রাজস্থান, 5 জুলাই : এই প্রথমবার ভারতে পঙ্গপাল মারতে ব্যবহৃত হল হেলিকপ্টার । রবিবার রাজস্থানের সীমান্তবর্তী এলাকায় উড়ানো হয় বায়ুসেনার চপার ।
ভারতীয় বিমানবাহিনীর দুটি এম আই-17 চপার থেকে কীটনাশক ছড়ানো হয় যোধপুর জেলায় ৷ এমন ঘটনা ভারতের ইতিহাসে এই প্রথমবার ঘটল বলে জানাল কৃষি মন্ত্রক ।
তিন দশকের মধ্যে এই প্রথমবার সর্বাধিক পঙ্গপালের হামলার মুখে পড়ল ভারত । পঙ্গপালের ঝাঁক দেখা গেছে রাজস্থান, গুজরাত, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এবং হরিয়ানার বিভিন্ন জেলায় ।
চলতি বছরে রাজস্থানের মরু প্রান্তরেও পঙ্গপালের ঝাঁক লক্ষ্য করা গেছে । পঙ্গপালের হামলা রুখতে সরকার থেকে বারে বারে প্রচার অভিযান চালানো হয়েছে ।