমার সঙ্গে কথা বলে ৷ জিজ্ঞাসা করে, আমার কত টাকা চাই ৷ আমায় 35 কোটি টাকা অফার করে ৷ আমি এই সব কারণের জন্যই BSP দল ছেড়েছিলাম ৷ আমি যদি কংগ্রেসও ছাড়ি, তবে সাধারণ মানুষকে কী উত্তর দেব ৷

তিনি আরও জানান, মুখ্যমন্ত্রী গেহলটের সঙ্গে তিনি এবিষয়ে কথা বলেছিলেন ৷ দলে ভাঙন ধরছে বলে সাবধানও করেছিলেন ৷ কিন্তু, গেহলট না কি বলেছিলেন, চিন্তার কোনও কারণ নেই ৷ সবকিছু ঠিক হয়ে যাবে ৷

এই সব অভিযোগ উড়িয়ে দিয়ে পাইলট বলেন, " আমি দুঃখ পেয়েছি ৷ কিন্তু অবাক হইনি ৷ আমার বিরুদ্ধে এই চরম অভিযোগ সম্পূর্ণ যুক্তিহীন ৷ আমার নাম খারাপ করার জন্য অভিযোগ আনা হয়েছে ৷ কারণ, আমি দলের বিরুদ্ধে যাওয়ায় আমার বিরুদ্ধে এই অভিযোগ সম্পূর্ণ জেনেবুঝে করা হয়েছে ৷ আমার বিশ্বাসযোগ্যতার উপর আঘাত আনতেই এই অভিযোগ করা হয়েছে ৷ আমি নিশ্চিত, সম্মানহানির জন্য আমার বিরুদ্ধে এই রকম আরও অভিযোগ আনা হতে পারে ৷ কিন্তু আমি আমার অবস্থান ও বিশ্বাসে অটুট রয়েছি ৷ "

সচিন পাইলটের বিরুদ্ধে গেহলট আরও বলেন, " তাঁর নিষ্পাপ মুখ দেখে বোঝা যায় না, তিনি দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারেন ৷'' গেহলট বলেন, গত 6 মাস ধরে BJP - র সঙ্গে যুক্ত হয়ে পাইলট ষড়যন্ত্র করছে ৷ কেউ আমার কথা বিশ্বাস করেনি ৷ আমি আগেই বলেছিলাম, সরকার ভাঙার ষড়যন্ত্র চলছে ৷ কেউই ভাবেনি পাইলট এই কাজ করতে পারে ৷ আমি এখানে সবজি বেচতে আসিনি ৷ আমি রাজ্যের মুখ্যমন্ত্রী ৷"

সম্প্রতি, গিরিরাজ সিং ও 6 বিধায়ক গত বছর সেপ্টেম্বরে BSP ছেড়ে রাজস্থানে কংগ্রেসে যোগদান করেন ৷ গত শনিবার, মায়াবতী গেহলটের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, "গেহলট BSP- র সঙ্গে প্রতারণা করছেন ৷ এই নিয়ে দ্বিতীয়বার আইন লঙ্ঘন করে BSP- র বিধায়কদের দলে টানছেন ৷ "

Last Updated : Jul 20, 2020, 8:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.