ETV Bharat / bharat

কমল নাথের সচিবের বাড়িতে আয়কর অভিযান, রাজ্য পুলিশ-CRPF বচসা - cm

কমল নাথের প্রাক্তন ব্যক্তিগত সচিবের বাড়িতে অভিযান চালাল আয়কর দপ্তরের আধিকারিকরা। উদ্ধার হয়েছে প্রায় 9 কোটি টাকা। রাজ্য পুলিশ আবাসনে ঢুকতে গেলে বাধা দিল CRPF।

চলছে বাদানুবাদ
author img

By

Published : Apr 7, 2019, 9:32 PM IST

ভোপাল, 7 এপ্রিল : মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথের প্রাক্তন ব্যক্তিগত সচিব প্রবীণ কক্করের ইন্দোরের বাড়িতে আজ ভোর থেকে অভিযান চালায় আয়কর দপ্তরের আধিকারিকরা। উদ্ধার হয়েছে প্রায় 9 কোটি টাকা। প্রবীণ কক্করের ফ্ল্যাট যে আবাসনে, সেটি ঘিরে রেখেছে CRPF। ঢুকতে দেওয়া হয়নি রাজ্য পুলিশকে। যা নিয়ে দু'তরফে উত্তপ্ত বাদানুবাদ হয়।

আজ সকালে প্রবীণের ইন্দোরের বাড়িতে 150 জন CRPF জওয়ানকে নিয়ে অভিযান চালায় আয়কর দপ্তরের আধিকারিকরা। বাড়ি সহ পুরো আবাসনটাই ঘিরে ফেলে CRPF। খবর পেয়ে সেখানে যায় রাজ্য পুলিশ। কিন্তু, তাদের অভিযোগ, আবাসনে ঢুকতে বাধা দেয় CRPF।

  • #WATCH Bhopal: Argument breaks out between CRPF and Madhya Pradesh Police officials outside the residence of Ashwin Sharma, associate of Praveen Kakkar (OSD to Madhya Pradesh CM, where Income Tax raids are underway. #MadhyaPradesh pic.twitter.com/ltXNnESE3b

    — ANI (@ANI) April 7, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ভোপালের SP ভূপিন্দর সিং বলেন, "আয়কর দপ্তরের অভিযান নিয়ে আমাদের কিছু বলার নেই। কিন্তু, ওই আবাসনে প্রচুর সাধারণ মানুষও রয়েছে, যাদের অনেকের চিকিৎসার প্রয়োজন। তাঁরাই আমাদের খবর দিয়েছিল। কারণ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা আবাসন থেকে কাউকে ঢুকতে ও বের হতে দিচ্ছে না। CRPF আমাদেরও ঢুকতে দেয়নি।"

  • Pradeep Kumar, CRPF Official: Madhya Pradesh Police aren't letting us work, they're hurling abuses at us. We're only following orders of our seniors. Seniors have asked us to not let anybody in. Proceedings are on, that’s why we're not letting anybody in; only performing our duty pic.twitter.com/i2jVyLKJfu

    — ANI (@ANI) April 7, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

যদিও CRPF রাজ্য পুলিশের দাবি অস্বীকার করেছে। CRPF আধিকারিক প্রদীপ কুমার জানান, তাঁরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পালন করছেন মাত্র। ওই আবাসন ঘিরে রাখার নির্দেশ রয়েছে। কেউ যাতে সেখানে ঢুকতে বা সেখান থেকে বের হতে না পারে তেমন নির্দেশই রয়েছে আমাদের উপর। কিন্তু, মধ্যপ্রদেশ পুলিশ আমাদের কাজে বাধা দেওয়ার চেষ্টা করেছে।"

  • Bhupinder Singh, City SP Bhopal: We've nothing to do with Income Tax & the ongoing raid. It's a residential complex, there are people inside who need medical assistance, they are calling the local SHO for help. They have closed the entire complex because of raid. #MadhyaPradesh pic.twitter.com/ljmrm06kox

    — ANI (@ANI) April 7, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ভোপাল, 7 এপ্রিল : মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথের প্রাক্তন ব্যক্তিগত সচিব প্রবীণ কক্করের ইন্দোরের বাড়িতে আজ ভোর থেকে অভিযান চালায় আয়কর দপ্তরের আধিকারিকরা। উদ্ধার হয়েছে প্রায় 9 কোটি টাকা। প্রবীণ কক্করের ফ্ল্যাট যে আবাসনে, সেটি ঘিরে রেখেছে CRPF। ঢুকতে দেওয়া হয়নি রাজ্য পুলিশকে। যা নিয়ে দু'তরফে উত্তপ্ত বাদানুবাদ হয়।

আজ সকালে প্রবীণের ইন্দোরের বাড়িতে 150 জন CRPF জওয়ানকে নিয়ে অভিযান চালায় আয়কর দপ্তরের আধিকারিকরা। বাড়ি সহ পুরো আবাসনটাই ঘিরে ফেলে CRPF। খবর পেয়ে সেখানে যায় রাজ্য পুলিশ। কিন্তু, তাদের অভিযোগ, আবাসনে ঢুকতে বাধা দেয় CRPF।

  • #WATCH Bhopal: Argument breaks out between CRPF and Madhya Pradesh Police officials outside the residence of Ashwin Sharma, associate of Praveen Kakkar (OSD to Madhya Pradesh CM, where Income Tax raids are underway. #MadhyaPradesh pic.twitter.com/ltXNnESE3b

    — ANI (@ANI) April 7, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ভোপালের SP ভূপিন্দর সিং বলেন, "আয়কর দপ্তরের অভিযান নিয়ে আমাদের কিছু বলার নেই। কিন্তু, ওই আবাসনে প্রচুর সাধারণ মানুষও রয়েছে, যাদের অনেকের চিকিৎসার প্রয়োজন। তাঁরাই আমাদের খবর দিয়েছিল। কারণ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা আবাসন থেকে কাউকে ঢুকতে ও বের হতে দিচ্ছে না। CRPF আমাদেরও ঢুকতে দেয়নি।"

  • Pradeep Kumar, CRPF Official: Madhya Pradesh Police aren't letting us work, they're hurling abuses at us. We're only following orders of our seniors. Seniors have asked us to not let anybody in. Proceedings are on, that’s why we're not letting anybody in; only performing our duty pic.twitter.com/i2jVyLKJfu

    — ANI (@ANI) April 7, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

যদিও CRPF রাজ্য পুলিশের দাবি অস্বীকার করেছে। CRPF আধিকারিক প্রদীপ কুমার জানান, তাঁরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পালন করছেন মাত্র। ওই আবাসন ঘিরে রাখার নির্দেশ রয়েছে। কেউ যাতে সেখানে ঢুকতে বা সেখান থেকে বের হতে না পারে তেমন নির্দেশই রয়েছে আমাদের উপর। কিন্তু, মধ্যপ্রদেশ পুলিশ আমাদের কাজে বাধা দেওয়ার চেষ্টা করেছে।"

  • Bhupinder Singh, City SP Bhopal: We've nothing to do with Income Tax & the ongoing raid. It's a residential complex, there are people inside who need medical assistance, they are calling the local SHO for help. They have closed the entire complex because of raid. #MadhyaPradesh pic.twitter.com/ljmrm06kox

    — ANI (@ANI) April 7, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
Charaideo (Assam), Apr 07 (ANI): Lakhi Pal, a 104-year-old woman from Assam's Santipur, is all set to cast her vote in the upcoming Lok Sabha elections. Lakhi Pal's daughter Madhu Pal said, "My mother considers voting as a national honour. She will surely go to cast her vote." The district administration has made all the necessary arrangements for 104-year-old woman so that she can cast her vote with ease and comfort.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.