ETV Bharat / bharat

হবে রহস্যের উদঘাটন ! IIT কানপুরের তৈরি লুনার রোভার পাড়ি দেবে চাঁদে - Lunar Rover

IIT কানপুরের বিজ্ঞানীদের দাবি, এই প্রথম ভারতে লুনার রোভার সফটওয়্যার ডিজ়াইন ও তৈরি করা হয়েছে । যা 15 জুলাই চাঁদে পাড়ি দেবে ।

বিজ্ঞানী
author img

By

Published : Jul 12, 2019, 11:41 PM IST

কানপুর, 12 জুলাই : আর কয়েকটা দিনের অপেক্ষা । তারপরই চাঁদে পাড়ি দেবে চন্দ্রযান-2 । আর সেটির মোশান প্ল্যানিং ও জেনারেশন সফটওয়্যার তৈরি করেছে IIT কানপুরের একদল বিজ্ঞানী । যা লুনার রোভারটির চলাফেরাতে সাহায্য করবে ও চন্দ্রযানটিকে চাঁদের মাটিতে পথপ্রদর্শন করবে ।

আগামী 15 জুলাই রাত 2টো 51 মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে চাঁদের দক্ষিণ মেরুর উদ্দেশে রওনা দেবে চন্দ্রযান-2 । এটির ওজন 3.8 টন যা 8টি হাতির ওজনের সমান । তৈরি করতে খরচ হয়েছে 600 কোটিরও বেশি টাকা । ISRO-র চেয়ারম্যান কে শিবন জানান, আগের মিশনগুলির থেকে এই মিশনটি জটিল । চাঁদের যে অংশে যান পাঠানো হবে, এর আগে কোনও দেশ চাঁদের এই অংশে পা রাখতে পারেনি ।

IIT কানপুরের মেকানিকাল বিভাগের অধ্যাপক আশিস দত্ত ও ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক কেএস ভেঙ্কটেশ এই সিস্টেমটি তৈরি করেছেন । তাঁরা জানান, তাঁদের তৈরি প্ল্যানিং ও ম্যাপিং জেনারেশনে ছাড়পত্র দিয়েছে ISRO । তাঁদের দাবি, এই প্রথম ভারতে লুনার রোভার সফটওয়্যার ডিজ়াইন ও তৈরি করা হয়েছে । আশিস দত্ত জানান, একটি অ্যালগোরিদম মেথডের উপর ভিত্তি করে এই সফটওয়্যারটি তৈরি করতে এক বছর সময় লেগেছে । তিনি আরও জানান, চন্দ্রযান-2-তে তিনটি গুরুত্বপূর্ণ অংশ রয়েছে । সেগুলি হল - অর্বিটার, ল্যান্ডার ও রোভার । চাঁদের মাটিতে পা রাখার পর সেটি মোশান প্ল্যানিংয়ের কাজ শুরু করবে । এছাড়াও, চন্দ্রযানের যাত্রার জন্য বেশি খরচ যাতে না হয় তা নিশ্চিত করতে কাজ করেছে IIT কানপুর ।

এই লুনার রোভার কী ? কী কাজ করবে ? এটি চাঁদের মাটি থেকে 3D ছবি পাঠাবে । যা গবেষণার জন্য ব্যবহৃত হবে । লুনার রোভারটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে কম শক্তি খরচ হয় । পাশাপাশি, চাঁদের মাটিতে জল ও অন্য খনিজ পদার্থের খোঁজ চালাবে । অধ্যাপকদের দাবি, 20 ওয়াট সোলার ব্যাটারির সাহায্যে এটি কাজ করবে ।

কানপুর, 12 জুলাই : আর কয়েকটা দিনের অপেক্ষা । তারপরই চাঁদে পাড়ি দেবে চন্দ্রযান-2 । আর সেটির মোশান প্ল্যানিং ও জেনারেশন সফটওয়্যার তৈরি করেছে IIT কানপুরের একদল বিজ্ঞানী । যা লুনার রোভারটির চলাফেরাতে সাহায্য করবে ও চন্দ্রযানটিকে চাঁদের মাটিতে পথপ্রদর্শন করবে ।

আগামী 15 জুলাই রাত 2টো 51 মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে চাঁদের দক্ষিণ মেরুর উদ্দেশে রওনা দেবে চন্দ্রযান-2 । এটির ওজন 3.8 টন যা 8টি হাতির ওজনের সমান । তৈরি করতে খরচ হয়েছে 600 কোটিরও বেশি টাকা । ISRO-র চেয়ারম্যান কে শিবন জানান, আগের মিশনগুলির থেকে এই মিশনটি জটিল । চাঁদের যে অংশে যান পাঠানো হবে, এর আগে কোনও দেশ চাঁদের এই অংশে পা রাখতে পারেনি ।

IIT কানপুরের মেকানিকাল বিভাগের অধ্যাপক আশিস দত্ত ও ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক কেএস ভেঙ্কটেশ এই সিস্টেমটি তৈরি করেছেন । তাঁরা জানান, তাঁদের তৈরি প্ল্যানিং ও ম্যাপিং জেনারেশনে ছাড়পত্র দিয়েছে ISRO । তাঁদের দাবি, এই প্রথম ভারতে লুনার রোভার সফটওয়্যার ডিজ়াইন ও তৈরি করা হয়েছে । আশিস দত্ত জানান, একটি অ্যালগোরিদম মেথডের উপর ভিত্তি করে এই সফটওয়্যারটি তৈরি করতে এক বছর সময় লেগেছে । তিনি আরও জানান, চন্দ্রযান-2-তে তিনটি গুরুত্বপূর্ণ অংশ রয়েছে । সেগুলি হল - অর্বিটার, ল্যান্ডার ও রোভার । চাঁদের মাটিতে পা রাখার পর সেটি মোশান প্ল্যানিংয়ের কাজ শুরু করবে । এছাড়াও, চন্দ্রযানের যাত্রার জন্য বেশি খরচ যাতে না হয় তা নিশ্চিত করতে কাজ করেছে IIT কানপুর ।

এই লুনার রোভার কী ? কী কাজ করবে ? এটি চাঁদের মাটি থেকে 3D ছবি পাঠাবে । যা গবেষণার জন্য ব্যবহৃত হবে । লুনার রোভারটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে কম শক্তি খরচ হয় । পাশাপাশি, চাঁদের মাটিতে জল ও অন্য খনিজ পদার্থের খোঁজ চালাবে । অধ্যাপকদের দাবি, 20 ওয়াট সোলার ব্যাটারির সাহায্যে এটি কাজ করবে ।

Mumbai, July 12 (ANI): 18-month-old Divyansh is still untraceable, and his family members are demanding Mumbai's mayor resignation. Speaking at press conference a family member said, "BMC in a statement said that search operation is underway by 40 NDRF team. There was no operation going on. I request to mediapersons don't spare them, think beyond the system." "Mumbai mayor must resign, if it happens such incidents will not repeat." Earlier Search and rescue operations are still being carried out by the BMC, NDRF, BMC, Mumbai Police and locals," he added later.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.