ETV Bharat / bharat

হায়দরাবাদের টেস্টিং কিটে কোরোনা নির্ণয় মাত্র 20 মিনিটে

author img

By

Published : Jun 18, 2020, 3:22 AM IST

বিশ্বব্যাপী কোরোনা আতঙ্ক । লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । কোরোনা নিরাময়ে ওষুধ এখনও তৈরি হয়নি । পরীক্ষা চলছে । এবার কোরোনা আক্রান্তদের চিহ্নিত করতে তৈরি হচ্ছে বিশেষ কিট । হায়দরাবাদে ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে একটি টেস্টিং কিট । যার মাধ্যমে আপনি জেনে নিতে পারবেন আপনি কোরোনায় আক্রান্ত কি না । মাত্র 20 মিনিটে রিপোর্ট পেয়ে যাবেন উপসর্গযুক্ত ও উপসর্গবিহীনরা ।

iit-hyderabad-researcher-develops-ai-powered-low-cost-point-of-care-covid-19-testing-kit
হায়দরাবাদের টেস্টিং কিটে কোরোনা নির্ণয় মাত্র 20 মিনিটে

হায়দরাবাদ(তেলেঙ্গানা), 17 জুন : হায়দরাবাদের IIT সংস্থার গবেষকরা একটি উন্নত মানের টেস্টিং কিট তৈরি করেছেন । এই কিটটির দ্বারা সিম্পটোমিক ও অ্যাসিম্পটোমিক রোগীদের রিপোর্ট আসছে মাত্র 20 মিনিটে । ইতিমধ্যেই ESIC মেডিকেল কলেজ ও হাসপাতালে টেস্ট কিটটির পরীক্ষামূলক প্রয়োগ করা হয়েছে । কিটটি এক জায়গা থেকে অপর জায়গায় নিয়ে যাওয়াও সহজ । এই কিটের সব থেকে বড় সুবিধা হল RT-PCR-র প্রয়োজন হয় না ।এই কিটে প্রতিটি টেস্টের খরচ 600 টাকা ।

কোরোনা নির্ণয়ের জন্য টেস্টিং কিটটি তৈরি করেছেন ইলেক্ট্রিকাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের অধ্যাপক শিব গোবিন্দ সিং, ডাঃ সূর্যস্নাতা ত্রিপাঠী, চতুর্থ বর্ষের ডাক্তারির ছাত্র পাট্টা সুপ্রাজা এবং প্রফেসর শিব গোবিন্দ সিংয়ের গবেষণার দলের অন্যান্য ছাত্রছাত্রীরা, প্রতিষ্ঠানের ফ্যাকাল্টিসহ ফান্ডিং এজেন্সি ।

অধ্যাপক শিব গোবিন্দ সিং বলেন, গবেষণার দলে যারা রয়েছেন তাঁরা এই টেস্ট কিট যথেষ্ট পরিমাণে তৈরি করতে পারবেন । এখন একটাই চিন্তা আর্থিক সহযোগিতা । সরকারি ও বেসরকারি সংস্থা আমাদের যদি সাহায্য করে তবে আমরা উপকৃত হব ।

অধ্যাপক শিব গোবিন্দ সিংয়ের দল উন্নতমানের কৃত্রিম বুদ্ধিমত্তার যন্ত্র আবিষ্কার করেছেন । তবে গৃহীত সিদ্ধান্তের ত্রুটি গুলি সনাক্ত করে তা শুধরাতে সাহায্য করবে । ICMR-র তরফ থেকে এই টেস্ট কিটটির উৎপাদনের জন্য অনুমোদন পেলে তিনি এই টেস্ট কিটের মালিকানার সত্ত্ব পাবেন ।

হায়দরাবাদ(তেলেঙ্গানা), 17 জুন : হায়দরাবাদের IIT সংস্থার গবেষকরা একটি উন্নত মানের টেস্টিং কিট তৈরি করেছেন । এই কিটটির দ্বারা সিম্পটোমিক ও অ্যাসিম্পটোমিক রোগীদের রিপোর্ট আসছে মাত্র 20 মিনিটে । ইতিমধ্যেই ESIC মেডিকেল কলেজ ও হাসপাতালে টেস্ট কিটটির পরীক্ষামূলক প্রয়োগ করা হয়েছে । কিটটি এক জায়গা থেকে অপর জায়গায় নিয়ে যাওয়াও সহজ । এই কিটের সব থেকে বড় সুবিধা হল RT-PCR-র প্রয়োজন হয় না ।এই কিটে প্রতিটি টেস্টের খরচ 600 টাকা ।

কোরোনা নির্ণয়ের জন্য টেস্টিং কিটটি তৈরি করেছেন ইলেক্ট্রিকাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের অধ্যাপক শিব গোবিন্দ সিং, ডাঃ সূর্যস্নাতা ত্রিপাঠী, চতুর্থ বর্ষের ডাক্তারির ছাত্র পাট্টা সুপ্রাজা এবং প্রফেসর শিব গোবিন্দ সিংয়ের গবেষণার দলের অন্যান্য ছাত্রছাত্রীরা, প্রতিষ্ঠানের ফ্যাকাল্টিসহ ফান্ডিং এজেন্সি ।

অধ্যাপক শিব গোবিন্দ সিং বলেন, গবেষণার দলে যারা রয়েছেন তাঁরা এই টেস্ট কিট যথেষ্ট পরিমাণে তৈরি করতে পারবেন । এখন একটাই চিন্তা আর্থিক সহযোগিতা । সরকারি ও বেসরকারি সংস্থা আমাদের যদি সাহায্য করে তবে আমরা উপকৃত হব ।

অধ্যাপক শিব গোবিন্দ সিংয়ের দল উন্নতমানের কৃত্রিম বুদ্ধিমত্তার যন্ত্র আবিষ্কার করেছেন । তবে গৃহীত সিদ্ধান্তের ত্রুটি গুলি সনাক্ত করে তা শুধরাতে সাহায্য করবে । ICMR-র তরফ থেকে এই টেস্ট কিটটির উৎপাদনের জন্য অনুমোদন পেলে তিনি এই টেস্ট কিটের মালিকানার সত্ত্ব পাবেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.